আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বাজিমাত! অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এল Jio
ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস (IMC) 2019 ইভেন্ট থেকে Jio Video Call Assistant ফিচার লঞ্চ করে Reliance Jio। নতুন ফিচারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে 4G কলের অ্যাকসেস পাওয়া যাবে। কোম্পানির দাবি ভারতে গ্রাহক সয়াহতায় বিপ্লব আনবে নতুন ফিচার। এছাড়াও Jio Bot Maker Tool সামনে এসেছে।