Infinix Hot 60i সস্তায় সুন্দর ফিচার্সের সাথে হাজির, পাবেন 50MP ক্যামেরা ও 256 জিবি স্টোরেজ

Infinix Hot 60i বাংলাদেশে 6.78 ইঞ্চি IPS LCD স্ক্রিন, MediaTek Helio G81 Ultimate প্রসেসর, 50MP মেইন ক্যামেরা, 5,160mAh ব্যাটারির সাথে লঞ্চ হয়েছে।

Infinix Hot 60i সস্তায় সুন্দর ফিচার্সের সাথে হাজির, পাবেন 50MP ক্যামেরা ও 256 জিবি স্টোরেজ

Photo Credit: MobileDokan

Infinix Hot 60i স্লিক ব্ল্যাক এবং টাইটানিয়াম গ্রে রঙে পাওয়া যাচ্ছে

হাইলাইট
  • Infinix Hot 60i ফোনটিতে 5,160mAh ব্যাটারি দেওয়া হয়েছে
  • হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক XOS 15.1 সফটওয়্যারে চলে
  • Infinix Hot 60i-তে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে
বিজ্ঞাপন

Infinix Hot 60i ওপার বাংলায় কোম্পানির আপকামিং Hot 60 সিরিজের স্মার্টফোনের প্রথম স্মার্টফোন হিসেবে চুপিচুপি লঞ্চ করা হয়েছে। স্পেসিফিকেশনের নিরিখে, নতুন বাজেট ফোনটি তার পূর্বসূরী Infinix Hot 50i এর সাথে সাদৃশ্য বহন করে। এতে 6.78-ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে যা 120 হার্টজে রিফ্রেশ করে। Infinix Hot 60i হ্যান্ডসেটে 5G সাপোর্ট নেই, কারণ এটি MediaTek Helio G81 Ultimate প্রসেসর দ্বারা পরিচালিত। স্পেস নিয়ে যাতে চিন্তা করতে না হয় তার জন্য 256 জিবি পর্যন্ত বিল্ট-ইন স্টোরেজ অফার করে। হ্যান্ডসেটটিতে একটি 5,160mAh ব্যাটারি রয়েছে যা 45W চার্জারে দ্রুত চার্জ করা যায়। ফটোগ্রাফির জন্য, স্মার্টফোনটির পিছনের প্যানেলে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে।

Infinix Hot 60i স্পেসিফিকেশন ও ফিচার্স

Infinix Hot 60i হ্যান্ডসেটটিতে 6.78-ইঞ্চি ফুল-এইচডি+ (1,080×2,460 পিক্সেল) IPS LCD স্ক্রিন রয়েছে যা  120Hz রিফ্রেশ রেট, 396ppi পিক্সেল ডেনসিটি, এবং 800nits পিক ব্রাইটনেস অফার করে। ডুয়াল-সিম (ন্যানো+ন্যানো) যুক্ত এই স্মার্টফোন অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক XOS 15.1 সফটওয়্যারে রান করে। ফোনটির 12 ন্যানোমিটার অক্টা-কোর MediaTek Helio G81 Ultimate চিপ সর্বাধিক 8 জিবি পর্যন্ত র‍্যাম এবং 128 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য, ইনফিনিক্স হট 60আই এর ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি অনির্দিষ্ট 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিয়ো চ্যাটের জন্য, সামনের দিকে f/2.0 অ্যাপারচার সহ একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সিকিউরিটির জন্য, একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বর্তমান।

Infinix Hot 60i এর 5,160mAh ব্যাটারি 45W ফাস্ট চার্জিং সমর্থন করে। কানেক্টিভিটি অপশনের মধ্যে 4G LTE, Wi-Fi 5, Bluetooth 5, NFC, এবং GPS/ A-GPS মিলবে। ফোনটি একটি USB Type-C পোর্ট দিয়ে সজ্জিত। ডিভাইসটির অনবোর্ড সেন্সরগুলির মধ্যে জাইরোস্কোপ, অ্যাক্সিলোমিটার, ও কম্পাস উল্লেখযোগ্য। রিটেলার ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, Infinix Hot 60i এর পরিমাপ 167.9×75.6×7.7 মিমি।

Infinix Hot 60i দাম

Infinix Hot 60i এর বেস মডেলে 6 জিবি র‍্যাম এবং 128  জিবি স্টোরেজ রয়েছে। এই ভেরিয়েন্টের দাম 13,999 বাংলাদেশী টাকা যা ভারতীয় মুদ্রায় প্রায় 9,800 টাকার সমান। এছাড়াও, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটিও কিনতে পারবেন যার দাম 16,499 বাংলাদেশী টাকা ( ভারতীয় মুদ্রায় প্রায় 11,500 টাকা)।

হ্যান্ডসেটটি স্লিক ব্ল্যাক এবং টাইটানিয়াম গ্রে রঙে পাওয়া যাচ্ছে এবং বর্তমানে এটি বাংলাদেশের মোবাইলদোকান নামে একটি অনলাইন রিটেলার সাইটে লিস্টেড হয়েছে। (GSMArena এর মাধ্যমে জানা গিয়েছে)। ভারত এবং অন্যান্য দেশগুলিতে Infinix Hot 60i কবে লঞ্চ হতে পারে, সেই বিষয়ে কোম্পানির পক্ষ থেকে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. HMD Fusion 2 ফিরিয়ে আনছে মডিউলার ফোনের যুগ, 108MP ক্যামেরায় তুলবে সেরা ছবি
  2. মনস্টার 7,800mAh ব্যাটারি ও চাম্পিয়ন প্রসেসর সহ দুর্ধর্ষ OnePlus ফোন সোমবার লঞ্চ হচ্ছে
  3. Realme-এর 7000mAh ব্যাটারি ও 120W ফাস্ট চার্জিং ফোন 7,000 টাকা সস্তা হল!
  4. Oppo Reno 15 ও Reno 15 Pro আসছে 200MP ক্যামেরার সঙ্গে, রেনো সিরিজের ইতিহাসে প্রথম!
  5. Zoho Pay: ফোনপে, পেটিএম-কে টেক্কা দিতে আসছে স্বদেশি UPI পেমেন্ট অ্যাপ জোহো পে
  6. 39,999 টাকা দামের Samsung স্মার্টফোন 16,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে, অফার মিস করলে পস্তাবেন
  7. Vivo X300 সিরিজ DSLR-এর মতো ক্যামেরা নিয়ে শীঘ্রই ভারতে আসছে
  8. Redmi K90 সস্তায় প্রিমিয়াম ফোন কেনার স্বপ্নপূরণ করতে লঞ্চ হল, কম দামে দুর্দান্ত ফিচার্স
  9. Redmi K90 Pro Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল, Bose-এর সাউন্ড ও দুর্ধর্ষ ফিচার্সে করল বাজিমাত
  10. OnePlus আনছে 8,000mAh ব্যাটারির সুপারফোন! লঞ্চ হবে 2025 সালের শেষে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »