ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস (IMC) 2019 ইভেন্ট থেকে Jio Video Call Assistant ফিচার লঞ্চ করে Reliance Jio। নতুন ফিচারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে 4G কলের অ্যাকসেস পাওয়া যাবে। কোম্পানির দাবি ভারতে গ্রাহক সয়াহতায় বিপ্লব আনবে নতুন ফিচার। এছাড়াও Jio Bot Maker Tool সামনে এসেছে।
মার্কিন কোম্পানি Radisys এর সাথে হাত মিলিয়ে নতুন এই পরিষেবা লঞ্চ করেছে Jio
ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস (IMC) 2019 ইভেন্টে গ্রাহকদের সুবিধার জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে এল Jio। মুকেশ আম্বানির কোম্পানি নতুন দিল্লির ইভেন্ট থেকে Jio Video Call Assistant ফিচার লঞ্চ করে Reliance Jio। নতুন ফিচারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে 4G কলের অ্যাকসেস পাওয়া যাবে। কোম্পানির দাবি ভারতে গ্রাহক সয়াহতায় বিপ্লব আনবে নতুন ফিচার। এছাড়াও Jio Bot Maker Tool সামনে এসেছে। রি টুল ব্যবহার করে ছোট কোম্পানিগুলি নিজেদের বট তৈরি করে নিতে পারবেন।
আউটগোয়িংয়ের ভোগান্তি পোহাতে হবে না সব জিও গ্রাহককে: আপনি কোন দলে?
Reliance Jio জানিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে Jio Video Call Assistant ‘সঠিক উপায়ে' গ্রাহকের সমস্যা শুনবে। ক্রমশ নিজের বুদ্ধিমত্তা বাড়াতে সক্ষম এই বট। মুম্বাইয়ের কোম্পানিটি জানিয়েছে কোন কোডিং ছাড়াই খুব সহজে ছোট কোম্পানিগুলি Jio Bot Maker Tool ব্যবহার করে নিজেদের বট বানিয়ে নিতে পারবেন।
মার্কিন কোম্পানি Radisys এর সাথে হাত মিলিয়ে নতুন এই পরিষেবা লঞ্চ করেছে Jio। কোম্পানি জানিয়েছে এই উপায়ে কাস্টমার কেয়ারে ফোন করার পরে আইভিআর মেনু আর দীর্ঘ সময় অপেক্ষার বেদনা থেকে মুক্তি পাওয়া যাবে। এছাড়াও বিভিন্ন গ্রাহকের একই সমস্যা হলে তা খুব সহজের সমাধান করতে পারবে এই বট।
এটাই নতুন Redmi K30, চোখ ধাঁধানো ফিচারগুলি দেখে নিন
“বিভিন্ন ব্যবসায়ীদের কাছে সহজেই অত্যাধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ Jio। এমনই একটি নতুন পরিষেবা এই ভিডিও কল অ্যাসিস্ট্যান্ট। গোটা দেশের লক্ষ লক্ষ ব্যবসায়ীরা এই প্রযুক্তি ব্যবহার করে লাভবান হতে পারেন। ছোট থেকে বড় সব ধরনের ব্যবসায়ীর আধুনিক প্রযুক্তি কাজে লাগাতে পারেন।” জানিয়েছেন কোম্পানির প্রেসিডেন্ট ম্যাথিউ ওমেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Moto G57 Power With 7,000mAh Battery Launched Alongside Moto G57: Price, Specifications
Realme Will Try to Absorb Increased Cost of Components Ahead of Upcoming Product Launches, Executive Says