Samsung Galaxy Z Fold 7 এর দাম ভারতে শুরু হচ্ছে 1,74,999 টাকা থেকে। বেস মডেলে 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ উপলব্ধ।
Photo Credit: Samsung
Samsung Galaxy Z Fold 7 এর অন্যতম আকর্ষণ 200 মেগাপিক্সেল ক্যামেরা
Samsung Galaxy Z Fold 7 অবাক করা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। ভারতে লঞ্চের দুই মাস সম্পূর্ণ না হতেই অত্যাধুনিক প্রযুক্তির ফোল্ডেবল ফোনটি বিপুল ছাড়ে কেনার সুযোগ তৈরি হয়েছে। আসলে Google Pixel 10 Pro Fold গত সপ্তাহে কিছুটা কম দামে প্রকাশ হয়েছে। তাই আকর্ষণীয় ডিসকাউন্ট চালু হয়েছে বলে মনে করা হচ্ছে। পুরনো ফোনের সঙ্গে এক্সচেঞ্জ করলে অতিরিক্ত 59,150 টাকা সাশ্রয় করা যাবে। এটি সংস্থাটির সবচেয়ে হালকা এবং পাতলা ফোল্ডেবল স্মার্টফোন। খোলা অবস্থায় 4.2 মিমি পুরু ও ভাঁজ করা অবস্থায় 8.9 মিমি। এতে 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
Samsung Galaxy Z Fold 7 এর দাম ভারতে শুরু হচ্ছে 1,74,999 টাকা থেকে। বেস মডেলে 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ উপলব্ধ। এটি অ্যামাজনে 12,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে। আপনার কাছে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলে ফোনটি 1,62,999 টাকায় কিনতে পারবেন। পুরনো ফোনের সঙ্গে এক্সচেঞ্জ করলে অতিরিক্ত 59,150 টাকা সাশ্রয় করা যাবে। অর্থাৎ আপনার কাছে এক্সচেঞ্জের জন্য সঠিক ডিভাইস থাকলে সর্বাধিক 71,150 টাকা ছাড় পেতে পারেন।
Samsung Galaxy Z Fold 7 এর বাইরে 6.5 ইঞ্চি Dynamic AMOLED 2X ডিসপ্লে আছে। এটি FHD+ রেজোলিউশন (1,080x2,520 পিক্সেল) ও 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট অফার করে। অভ্যন্তরে 8 ইঞ্চির ডাইনামিক AMOLED 2X ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে আছে যার সর্বাধিক ব্রাইটনেস 2,600 নিট, রিফ্রেশ রেট 120 হার্টজ, ও রেজোলিউশন QXGA+ (1,968x2,184 পিক্সেল)।
এই ফোনে ব্যাক ও ফ্রন্ট মিলিয়ে মোট পাঁচটি ক্যামেরা রয়েছে। পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ও 3X জুম অপটিক্যাল জুম সহ 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আছে। হ্যান্ডসেটটির কভার স্ক্রিনে 10 মেগাপিক্সেল ক্যামেরা ও ভিতরের আরেকটি 10 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
Samsung Galaxy Z Fold 7 মডেলে Snapdragon 8 Elite প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটিতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এতে উন্নত আর্মার অ্যালুমিনিয়াম ফ্রেমও আছে। এটি কোম্পানির প্রথম হ্যান্ডসেট যা Android 16 অপারেটিং সিস্টেমে চলে। স্যামসাং সাত বছরের জন্য OS আপগ্রেড করবে বলে জানিয়েছে। এছাড়া, ফোনটিতে 25W ফাস্ট চার্জিং সহ 4,400mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গতকাল থেকে ভারতে Google Pixel 10 সিরিজের সেল শুরু হয়েছে। তবে 1,72,999 টাকা দামের ফোল্ডেবল মডেলটি কবে থেকে পাওয়া যাবে অজানা। এটি কোম্পানির প্রথম মডেল যা IP68 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং অফার করে। এই ফোনেও Android 16 ইনস্টল করা আছে। গুগল সাত বছর আপডেট দেবে বলে জানিয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন