Samsung Galaxy ইভেন্ট সেপ্টেম্বর 4 তারিখে ভারতীয় সময় বিকাল 3 টায় একটি ভার্চুয়াল গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট আয়োজনের ঘোষণা করেছে।
Photo Credit: Samsung
এটি চলতি বছর Samsung এর তৃতীয় হার্ডওয়্যার লঞ্চ ইভেন্ট
গোটা সেপ্টেম্বর জুড়ে সারপ্রাইজের ছড়াছড়ি। সেপ্টেম্বর 9 'Awe Dropping' ইভেন্টে iPhone 17 সিরিজ লঞ্চ হওয়ার কথা রয়েছে। এবার প্রতিদ্বন্দ্বী সংস্থা Samsung সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে একটি লঞ্চ ইভেন্ট আয়োজন করবে বলে ঘোষণা করেছে। এটি চলতি বছরের তৃতীয় গ্যালাক্সি ইভেন্ট। Apple এর থেকে লাইমলাইট কেড়ে নিতেই এমন কৌশল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি জানিয়েছে, সে দিন প্রিমিয়াম AI ট্যাবলেট থেকে শুরু করে Galaxy S25 সিরিজের নতুন মডেল আত্মপ্রকাশ করবে। সেখানে Samsung Galaxy Tab S11 সিরিজ ও Galaxy S25 FE লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। আবার কোম্পানির প্রথম ট্রাই-ফোল্ড ফোন জল্পনার অবসান ঘটিয়ে উন্মোচিত হলে অবাক হওয়ার কিছু থাকবে না।
স্যামসাং সেপ্টেম্বর 4 তারিখে ভারতীয় সময় বিকাল 3 টায় একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা করেছে। এটি কোম্পানির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। আসন্ন গ্যালাক্সি ট্যাব প্রি-রিজার্ভ করলে বেশ কিছু এক্সক্লুসিভ সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে। গ্রাহকরা রিজার্ভ করলে 50 ডলার (প্রায় 4,400 টাকা) ক্রেডিট পাবে, যা নির্বাচিত গ্যালাক্সি ফোন, গ্যালাক্সি ট্যাব, গ্যালাক্সি রিং, গ্যালাক্সি বাডস, গ্যালাক্সি ওয়াচ বা আনুষাঙ্গিক পণ্যের প্রয়োগ করা যেতে পারে।
Samsung Galaxy Tab S11 সিরিজে দুটি ফ্ল্যাগশিপ মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে — Galaxy Tab S11 এবং Galaxy Tab S11 Ultra। বেস মডেলে সম্ভবত 11 ইঞ্চি স্ক্রিন থাকবে। হাই-এন্ড আল্ট্রা মডেলটি বিশাল 14.6 ইঞ্চি ডায়নামিক AMOLED 2X ডিসপ্লের সঙ্গে আসতে পারে। এটি তার পূর্বসূরীর তুলনায় CPU, GPU, ও NPU পারফরম্যান্সে যথাক্রমে 24 শতাংশ, 27 শতাংশ, এবং 33 শতাংশ উন্নতি প্রদান করতে পারে।
স্যামসাংয়ের প্রথম ট্রাই-ফোল্ডেবল (তিনবার ভাঁজ হয়) ফোন নিয়ে জল্পনা তুঙ্গে। কারণ চলতি বছরেই একটি নতুন ফোল্ডেবল ফর্ম ফ্যাক্টরের স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা ছিল তাদের। তবে সেপ্টেম্বর 5 লঞ্চের সম্ভাবনা খুবই ক্ষীণ। আবার লঞ্চের পরিবর্তে শুধু জনসমক্ষে এনে হাইপ বাড়ানো হতে পারে। আর সেটা ঘটলে iPhone 17 সিরিজের সমস্ত প্রচার কেড়ে নেবে।
রিপোর্ট বলছে, স্যামসাং এর এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে 6.7 ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে থাকবে যা 120Hz রিফ্রেশ রেট অফার করবে। ফোনটিতে Exynos 2400e চিপসেট থাকতে পারে। ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেমে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং 8 মেগাপিক্সেল 3x টেলিফটো লেন্স মিলতে পারে। এতে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4,900mAh ব্যাটারি পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Neutrino Detectors May Unlock the Search for Light Dark Matter, Physicists Say
Uranus and Neptune May Be Rocky Worlds Not Ice Giants, New Research Shows
Steal OTT Release Date: When and Where to Watch Sophie Turner Starrer Movie Online?
Murder Report (2025): A Dark Korean Crime Thriller Now Streaming on Prime Video