3,000 টাকা ছাড়ে দুর্দান্ত Vivo ফোনের সেল শুরু, রয়েছে 6,500mAh ব্যাটারি ও অনবদ্য ক্যামেরা

Vivo T4 Pro চার বছরের জন্য Android আপগ্রেড ও ছয় বছরের জন্য সিকিউরিটি আপডেট পাবে।

3,000 টাকা ছাড়ে দুর্দান্ত Vivo ফোনের সেল শুরু, রয়েছে 6,500mAh ব্যাটারি ও অনবদ্য ক্যামেরা

Photo Credit: Vivo

Vivo T4 Pro ব্লেজ গোল্ড ও নাইট্রো ব্লু রঙে পাওয়া যাচ্ছে

হাইলাইট
  • Vivo T4 Pro ফোনে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে
  • এটি ছয় বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে
  • Vivo T4 Pro এর সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে
বিজ্ঞাপন

আজ, শুক্রবার থেকেই ভারতে Vivo T4 Pro এর সেল শুরু হয়ে গেল। এই নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন বেশ কিছু নজরকাড়া ফিচার্সের সঙ্গে এসেছে। ভিভোর নতুন মডেলের অন্যতম আকর্ষণ 3X পেরিস্কোপ জুম সহ 50 মেগাপিক্সেলের Sony টেলিফটো ক্যামেরা। ফোনটিতে কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে আছে৷ 6,500mAh সিলিকন কার্বন ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং বৈশিষ্ট্যও পাওয়া যাবে। Vivo T4 Pro এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে প্রিমিয়াম ট্রিপল ক্যামেরা সেটআপ, IP68 ও IP69 ওয়াটার রেজিস্ট্যান্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI নির্ভর প্রোডাক্টিভিটি ও ইমেজিং টুলস, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ইত্যাদি।

ভারতে Vivo T4 Pro এর দাম ও অফার

ভারতে Vivo V60 এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের দাম 27,999 টাকা। এছাড়াও, স্মার্টফোনটি 8 জিবি + 256 জিবি এবং 12 জিবি + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে, যাদের দাম যথাক্রমে 29,999 টাকা এবং 31,999 টাকা। ফোনটি ভিভো ইন্ডিয়ার ই-স্টোর, ফ্লিপকার্ট, এবং নির্বাচিত রিটেলারদের মাধ্যমে গোল্ড ও নাইট্রো ব্লু রঙে বিক্রি হচ্ছে। 

ক্রেতারা এইচডিএফসি, অ্যাক্সিস, ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্ডে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন। ফলে বেস মডেলের দাম 24,999 টাকায় নেমে আসবে। এছাড়াও, 3,000 টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ছয় মাস পর্যন্ত নো-কস্ট EMI অপশনের সুবিধা থাকছে।

Vivo T4 Pro স্পেসিফিকেশন ও ফিচার্স

Vivo T4 Pro এর সামনে 6.77 ইঞ্চির কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 5,000 নিট গ্লোবাল পিক ব্রাইটনেস, HDR10+, ও 1.5K (1,080x2,392 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। ফোনে এআই ক্যাপশন, এআই স্মার্ট কল অ্যাসিস্ট্যান্ট, এবং এআই স্প্যাম কল প্রোটেকশনের মতো ফিচার্স উপলব্ধ।

ফটোগ্রাফির জন্য, ভিভো টি4 প্রো এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ একটি 50 মেগাপিক্সেল Sony প্রাইমারি সেন্সর (f/1.79), 3x জুম সাপোর্ট সহ একটি 50 মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 2 মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা আছে। সামনে 32 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা বর্তমান।

ভিভোর এই ফোনটি Snapdragon 7 Gen 4 প্রসেসর দ্বারা চালিত। এটি Android 15 ভিত্তিক Funtouch OS 15 কাস্টম সফটওয়্যারে রান করে। সংস্থা 4 বছরের জন্য Android OS আপগ্রেড ও 6 বছরের জন্য সিকিউরিটি আপডেট দেবে বলে জানিয়েছে। ফোনের 6,500mAh সিলিকন-কার্বন ব্যাটারি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, দ্রুত তাপ অপসারণ করতে 16,470 বর্গ মিমি ভেপার চেম্বার (VC) কুলিং সিস্টেম রেখেছে ভিভো। এই ফোনটি 7.53 মিমি স্লিম এবং ওজন 192 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ছবি উঠবে এমন ফোন কিনতে চান? 25,000 টাকা সস্তায় মিলছে এই স্মার্টফোন
  2. Realme আনছে তাদের সবথেকে সুন্দর ডিজাইনের ফোন, দেখলে মুগ্ধ হতে বাধ্য!
  3. Oppo Reno 15 সিরিজের তিনটি ফোন ডিসেম্বরে ভারতে আসছে, থাকবে 200 মেগাপিক্সেল ক্যামেরা
  4. Samsung Galaxy S26 সিরিজের লঞ্চ ডেট! 200MP ক্যামেরা সহ সেরা AI ফিচার্স থাকবে
  5. Realme C85 সিরিজ 7,000mAh ব্যাটারি ও 24 জিবি পর্যন্ত র‍্যাম সাপোর্টের সঙ্গে লঞ্চ হল
  6. Vivo Y19s 5G ভারতে লঞ্চ হল 6,000mAh ব্যাটারির সঙ্গে, প্রায় 23 ঘন্টা ইউটিউব দেখা যাবে ফুল চার্জে
  7. Realme GT 8 Pro ফোনের আরও ফিচার ঘোষণা হল, 120W ফাস্ট চার্জিং এবং 2K ডিসপ্লের সঙ্গে ভারতে আসছে
  8. Huawei ইতিহাস সৃষ্টি করে বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা স্মার্টফোন আনছে
  9. OnePlus 15T বিশাল 7,000mAh ব্যাটারি, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ বাজার কাঁপাতে আসছে
  10. Realme GT 8 Pro এই তারিখে 200MP ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হতে পারে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »