এবার মেয়েদের অনলাইনে সুরক্ষিত থাকার পাঠ দেবে ফেসবুক। জাতীয় মহিলা কমিশানের সাথে হাত মিলিয়ে প্রায় 60,000 মহিলাকে ইন্টারনেট, সোশাল মিডিয়া ও ইমেল সুরিক্ষিতভাবে ব্যাবহারের উপায় বাতলাবে এই সোশাল মিডিয়া জায়েন্ট। সারা ভারতে বিভিন্ন বিশ্ববিধ্যালয়ে গিয়ে মেয়েদের এই পাঠ দেবে ফেসবুক। ভারতে আগামী এক বছর ধরে চলবে ফেসবুকের এই প্রোগ্রাম।
অনলাইনে কোন তথ্য সঠিক আর কোনটি ভুয়ো তা বুঝতে ডেখাবে এই প্রোগ্রাম। এমনটাই জানানো হয়েছে মার্কিন সোশাল মিডিয়া জায়েন্ট কোম্পানির তরফ থেকে। বিভিন্ন প্রাদেশিক ভাষায় এই শিক্ষা দেওয়া হবে বলে জানা গিয়েছে।
“ভারতে প্রতিদিন আরও বেশি করে মহিলা অনলাইন হচ্ছেন। আর তাই সম্প্রতি জাতীয় মহিলা কমিশানে বেড়েছে সাইবার ক্রাইমের অভিযোগ। আর এই ট্রেণদ খুবি বিপজ্জনক। মেয়েরা যাতে অনলাইনে সুরক্ষিত বোধ করেন তার দায়িত্ব আমাদের। ” বলে জানিয়েছেন জাতীয় মহিলা কমিশানের চেয়ারপার্সন রেখা শর্মা।
“এই মহান উদ্যোগের জন্য আমরা ফেসবুক ও সাইবার পিস ফাউন্ডেশানকে সাধুবাদ জানাই। এই প্রোগ্রাম থেকে দেশের মেয়েরা উপকৃত হবেন বলেই আমাদের আশা।” বলেন রেখা শর্মা।
প্রসঙ্গত রাচির একটি সংস্থা সাইবার পিস ফাউন্ডেশান। জনমানষে সাইবাই সিকিউরিটি নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে কাজ করে ঝাড়খন্ডের এই সংস্থাটি।
এই ডিজিটাল লিটারেসি প্রোগ্রামের মাধ্যমে দেশের বড় সব বিশ্ববিদ্যালয়েই মেয়েদের অনলাইন সিকিউরিটি নিয়ে সচেতন করে তোলা হবে। হরিয়ানা, দিল্লি, মানিপুর, সিকিম, মেঘালয়, মহারাষ্ট্র ও তামিলনাডু তে একাধিক বিশ্ববিদ্যালয়ে এই প্রোগ্রাম আগামি এক বছর ধরে চলবে বলে জানিয়েছে জাতীয় মহিলা কমিশান।
“মহিলারা অনলাইনে আরও বেশি করে যোগদান করলে দেশের অর্থনীতিতে তার প্রভাব পড়বে। আর সেই জন্যইন দেশের মহিলাদের আরও বেশি করে অনলাইনে আসা প্রয়োজন।” বলে জানিয়েছেন ভারতে ফেসবুকের পাবলিক পলিসি ডিরেক্টার আঁখি দাস।
তিনি আরও বলেন, “অনলাইনে নিজেদের সুরক্ষিত বোধ করলে তবেই নিজেদের মতামত অনলাইনে সঠিকভাবে জানাতে পারবেন মহিলারা”।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন