Amazon Great Republic Day Sale 2026 জানুয়ারি 16 থেকে শুরু হচ্ছে।
Photo Credit: Amazon
Amazon Great Republic Day Sale 2026 will offer laptops and tabs at a discounted price
Amazon Great Republic Day Sale 2026 জানুয়ারি 16 থেকে শুরু হচ্ছে। ভারতের 77তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই মেগা সেলের আয়োজন করেছে ই-কমার্স সংস্থাটি। ক্রেতাদের জন্য কেনাকাটার পরিকল্পনা সেরে ফেলতে যাতে সুবিধা হয়, তার জন্য এখন থেকেই আসন্ন সেলের অফার প্রকাশ করতে আরম্ভ করেছে অ্যামাজন। স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ, স্মার্টওয়াচ, PC, স্মার্ট টিভি, TWS ইয়ারফোন, ওয়াশিং মেশিন, ফ্রিজ-সহ একাধিক পণ্য আকর্ষণীয় ডিসকাউন্টে কেনার সুযোগ মিলবে। সংস্থাটি এবার ল্যাপটপ এবং ট্যাবলেটের সেল প্রাইস ঘোষণা করেছে। Samsung, Lenovo, Asus, Acer, ও Dell-এর মতো ব্র্যান্ডের মডেলে ভাল ডিল পাওয়া যাবে।
অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে Intel i3th Gen প্রসেসর চালিত HP 15 সিরিজের ল্যাপটপের দাম 37,990 টাকায় নেমে আসবে, যেখানে লিস্টিং প্রাইস 52,271 টাকা৷ অর্থাৎ 14,281 টাকা সাশ্রয় করা যাবে। ডিভাইসে Windows 11 অপারেটিং সিস্টেম, 12 জিবি র্যাম ও 512 জিবি SSD স্টোরেজ রয়েছে।
অন্য দিকে, গেমারদের জন্য ভাল বিকল্প হতে পারে Asus TUF A15 গেমিং ল্যাপটপ। এটি সেল চলাকালীন 83,990 টাকার রেগুলার প্রাইসের পরিবর্তে বিক্রি হবে 69,990 টাকায়। একটু প্রিমিয়াম রেঞ্জে আরও একটি ভাল ডিল আছে। 14 ইঞ্চি OLED ডিসপ্লে যুক্ত Lenovo Yoga Slim Ultra 5 পাওয়া যাবে 79,990 টাকায়। এই ল্যাপটপের লিস্টিং প্রাইস 1,13,290 টাকা।
ট্যাবলেটের মধ্যে নজরকাড়া অফার আছে 11 ইঞ্চির Lenovo Idea Tab 5G মডেলে। ট্যাবটির বাক্সের সাথে স্টাইলাস পেন পাওয়া যায়। এটি 25,000 টাকার লিস্টিং প্রাইসের বিপরীতে 20,999 টাকায় বিক্রি হবে। Xiaomi Pad 7 Nano Texture Edition মিলবে 25,999 টাকায়। OnePlus Pad Go 2 5G পাওয়া যাবে 29,999 টাকায়। 41,999 টাকা দামের Samsung Galaxy Tab S10 Lite বিক্রি হবে 31,999 টাকায়। ল্যাপটপে 45 শতাংশ ছাড়ের দাবি করা হয়েছে। অন্যান্য ল্যাপটপ মডেলের ডিলগুলি শীঘ্রই ঘোষণা হবে বলে আশা করা যায়।
মনে রাখবেন, ল্যাপটপ এবং ট্যাবলেটের সেল প্রাইসের মধ্যে অতিরিক্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট ও বিভিন্ন অফার অর্ন্তভুক্ত আছে, যা সেল চলাকালীন পাওয়া যাবে। Amazon জানিয়েছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা কেনাকাটার সময় 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। মাসিক কিস্তি বা EMI-তে জিনিস কিনলেও একই পরিমাণ ছাড় পাওয়া যাবে। Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে লেনদেন করলে 5 শতাংশ ক্যাশব্যাক দেবে কোম্পানি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo V70 Series India Launch Timeline Leaked; Two Models Expected to Debut