BSNLএর ব্রডব্যান্ড প্ল্যানের অফারটি আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে।
BSNL এখন ফাইবার ব্রডব্যান্ডের ব্যবসায় তৃতীয় স্থানে
রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তাদের ফাইবার ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য খুব আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়েছে। এখন ফাইবার ব্রডব্যান্ডের ব্যবসায় তৃতীয় স্থানে তারা। প্রথম ও দ্বিতীয় যথাক্রমে Airtel এবং Jio। একটা সময় প্রথম স্থানে থাকলেও বিনিয়োগের অভাবে পিছিয়ে পড়েছে সংস্থাটি। তাই ক্রেতা ধরে রাখতে ও নতুন ক্রেতা টানতে দু'টি জনপ্রিয় ব্রডব্যান্ড প্ল্যানে ছাড় দেওয়ার ঘোষণা করেছে বিএসএনএল। আবার নতুন কানেকশনে ওই দুই প্ল্যানের মধ্যে যে কোনও একটি নিলে প্রথম মাস বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা উপভোগ করা যাবে। চলুন দেখে নিই, টেলিকম সংস্থাটির কোন কোন প্যাকেজে উক্ত অফার পাওয়া যাচ্ছে।
BSNL এর দু'টি ভারত ফাইবার প্ল্যানে নতুন অফারটি প্রযোজ্য। প্রথমটি হল ফাইবার বেসিক যার জন্য প্রতি মাসে 499 টাকা খরচ করতে হয়। এই প্ল্যানে 60 এমবিপিএস পর্যন্ত ইন্টারনেটের স্পিড পাওয়া যায়। ডাউনলোড করার জন্য আনলিমিটেড ডেটা মেলে। আবার ল্যান্ডলাইনের মাধ্যমে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল এবং STD কলের সুবিধা রয়েছে। তবে ফেয়ার ইউসেজ পলিসি (FUP) এর অধীনে, 3,300 জিবি সীমা শেষ হয়ে গেলে, ইন্টারনেটের গতি 4 এমবিপিএস-এ নেমে আসবে।
বিএসএনএল ভারত ফাইবার গ্রাহকরা তিন মাসের জন্য এই প্ল্যানে 100 টাকা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এর ফলে ফাইবার বেসিক ব্রডব্যান্ড প্ল্যানের কার্যকর খরচ প্রতি মাসে 399 টাকায় নেমে এসেছে। আবার নতুন কানেশন নিলে এই প্ল্যান প্রথম মাসে বিনামূল্যে ব্যবহার করা যাবে। অর্থাৎ দেখতে গেলে, গ্রাহকরা চার মাসের জন্য অফার পাচ্ছে।
অন্যদিকে, 449 টাকার BSNL Fiber Basic Neo প্ল্যানেও একই রকম সুবিধা পাওয়া যাচ্ছে। এই প্যাকেজে ইন্টারনেটের স্পিড 50 এমবিপিএস। এছাড়া, আপনি আনলিমিটেড লোকাল এবং STD কল, 3,300 জিবি ডেটা লিমিট এবং আনলিমিটেড ডাউনলোডের সুবিধা পাবেন। ফাইবার অফারের অংশ হিসেবে, এই প্ল্যানে 50 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এর অর্থ গ্রাহকরা তিন মাসের জন্য প্রতি মাসে 399 টাকায় এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। নতুন গ্রাহকরা এই প্ল্যান নির্বাচন করলেও প্রথম মাসে বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন।
BSNL এর এই প্ল্যানগুলি গ্রামীণ এলাকায় খুব জনপ্রিয়। টেলিকমটকের প্রতিবেদন অনুসারে, এই অফারটি 30 সেপ্টেম্বর 30 পর্যন্ত বৈধ থাকবে। গ্রাহক কোন সার্কেলে থাকেন তার উপর অফারের প্রাপ্যতা নির্ভর করবে। আপনার এলাকায় অফার পাওয়া যাবে কিনা তা BSNL ওয়েবসাইট অথবা BSNL সেলফ কেয়ার অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারেন। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও iOS উভয় প্ল্যাটফর্মে পাওয়া যায়। উল্লেখ্য, BSNL-এর ব্রডব্যান্ড পরিষেবা গ্রাম থেকে শহর সারা ভারত জুড়ে উপলব্ধ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন