দাম মাত্র 5,000 টাকা, AI+ স্মার্টফোনের হাত ধরে দেশের বাজারে বিপ্লব ঘটাবে রিয়েলমির প্রাক্তন CEO-র সংস্থা

AI+ Nova 5G ও Pulse জুলাই 8 তারিখে 5,000mAh ব্যাটারি ও 50 মেগাপিক্সেলের মেইন রিয়ার ক্যামেরা নিয়ে ভারতে লঞ্চ হবে। দাম 5,000 টাকা থেকে শুরু।

দাম মাত্র 5,000 টাকা, AI+ স্মার্টফোনের হাত ধরে দেশের বাজারে বিপ্লব ঘটাবে রিয়েলমির প্রাক্তন CEO-র সংস্থা

Photo Credit: AI+

AI+ Nova 5G কালো, নীল, সবুজ, গোলাপী এবং বেগুনি রঙে পাওয়া যাবে

হাইলাইট
  • AI+ Nova 5G ও Pulse স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি থাকবে
  • নতুন AI+ ফোনগুলিতে 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম থাকবে
  • ফোনগুলির দাম 5,000 টাকা থেকে শুরু হবে
বিজ্ঞাপন

AI+ স্মার্টফোন ব্র্যান্ড আগামী সপ্তাহে ভারতে নতুন দুই মডেল লঞ্চ করবে। পূর্বে রিয়েলমি এবং অনার-এর মতো সংস্থার দায়িত্ব সামলে এখন দেশের স্মার্টফোন মার্কেটে নিজস্ব সংস্থার মাধ্যমে নতুন ইনিংস শুরু করছেন মাধব শেঠ। তাঁর NxtQuantum Shift Technologies এর মালিকানাধীন সংস্থা হল AI+। Pulse ও Nova 5G নামে ওই ফোন দুটি Flipkart-এর মাধ্যমে পাওয়া যাবে বলে ঘোষণা করা হয়েছে। জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মটি ও AI+ লঞ্চের আগে তাদের লেটেস্ট স্মার্টফোনগুলির ডিজাইন এবং স্পেসিফিকেশন নিশ্চিত করে নতুন টিজার প্রকাশ করেছে। Nova 5G ও Pulse উভয়ই 5,000mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে বলে নিশ্চিত করা হয়েছে। AI+ Nova 5G মডেলটিতে Unisoc T8200 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে।

ভারতে AI+ Pulse ও Nova 5G লঞ্চের তারিখ ও দাম

AI+ তাদের অফিসিয়াল X (সাবেক টুইটার) প্রোফাইল থেকে একটি পোস্টের মাধ্যমে ঘোষণা করেছে, Pulse এবং Nova 5G জুলাই 8 দেশে লঞ্চ হবে। লঞ্চ ইভেন্টটি দুপুর 12:30 টায় (ভারতীয় সময়) অনুষ্ঠিত হবে। উভয় মোবাইল Flipkart, Flipkart Minutes ও Shopsy-এর মাধ্যমে বিক্রি করা হবে। সবথেকে বড় বিষয় হল, দাম একদম হাতের নাগালে থাকবে। মূল্য মাত্র 5,000 টাকা থেকে শুরু হবে বলে জানানো হয়েছে।

AI+ Pulse ও Nova 5G স্পেসিফিকেশন, ফিচার্স

ফ্লিপকার্ট একটি ডেডিকেটেড ওয়েবপেজ তৈরি করে আসন্ন Pulse ও Nova 5G ফোন দুটির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রকাশ করেছে। এতে 50 মেগাপিক্সেলের মেইন রিয়ার ক্যামেরা, 1 টেরাবাইট পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ এবং 5,000 এমএএইচ ব্যাটারি থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। Nova 5G কালো, নীল, সবুজ, গোলাপী এবং বেগুনি রঙের বিকল্পে পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

ফটোগ্রাফির জন্য, এআই+ পালস এবং এআই+ নোভা 5G উভয় ফোনেই সিঙ্গেল ফ্ল্যাশের সাথে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। সামনের দিকে, একটি ওয়াটারড্রপ-স্টাইলের নচ রয়েছে। সেলফি ও ভিডিয়ো চ্যাটের জন্য নচের ঠিক মাঝখানে একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

কোম্পানি ফোনটির অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে মুখে কুলুপ এঁটে বসে রয়েছে। তবে টিপস্টার দেবায়ন রায় (@Gadgetsdata) দাবি করেছেন, Nova 5G মডেলে 6 ন্যানোমিটারের Unisoc T8200 চিপসেট ব্যবহার করা হবে। অন্যদিকে, Pulse 4G ফোনটি 12 ন্যানোমিটারের Unisoc T7250 চিপসেটের সাথে আসতে পারে। উল্লেখ্য, রিয়েলমি ইন্ডিয়ার প্রাক্তন সিইও মাধব শেঠের নেতৃত্বে NxtQuantum Shift Technologies মে মাসে AI+ ব্র্যান্ডের ঘোষণা করে। AI+ স্মার্টফোনগুলি সম্পূর্ণরূপে ভারতের মাটিতেই নকশা ও তৈরি করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Reno 15C-এর স্পেসিফিকেশন ও লঞ্চের তারিখ ফাঁস, থাকবে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি
  2. চীনের বাজার কাঁপিয়ে Xiaomi 17 শীঘ্রই গ্লোবালি লঞ্চ হচ্ছে, প্রসেসর ও ক্যামেরায় বিরাট চমক
  3. Vivo X300 Series: 18,999 টাকা খরচ করলেই ফোন হয়ে যাবে DSLR ক্যামেরা, ভিভোর পাগল করা অফার
  4. Realme 16 Pro সিরিজের প্রথম টিজার প্রকাশ, 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারিতে বাজার কাঁপাবে
  5. Samsung-এর নতুন চমক, বাজেট থেকে মিড-রেঞ্জে তিন দুর্দান্ত স্মার্টফোন আনছে
  6. ডিসেম্বরে অবিশ্বাস্য অফার, ফাস্টেট চার্জিং 5G স্মার্টফোনে মিলছে প্রায় 13,000 টাকা ডিসকাউন্ট
  7. Redmi Note 15 5G-এর টিজার প্রকাশ, এই তারিখে ভারতে আসছে, 108MP ক্যামেরা ও কার্ভড ডিসপ্লে থাকবে
  8. Nothing Phone 3a Community Edition চোখধাঁধানো ডিজাইন ও ফিচার্স সহ লঞ্চ হল, বাজারে মাত্র 1000 পিস মিলবে
  9. Oppo A6L বিশাল 7,000mAh ব্যাটারি, 12 জিবি র‍্যাম, ও 80W ফাস্ট চার্জিং ফিচারের সঙ্গে লঞ্চ হল
  10. Lava Play Max: গেমিং ফোন মাত্র 12,999 টাকায়, ঘন্টার পর ঘন্টা গেম খেললেও ঠান্ডা থাকবে ডিভাইস
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »