Samsung Galaxy A17 5G ভারতে লঞ্চ হল, 6 বছর নতুনের মতো চলবে, দাম জেনে নিন

Samsung Galaxy A17 5G ফোনে IP54 ডাস্ট এবং ওয়াটার রেজিট্যান্স রেটিং আছে।

Samsung Galaxy A17 5G ভারতে লঞ্চ হল, 6 বছর নতুনের মতো চলবে, দাম জেনে নিন

Photo Credit: Samsung

Samsung Galaxy A17 5G এর সামনে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে

হাইলাইট
  • Samsung Galaxy A17 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে
  • স্মার্টফোনটি ছয় বছরের জন্য Android OS আপগ্রেড পাবে
  • এই ফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে
বিজ্ঞাপন

Samsung Galaxy A17 5G আজ অবশেষে ভারতে লঞ্চ হল৷ এটি আগস্টের শুরুতে ইউরোপ এবং খুব সম্প্রতি যুক্তরাজ্যে রিলিজ হয়েছে৷ গ্লোবাল এডিশনের স্পেসিফিকেশন এবং ফিচার্সের সঙ্গে এ দেশে এসেছে স্মার্টফোনটি৷ এর সুপার AMOLED ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস রয়েছে, যা ভাঙা এবং স্ক্র্যাচ থেকে সুরক্ষা প্রদান করে৷ Google Gemini ও সার্কেল টু সার্চ ফিচার ফোনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতা যোগ করেছে৷ Samsung Galaxy A17 5G এর একটি বড় আকর্ষণ হল দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট৷ হ্যান্ডসেটটি ছয় বছরের জন্য Android অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে৷

ভারতে Samsung Galaxy A17 5G এর দাম

Samsung Galaxy A17 5G এর দাম ভারতে 18,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেল 6 জিবি র‍্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে৷ অন্যদিকে, 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য যথাক্রমে 20,499 টাকা এবং 23,499 টাকা৷ এটি স্যামসাং ইন্ডিয়া ই-স্টোর, Amazon, এবং Flipkart এর মাধ্যমে কেনা যাচ্ছে৷ কালো, নীল, ও ধূসর রঙের বিকল্প থাকছে।

Samsung Galaxy A17 5G ফিচার্স ও স্পেসিফিকেশন

Samsung Galaxy A17 5G এর সামনে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা FHD+ রেজোলিউশন (1080x2340 পিক্সেল) ও 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিন শক্তিশালী গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত৷ হ্যান্ডসেটটিতে 6 ন্যানোমিটার পদ্ধতিতে তৈরি অক্টা-কোর Exynos 1330 প্রসেসর ব্যবহার করা হয়েছে। সঙ্গে Mali-G82 MP2 গ্রাফিক্স আছে। ফোনটি সর্বোচ্চ 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অফার করে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 2 টিবি পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি করা যাবে৷

ফটোগ্রাফির জন্য, স্যামসাং গ্যালাক্সি A17 5G এর ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম আছে৷ মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের৷ এটি f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করে৷ অন্য দুই ক্যামেরা হিসেবে রয়েছে f/2.2 অ্যাপারচার সহ একটি 5 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা, ও একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে f/2.0 অ্যাপারচার সহ একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান।

Samsung Galaxy A17 5G ফোনটির পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা আছে। জল এবং ধুলো থেকে ক্ষতি হওয়া আটকাতে IP54 রেটিং পেয়েছে। এই নতুন স্মার্টফোনে 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে যা 25 ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি Android 15 OS নির্ভর One UI 7 কাস্টম সফটওয়্যারে রান করে। কোম্পানি জানিয়েছে, এটি 2031 সাল পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড ও সফটওয়্যার আপডেট পাবে৷

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. বর্ষশেষে 50MP সেলফি ক্যামেরার ফোনে অবিশ্বাস্য ছাড়, দাম 14,000 টাকা কমলো
  2. OnePlus 15R ডিসেম্বরে ভারতে আসছে, লঞ্চ ডেট ঘোষণা হল, 8,000mAh ব্যাটারি ও দুধর্ষ প্রসেসর থাকতে পারে
  3. Realme 16 Pro আসছে 200MP ব্যাক ক্যামেরা ও 50MP সেলফি ক্যামেরা নিয়ে, 7,000mah ব্যাটারিও থাকবে
  4. Xiaomi 17 ও Xiaomi 17 Ultra ভারতের বাজার কাঁপাতে আসছে, কবে লঞ্চ, কেমন ফিচার্স, দেখুন
  5. Realme C85 5G নভেম্বর 28 ভারতে লঞ্চ হচ্ছে, 1 শতাংশ চার্জেও 9 ঘন্টা চালু থাকবে!
  6. Moto G57 Power ভারতে সস্তায় লঞ্চ হল, 7,000mAh ব্যাটারি ও দুর্দান্ত ক্যামেরা সহ শক্তিশালী ফিচার্স রয়েছে
  7. Vivo X300 Ultra বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোন হতে পারে, লঞ্চ কবে জেনে নিন
  8. 2025 সালের শেষে ধামাকা অফার, 16000 টাকা ডিসকাউন্ট Samsung-এর 5G ফোনে
  9. Moto G57 Power-এর দাম লঞ্চের এক দিন আগেই ফাঁস, খুব সস্তায় 7,000mAh ব্যাটারি এবং সুন্দর ক্যামেরা
  10. Realme P4x 5G-এর দাম ও ফিচার্স ফাঁস, 90টি অ্যাপ একসঙ্গে চললেও স্লো হবে না!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »