Realme 15 5G ও 15 Pro 5G শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে, সম্ভবত জুলাই মাসেই। Realme 15 Pro কোম্পানির সবচেয়ে উন্নত "AI পার্টি ফোন" হবে।
Photo Credit: Realme
Realme 15 সিরিজে পার্টি-অনুপ্রাণিত ক্যামেরা ফিচার্স অফার করবে
Realme 15 সিরিজ খুব তাড়াতাড়ি ভারতে আসতে পারে, কারণ কোম্পানি এই লাইনআপের টিজার ছাড়তে শুরু করেছে। Realme 15 5G এবং Realme 15 Pro 5G এর সঠিক লঞ্চের তারিখ এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি, তবে সাম্প্রতিক রিপোর্ট থেকে ফোনগুলির সম্ভাব্য RAM, স্টোরেজ অপশন, এবং রঙের বিকল্প ফাঁস হয়েছে। পাশাপাশি, মেজর ফিচার্স ও দামের রেঞ্জও সামনে এসেছে। কোম্পানি এখন দাবি করছে, Realme 15 Pro তাদের সবচেয়ে উন্নত "AI পার্টি ফোন" হতে চলেছে। এককথায়, Realme 15 সিরিজে পার্টির পরিবেশ থেকে অনুপ্রাণিত ক্যামেরা ফিচার্স থাকবে।
কোম্পানি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে, Realme 15 লাইনআপের অধীনে Realme 15 5G ও 15 Pro 5G তাড়াতাড়িই ভারতে আসবে। রিয়েলমি শীঘ্রই লঞ্চের দিনক্ষণ ঘোষণা করবে বলে আশা করা যায়। সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, Realme 15 সিরিজের কিছু মডেল জুলাই মাসে ভারতে লঞ্চ হতে পারে।
রিয়েলমি আরও জানিয়েছে যে, 15 Pro হবে তাদের সবচেয়ে উন্নত "এআই পার্টি ফোন"। তারা ফোনটির কোনও স্পেসিফিকেশন বা বৈশিষ্ট্য প্রকাশ করেনি। তবে, এটি ফ্ল্যাগশিপ ফিচার্সের সাথে আসবে বলে জানানো হয়েছে, যা পূর্বে Pro+ ভেরিয়েন্টের জন্য এক্সক্লুসিভ ছিল।
কোম্পানি আরও দাবি করেছে, Realme 15 সিরিজে "পার্টি-অনুপ্রাণিত ক্যামেরা বৈশিষ্ট্য" থাকবে, যার মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমর্থিত ইমেজিং। এটি কনসার্ট, ডান্স ফ্লোর অথবা হাউস পার্টির মতো পরিবেশে গতিশীল আলোর অবস্থার সাথে মানানসই রিয়েল টাইমে শাটার স্পিড, কন্ট্রাস্ট এবং স্যাচুরেশন সামঞ্জস্য করে। অর্থাৎ আলোর ঝলকানির মাঝেও সেরা ছবি তুলতে সাহায্য করবে।
রিপোর্ট বলছে, রিয়েলমি 15 Pro মিলবে 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ, 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, এবং 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ অপশনে। এটি ফ্লোয়িং সিলভার, সিল্ক পার্পল এবং ভেলভেট গ্রীন কালার অপশনে পাওয়া যেতে পারে।
অন্যদিকে, রিয়েলমি 15 5G আসতে পারে 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ, 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, এবং 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে। দাম 18,000 থেকে 20,000 টাকার মধ্যে থাকতে পারে। এটি ফ্লোয়িং সিলভার, সিল্ক পিঙ্ক এবং ভেলভেট গ্রীন রঙে বিক্রি হতে পারে।
স্পেসিফিকেশনের কথা বললে, Realme 15 5G ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সহ ফ্ল্যাট AMOLED ডিসপ্লে দেখা যেতে পারে। এটি Snapdragon 7 Gen 4 প্রসেসর দ্বারা চালিত হবে। এতে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,300mAh ব্যাটারি থাকতে পারে। এছাড়া, ফটোগ্রাফির জন্য, 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
The Offering Is Streaming Now: Know Where to Watch the Supernatural Horror Online
Lazarus Is Now Streaming on Prime Video: Know All About Harlan Coben's Horror Thriller Series