AI content is becoming popular on YouTube
Photo Credit: YouTube/Bandar Apna Dost
ইউটিউবে ভিডিও বানিয়ে উপার্জনের পরিকল্পনা করছেন? অন্তত এই খবরটা পড়ার পর সেই লক্ষ্য বাস্তবায়নে আরও উৎসাহ পাবেন। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে AI দিয়ে তৈরি ছবি ও ভিডিও কনটেন্টের আধিক্য একটু বেশি চোখে পড়ছে। থাম্বনেইল ডিজাইন থেকে শুরু করে ভিডিও এডিটিং, এমনকি গোটা চ্যানেল চলছে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। ভারতে এমনই একটি YouTube চ্যানেল রয়েছে, যেখানে কোনও মানুষ ক্যামেরার সামনে এসে কথা বলে না। সৃজনশীল চিন্তার লেশমাত্র নেই। তবুও AI-জেনারেটেড ভিডিও থেকে মাসে মাসে বিজ্ঞাপন বাবদ আয় করছে কোটি কোটি টাকা। ফলে এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, AI-নির্ভর কনটেন্ট কি ধীরে ধীরে ইউটিউবে মূলধারা হয়ে উঠবে?
ভিডিও এডিটিং প্ল্যাটফর্ম ক্যাপউইং (Kapwing) বিশ্বের সবচেয়ে জনপ্রিয় 15,000 ইউটিউব চ্যানেল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সমীক্ষায় দেখা গেছে, শত শত চ্যানেল খুব কম পরিশ্রমে তৈরি এআই-নির্মিত কনটেন্ট আপলোড করে বিপুল ভিউ পাচ্ছে ও আয়ের অঙ্কও উর্দ্ধমুখী। রিপোর্ট বলছে, ভারতের বন্দর অপনা দোস্ত বিশ্বের সবচেয়ে বেশি দেখা এআই স্লপ চ্যানেল।
ইউটিউব চ্যানেলের ভিডিও ইতিমধ্যেই 2.07 বিলিয়নের বেশি দেখেছে মানুষ। সাবস্ক্রাইবার সংখ্যা 2.76 মিলিয়ন ছাড়িয়েছে। বন্দর অপনা দোস্ত, আয় করার দিক থেকে অবিশ্বাস্য নজির গড়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, চ্যানেলটি বছরে প্রায় 4.25 মিলিয়ন ডলার আয় করছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 38 কোটি টাকার সমান।
সমীক্ষায় 278টি ইউটিউব চ্যানেলকে সম্পূর্ণরূপে এআই স্লপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। চ্যানেলগুলো এখনও পর্যন্ত সম্মিলিতভাবে 63 বিলিয়নের বেশি ভিউ এবং 221 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে। এদের পিছনে কোনও বড় প্রোডাকশন টিম নেই। সৃজনশীল চিন্তা বা মানবিক অভিনয়ের চিহ্নও খুঁজে পাওয়া যাবে না। এআই দিয়ে তৈরি অ্যানিমেটেড শর্ট ভিডিও সাফল্যের মূল চাবিকাঠি।
বন্দর অপনা দোস্ত চ্যানেলে মূলত দুটি প্রধান চরিত্র দেখা যায়৷ প্রথমটি হল একটি কথা বলা বানর এবং দ্বিতীয়জন হাল্কের মতো পেশীবহুল চেহারার একজন মানুষ। বলা বাহুল্য, উভয় চরিত্র এআই দিয়ে তৈরি। চ্যানেলে ঢুঁ মেরে দেখা গেল, ভিডিওগুলোতে প্রথাগত গল্প বলার ধরন কার্যত অদৃশ্য। কোনও নির্দিষ্ট গল্প বা প্রেক্ষাপট নেই। কনটেন্টের পুরোটাই অদ্ভুত ভিজুয়াল মুভমেন্ট এবং অতিরঞ্জিত এক্সপ্রেশনের উপর দাঁড়িয়ে।
AI-নির্ভর টুলের মাধ্যমে বান্দর অপনা দোস্তের সমস্ত ভিডিও তৈরি হলেও, শর্ট ভিডিওর অ্যালগরিদমের সঙ্গে মানানসই হওয়ার কারণে সহজেই ভাইরাল হয়ে উঠেছে। ফলস্বরূপ বিপুল সংখ্যক ভিউ সংগ্রহ করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য, Gadgets 360 চ্যানেলের আয়ের অঙ্ক যাচাই করেনি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.