Amazon Great Republic Day Sale 2026 will provide bank discounts
Photo Credit: Amazon
Flipkart-এর পর এবার রিপাবলিক ডে সেলের ঘোষণা করল Amazon। এই মার্কিন ই-কমার্স সংস্থার Great Republic Day Sale 2026 জানুয়ারির তৃতীয় সপ্তাহে শুরু হবে। জানুয়ারি 26 ভারতের 77তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হবে। সেই উপলক্ষেই মেগা সেলের আয়োজন করছে অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলি। Amazon Great Republic Day Sale 2026 স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, স্মার্টওয়াচ, পার্সোনাল কম্পিউটার (PC), গেমিং কনসোল, প্রজেক্টর, ওয়াশিং মেশিন, স্মার্ট টিভি, স্মার্ট গ্লাস, ফ্রিজ, ও বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স সহ একাধিক ইলেকট্রনিক্স প্রোডাক্ট বড়সড় ডিসকাউন্টে কেনার সুযোগ দেবে বলে আশা করা হচ্ছে।
অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2026-এর জন্য তৈরি ডেডিকেটেড মাইক্রোসাইটে জানানো হয়েছে, এই শপিং ইভেন্ট জানুয়ারি 16 থেকে শুরু হবে। পাশাপাশি, সেল চলাকালীন গ্রাহকরা কী ধরনের ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং বিশেষ অফার পেতে পারেন, সেই বিষয়েও আগাম ইঙ্গিত করেছে কোম্পানি। উল্লেখ্য, ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেল 2026 জানুয়ারি 17 আরম্ভ হচ্ছ। তবে ফ্লিপকার্ট ব্ল্যাক ও প্লাস সদস্যরা 24 ঘন্টা আগেই সেলের আগাম অ্যাক্সেস পাবে।
Amazon জানিয়েছে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা কেনাকাটার সময় 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। মাসিক কিস্তি বা EMI-তেও জিনিস কিনলেও একই অঙ্কের ছাড় মিলবে। ডিলগুলির মধ্যে থাকছে "8 পিএম ডিলস", ট্রেন্ডিং ডিলস, ব্লকবাস্টার ডিলস", ব্লকবাস্টার ডিলস উইথ এক্সচেঞ্জ, "টপ 100 ডিলস", ইত্যাদি। সেল চলাকালীন এই ডিলগুলি নিয়মিত আপডেট করা হবে।
এছাড়াও, Amazon Prime সদস্যদের জন্য একাধিক সুনির্দিষ্ট পণ্যে এক্সক্লুসিভ অফার এবং অতিরিক্ত সুবিধা দেওয়া হবে, যা সাধারণ ক্রেতাদের জন্য উপলব্ধ নাও হতে পারে। অন্য দিকে, Flipkart তাদের Republic Day Sale ইভেন্টের জন্য HDFC ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়েছে। উক্ত ব্যাঙ্কের ক্রেডিট কার্ড 10 শতাংশ তাৎক্ষণিক ছাড় মিলবে এবং গ্রাহকরা ইজি EMI অপশনে কেনাকাটা করতে পারবেন।
উল্লেখ্য, গতকাল Redmi Note 15 5G-এর সেল শুরু হয়েছে। অ্যামাজনে এই মিড-রেঞ্জ স্মার্টফোন 3,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ মিলছে। ফোনটিতে কার্ভড AMOLED ডিসপ্লে, 108 মেগাপিক্সেল OIS ক্যামেরা, IP66 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, Dolby Atmos, স্টেরিও স্পিকার, 4K ভিডিও রেকর্ডিং, রিভার্স ফার্স্ট চাজিং, এবং মিলিটারি গ্রেড ডিউরাবিলিটির মতো ফিচার্স রয়েছে।
Redmi Note 15 5G এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 22,999 টাকা ও 24,999 টাকা রাখা হয়েছে। তবে SBI, Axis, ও ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে বা EMI লেনদেনে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.