Photo Credit: Redmi
বিগত সোমবার ভারতে লঞ্চ করা হয়েছে Redmi Smart Fire TV 4K 2024 , টিভিটি 43 ইঞ্চি এবং 55 ইঞ্চির বিকল্পে উন্মোচিত হয়েছে । কোম্পানীর পক্ষ থেকে এই প্রথম বাজারে 55 ইঞ্চির টিভি উন্মোচিত করা হলো। দুটি বিকল্পের টিভিতেই একই বৈশিষ্ট্য আছে যেমন- ডিজাইন, ডিসপ্লের মান, স্টোরেজ ইত্যাদি। শুধু উল্লেখযোগ্য প্রকারভেদটি হলো 43 ইঞ্চির মডেলের TV-টিতে 24W-এর স্পীকার আছে এবং 55 ইঞ্চির মডেলটিতে 30W-এর স্পীকার সিস্টেম যুক্ত করা আছে। উল্লেখযোগ্য ভাবে Redmi Smart Fire TV 4K সিরিজটি আলেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট সহ নির্মিত হয়েছে।
Redmi-র নতুন সিরিজের 43 ইঞ্চি মডেলটির দাম শুরু হচ্ছে 23,499 টাকা থেকে। অন্যদিকে 55 ইঞ্চির মডেলটির দাম 34,499 টাকা। স্মার্টটিভিটি ICICI ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে TV গুলি কেনার ক্ষেত্রে 1,500 টাকা ছাড় পাওয়া যাবে।
সেপ্টেম্বরের 18 তারিখ থেকে এই স্মার্ট টিভিটির সেল শুরু হবে এবং এটি ফ্লিপকার্ট এবং কোম্পানীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্রয় করা যাবে।
একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে কোম্পানী জানিয়েছে যে, Redmi Smart Fire TV 4K 2024-এর বিকল্পগুলি কাঠামো বিহীন ডিজাইন দ্বারা যুক্ত এবং 4k HDR ডিসপ্লে দ্বারা সজ্জিত। নতুন স্মার্ট টিভিটিতে ভিডিও প্রক্রিয়াকরণের জন্য মোশন এস্টিমেশন এবং মোশন কম্পেন্সেসন( MEMC) প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এছাড়াও এটিতে পিকচার ইন পিকচার মোড ফিচার যুক্ত করা আছে।
স্মার্টটিভিটি 64 বিট কোয়াড কোর প্রসেসর দ্বারা নির্মিত, এটিতে 2জিবি RAM এবং 8 জিবি স্টোরেজ অন্তর্ভুক্ত করা হয়েছে। Fire TV-এর ইন্ট্রিগ্রেশনের দ্বারা ব্যাবহারকারীরা টিভির অন্তর্নির্মিত অ্যাপ স্টোরের মাধ্যমে 12,000-রেরও বেশি অ্যাপে প্রবেশ করে, সেটি চালিয়ে বিভিন্ন OTT প্ল্যাটফর্মের বিভিন্ন বিষয় দেখার সুযোগ পাবে, যেমন - prime video, Netflix, Disney+ Hotstar ,Jio cinema সহ আরো অনেক কিছু।
সংযোগের ক্ষেত্রে টিভিটিতে ব্লুটুথ 5.0, ডুয়াল ব্যান্ড সমৃদ্ধ Wi-Fi, AirPlay 2 এবং Miracast যুক্ত করা হয়েছে। এছাড়াও ডিভাইসটিতে স্ট্রীম ভিডিও, ফটো শেয়ার এবং বহির্ভূত স্পীকার ও হেডফোন সংযুক্ত করার সুবিধা দেওয়া আছে।
এছাড়াও টিভিটিতে অতিরিক্ত ফিচার, অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট যুক্ত করা হয়েছে। যেটি ব্যবহার করে ব্যাবহারকারীরা কথার মাধ্যমে টিভিটিকে পরিচালনা করতে পারবে। এমনকি অ্যালেক্সা ভিডিও সুপারিশের সাহায্য করতে পারে। কোম্পানী আরোও বলেছে যে, স্মার্টটিভিটি অন্যান্য অ্যালেক্সা সামঞ্জস্যপূর্ণ যন্ত্রপাতির সাথে কেন্দ্রীয় হাব হিসেবে কাজ করতে সক্ষম এবং কণ্ঠস্বরের মাধ্যমে সেগুলিকে নিয়ন্ত্রন করতে পারবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন