Vodafone Idea ফ্রি Netflix সাবস্ক্রিপশনের সাথে নতুন Vi Max Family প্ল্যান লঞ্চ আনল

নতুন Vi Max Family প্ল্যানের দাম 871 টাকা ও এটি দুটি কানেকশন সাপোর্ট করে, যার মধ্যে একটি প্রাইমারি এবং একটি সেকেন্ডারি নম্বর রয়েছে।

Vodafone Idea ফ্রি Netflix সাবস্ক্রিপশনের সাথে নতুন Vi Max Family প্ল্যান লঞ্চ আনল

Photo Credit: Vi

রাত 12টা থেকে সকাল 6টার মধ্যে আনলিমিটেড ডেটা

হাইলাইট
  • Vi Max Family প্ল্যানে অতিরিক্ত ছয়টি সেকেন্ডারি নম্বর যোগ করতে পারবেন
  • এই প্ল্যানে ভারতের কিছু শহরে আনলিমিটেড 5G উপভোগ করতে দেয়
  • পোস্টপেইড প্ল্যানটি আনলিমিটেড লোকাল, STD ও ন্যাশনাল রোমিং কল অফার করে
বিজ্ঞাপন

Vodafone Idea (Vi) দেশে একটি নতুন Vi Max Family প্ল্যান চালুর ঘোষণা করেছে। এটি আসলে একটি পোস্টপেইড প্ল্যান যার দুটি কানেকশন রয়েছে — একটি প্রাইমারি এবং একটি সেকেন্ডারি নম্বর। আর সবথেকে বড় কথা হল, নতুন রিচার্জ প্ল্যানে Netflx বেসিক সাবস্ক্রিপশন বান্ডেল করা হয়েছে। অর্থাৎ, ব্যবহারকারী মোবাইল পরিষেবার সাথে বিনামূল্যে নেটফ্লিক্সের জনপ্রিয় সিনেমা-ওয়েব সিরিজগুলি স্ট্রিমিং করতে পারবে। তবে এখানেই শেষ নয়, নেটফ্লিক্স ছাড়াও আরও OTT প্ল্যাটফর্মে অ্যাক্সেসের পাশাপাশি ডেটা রোলওভার সুবিধা সহ মোট 120 জিবি মাসিক ডেটা পাবে গ্রাহক। এছাড়াও, এই প্ল্যানে নির্বাচিত ভারতীয় শহরগুলিতে আনলিমিটেড 5G কানেক্টিভিটি অফার করা হচ্ছে।

নতুন Vi Max Family প্ল্যানের সুবিধা ও দাম

নতুন ভি ম্যাক্স ফ্যামিলি প্ল্যানের দাম 871 টাকা। এটি মোট 120 জিবি ডেটা ব্যবহার করতে দেবে, যেখানে প্রাথমিক ব্যবহারকারীর জন্য 70 জিবি ডেটা রাখা হয়েছে, আর দ্বিতীয় নম্বরের জন্য 40 জিবি ডেটা বরাদ্দ করেছে কোম্পানি। বাকি 10 জিবি ডেটা দু'জন নিজেদের সুবিধামতো ভাগ করে নিতে পারবে। এই প্ল্যানে প্রাথমিক ব্যবহারকারী বিনামূল্যে নেটফ্লিক্সের বেসিক সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবে।

ভি এই প্ল্যানে ব্যবহারকারীদের তাদের পছন্দের একটি বিনোদন প্ল্যাটফর্ম এবং একটি ট্রাভেল অথবা সিকিউরিটি বেনিফিট বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে। 871 টাকার নতুন ভি ম্যাক্স ফ্যামিলি প্ল্যানে 400 জিবি পর্যন্ত ডেটা রোলওভার সুবিধা থাকবে (প্রতি সদস্যের জন্য 200 জিবি)। রাত 12টা থেকে সকাল 6টার মধ্যে, এই প্ল্যানের সদস্যরা আনলিমিটেড ডেটা উপভোগ করতে পারবে।

ভি নতুন পোস্টপেইড প্ল্যানটিতে আনলিমিটেড লোকাল, STD এবং ন্যাশনাল রোমিং কলের সুবিধা দিচ্ছে। দশ বছর আগেও, চ্যাটের জন্য SMS এর উপর ভরসা করে থাকত আমজনতা। তবে ইন্টারনেটের যুগে পরিচিতদের নম্বরে SMS পাঠানোর প্রবণতা একেবারে কমে গিয়েছে বললেই চলে। তাও, এই প্ল্যানের অধীনে প্রতি মাসে 3,000টি SMS নিখরচায় পাঠানো যাবে বলে জানিয়েছে ভোডাফোন আইডিয়া।

871 টাকার Vi Max Family প্ল্যানে 'চয়েস' প্রস্তাবের অংশ হিসেবে দুটি অতিরিক্ত সুবিধা রয়েছে। বিনোদন চাইলে, ব্যবহারকারী ভি মুভিজ অ্যান্ড টিভি অ্যাপের মাধ্যমে অ্যামাজন প্রাইম, জিওহটস্টার, সনিলিভ, ফ্যানকোড এবং আরও অনেক বিকল্পের মধ্যে যে কোনো একটি ওটিটি প্ল্যাটফর্মে অ্যাক্সেস বেছে নিতে পারেন। এছাড়াও, গ্রাহক তাদের ডিভাইসের জন্য নর্টন মোবাইল সিকিউরিটির 12 মাসের ফ্রি সাবস্ক্রিপশন অথবা ইজমাইট্রিপ ট্র্যাভেল বেনিফিটের মধ্যে একটি পছন্দ করতে পারেন, যা প্লেনের টিকিটে ছাড় দেয়।

আরও একটি সুবিধা হল, ব্যবহারকারীরা 871 টাকার Vi Max ফ্যামিলি প্ল্যানে মাথাপিছু 299 টাকা খরচ করে আরও ছ'জনের নম্বর যোগ করতে পারবে। প্রত্যেকেই আনলিমিটেড লোকাল, এসটিডি, এবং ন্যাশনাল রোমিং কলের সুবিধা এবং বিনামূল্যে 40 জিবি ডেটা পাবে। সংস্থা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই প্ল্যান মুম্বাই, দিল্লি-এনসিআর, পাটনা, চণ্ডীগড় এবং বেঙ্গালুরুর মতো নির্বাচিত শহরগুলিতে আনলিমিটেড 5G কানেক্টিভিটি সমর্থন করে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ভিভো-শাওমির আগেই Motorola চালু করল Android 16 আপডেট, আপনার ফোনে আসবে কিনা দেখে নিন
  2. Realme ভারতে আনল গেম অফ থ্রোনস স্মার্টফোন, দেখলেই কিনতে ইচ্ছা করবে
  3. মাত্র 799 টাকায় আধুনিক ফিচার্সের নতুন JioBharat ফোন লঞ্চ হল, ফুল চার্জে এক সপ্তাহ চলবে
  4. চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী AI এবার ভারতে, দিল্লি-মুম্বাই ছেড়ে এই শহরে অফিস খুলছে Anthropic
  5. পিন অতীত, আজ থেকে মুখ দেখালেই বা আঙুলের ছাপেই করা যাবে UPI পেমেন্ট
  6. ভারতের প্রথম হাইব্রিড মোবাইল ফোন HMD Touch 4G লঞ্চ হল, দাম মাত্র 3999 টাকা
  7. ChatGPT: চ্যাটজিপিটিতে নতুন ফিচার, একবার বললেই পছন্দের গান শোনাবে AI
  8. সস্তায় 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Moto G06 Power, দাম 7,500 টাকার কম
  9. Vivo V60e দুর্ধর্ষ 200MP ক্যামেরা এবং 6,500mAh ব্যাটারি সঙ্গে ভারতে লঞ্চ হল
  10. India's Richest YouTuber: ভিডিও বানিয়ে 665 কোটির মালিক, ভারতের সবথেকে ধনী ইউটিউবার কে জানেন?
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »