সেপ্টেম্বর 9 'Awe dropping' ইভেন্টে iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro, ও iPhone 17 Pro Max লঞ্চ হবে।
Photo Credit: Apple
iPhone 16 সিরিজ গত বছর 9 সেপ্টেম্বর তারিখেই লঞ্চ হয়েছিল
iPhone 17 সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা হল। Apple অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী সেপ্টেম্বর 9 'Awe dropping' ইভেন্টে নতুন আইফোন মডেলগুলি প্রকাশ করবে। এই বছর একাধিক স্মার্টফোন বাজারে আনবে মার্কিন টেক জায়ান্টটি। ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্ক ক্যাম্পাসের স্টিভ জবস থিয়েটারে স্ট্যান্ডার্ড iPhone 17 এর সঙ্গে আত্মপ্রকাশ করবে iPhone 17 Air, iPhone 17 Pro, এবং টপ-এন্ড মডেল iPhone 17 Pro Max। ভারতীয় সময় রাত 10:30 থেকে লঞ্চ ইভেন্ট শুরু হবে। সংস্থাটি তাদের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে নীল ও হলুদ রঙের শক্তি তরঙ্গ সহ উজ্জ্বল অ্যাপল লোগো রেখেছে, যা iOS 26-এর নতুন লিকুইড গ্লাস ডিজাইন ল্যাঙ্গুয়েজের দিকে ইঙ্গিত করছে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, প্রতি বছর সেপ্টেম্বরে নতুন মডেলের আইফোন লঞ্চ করে থাকে অ্যাপল। 2014 সাল থেকে এই ঐতিহ্য অনুসরণ করে আসছে তারা। শুধুমাত্র কোভিডের জন্য 2020 সালে সংস্থাটির সময়সূচীতে পরিবর্তন ঘটেছিল। গত বছরের সেপ্টেম্বর 9 'ইটস গ্লোটাইম' ইভেন্টে লঞ্চ হয়েছিল iPhone 16 সিরিজ। আর তার আগের বছর সেপ্টেম্বর 12 অ্যাপলের 'ওয়ান্ডারলাস্ট' ইভেন্টে প্রকাশ হয়েছিল iPhone 15 সিরিজ।
নিঃসন্দেহে Apple এর 'Awe dropping' ইভেন্টের প্রধান আকর্ষণ iPhone 17 সিরিজ। চারটি মডেল আসবে বলে শোনা যাচ্ছে। তবে প্লাস মডেলের পরিবর্তে iPhone 17 Air লঞ্চ হবে, যা এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা এবং হালকা আইফোন মডেল। এটি 5.5 মিমি পুরু হওয়ার সম্ভাবনা। এতে 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও A19 প্রসেসর থাকতে পারে। ফোনটির ক্যামেরা বার সম্পূর্ণ নতুনভাবে ডিজাইন করা হয়েছে।
অন্যদিকে, আইফোন 17 প্রো ও আইফোন 17 প্রো ম্যাক্স নতুন হাইব্রিড অ্যালুমিনিয়াম-গ্লাস ডিজাইন, নতুনভাবে ডিজাইন করা ক্যামেরা বার, 48 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, উন্নত সেলফি ক্যামেরা, শক্তিশালী A19 Pro প্রসেসর, বড় ব্যাটারি, এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পেতে পারে। এছাড়া, স্ট্যান্ডার্ড আইফোন 17 মডেলটি 120 হার্টজ রিফ্রেশ রেট সহ প্রোমোশন এলটিপিও ডিসপ্লে ও A19 চিপের সঙ্গে আসতে পারে।
সেপ্টেম্বর 9 লঞ্চ ইভেন্টে অ্যাপল নতুন Watch মডেল লঞ্চ করতে পারে। Apple Watch সিরিজ 11 এর সম্ভাব্য আপগ্রেডগুলির মধ্যে থাকবে রক্তচাপ পর্যবেক্ষণ (সুনির্দিষ্ট পরিমাপের পরিবর্তে উচ্চ রক্তচাপ সতর্কতার জন্য), নতুন স্লিপ স্কোর ফাংশন এবং নতুন S11 চিপ। Apple Watch Ultra 3 স্যাটেলাইট-ভিত্তিক এমার্জেন্সি মেসেজিং, ব্লাড প্রেশার ট্র্যাকিং, ও অ্যান্টি-রিফ্লেক্টিভ আবরণ সহ আরও বড় ডিসপ্লে পেতে পারে।
থার্ড জেনারেশন অ্যাপল এয়ারপডস প্রো 9 তারিখের 'Awe dropping' ইভেন্টে আত্মপ্রকাশ করতে পারে। বর্তমান মডেলের তুলনায় হার্ডওয়্যার আপগ্রেড থাকবে বলে আশা করা হচ্ছে, যার মধ্যে H2 চিপের শক্তিশালী আপগ্রেড সংস্করণ রয়েছে। এছাড়াও, আপগ্রেডের তালিকায় আরও উন্নত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC), ব্যাটারি লাইফ ও হার্ট রেট মনিটরিং বৈশিষ্ট্য থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
The Rookie Season 7 OTT Release Date: When and Where to Watch it Online?
Dominic and the Ladies' Purse OTT Release Date: When and Where to Watch it Online?
Kesariya at 100 Season 1 Now Streaming on ZEE5: When and Where to Watch Docuseries Online?
Radhika Apte’s New Psychological Thriller Saali Mohabbat Now Streaming on ZEE5