বাংলায় প্রশ্ন করলে চটপট উত্তরও শোনাবে Jio Frames
Photo Credit: Jio
Jio Frames এর মধ্যে AI আছে যা ভয়েস অ্যাসিস্ট্যান্ট রূপে কাজ করে
শুক্রবার, 29 আগস্ট ‘রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেড'-এর 48তম বার্ষিক সাধারণ সভায় একাধিক বড় ঘোষণা শোনা গেল। আজকের সভায় সবার নজর কেড়ে প্রকাশ হয়েছে কোম্পানির প্রথম AI চালিত স্মার্ট গ্লাস। যার নাম Jio Frames। পকেট থেকে ফোন বের না করেই চোখে পরিহিত এই চশমার মাধ্যমে ছবি তোলা যাবে বলে জানানো হয়েছে। আবার রেকর্ড করা যাবে ভিডিয়ো। চশমাটির মধ্যে AI অর্ন্তনিহিত আছে যা ব্যবহারকারীর ভয়েস অ্যাসিস্ট্যান্ট বা সহকারী রূপে কাজ করে৷ একে বাংলায় প্রশ্ন করলে চটপট উত্তরও শোনাবে। Jio Frames এর সমস্ত ডেটা জিওর ক্লাউড স্টোরেজে জমা থাকবে। মোবাইলে অ্যাপ থেকেই দেখা যাবে সেগুলো।
রিলায়েন্স জানিয়েছে যে, জিও ফ্রেমস হাতের ব্যবহার ছাড়াই কল তোলা, ছবি তোলা ও গান শোনা সম্ভব করে তোলে। এতে Jio Voice AI নামে একটি বিল্ট-ইন ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যা প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি পরামর্শ প্রদান করতে পারে। স্মার্ট চশমাটি একাধিক ভারতীয় ভাষা বুঝতে পারে। বর্তমানে বাংলা, হিন্দি, গুজরাতি, মারাঠি, তামিল, ও তেলেগু ভাষার সাপোর্ট আছে। অদূর ভবিষ্যতে আরও ভাষা যুক্ত করা হবে।
জিও ফ্রেমস রিয়েল-টাইমে টেক্সট এবং ভয়েস লাইভ অনুবাদ করতে সক্ষম। ফলে ভাষা অনুবাদের একটি নতুন দিগন্ত খুলে দেয়। ভিনরাজ্যের স্থানীয় ভাষা না জানার সমস্যাও দূর হবে। এক কথায়, আপনার চলন্ত দোভাষী হয়ে উঠবে। অচেনা ভাষায় লেখা কোনও পণ্য, সাইনবোর্ড, বা মেনুর দিকে শুধু তাকালেই এই স্মার্ট চশমার তাৎক্ষণিক অনুবাদ করে দিতে পারে। কোম্পানির দাবি, জিও ভয়েস এআই দৈনন্দিন অভিব্যক্তি বোঝার ক্ষমতা পেয়েছে। ফলে মানুষের সঙ্গে কথাবার্তা আরও নিবিড় হবে।
জিও ভয়েস এআই ব্যক্তিগত সহকারী হিসেবেও কাজ করে। জিও ফ্রেমসকে রান্নার রেসিপি জিজ্ঞাসা করলে পদ্ধতি ও উপকরণ সম্পর্কে জানতে পারবেন। কোনও দরকারি কাজ যাতে ভুলে না যান তার জন্য রিমাইন্ডার পাঠাতে পারে। স্মার্ট গ্লাসে থাকা ক্যামেরা যেমন HD মানের ছবি তোলে, তেমনই ভিডিও রেকর্ড করার জন্য ব্যবহার করা যেতে পারে। যেখানে তাকাবেন সেটাই ক্যামেরাবন্দি হবে। এছাড়াও, মোবাইল না ছুঁয়েই কল রিসিভ করে কথা বলা থেকে গান শোনা সবই সম্ভব করেছে চশমার ইন-বিল্ট স্পিকার।
Jio Frames কেমন দামে পাওয়া যাবে সেটা এখনও ঘোষণা হয়নি। এটি ঠিক কবে বাজারে আসবে তাও জানা যায়নি। উল্লেখ্য, দশ বছর আগে দেশের ডিজিটাল জগত বিপ্লবের ভিত্তিপ্রস্তর হয়েছিল মুকেশ আম্বানির সংস্থার হাত ধরে। এক দশক পর ভারতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য পরিকাঠামো তৈরি করাই যে তাদের অন্যতম মুখ্য লক্ষ্য, তা গুগল ও মেটার সঙ্গে জোটে আবন্ধ হয়ে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে জিও।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন