সম্প্রতি YouTube থেজে রাশিয়ার বিরোধী দলনেতা অ্যালেক্সেই নাভালনির বিজ্ঞাপন সরিয়ে নিল Google। রশিয়ায় ভোটের ঠিক আগেই YouTube এ বিরোধী দলনেতার এই বিজ্ঞাপন চলতে দেখা গিয়েছিল যা সেই দেশের নির্বাচন আইনের বিরোধী। সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছ থেকে এইওভিযোগ পাওয়ার পরে তৎক্ষণাৎ YouTube থেকে এই বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার সিদ্ধান নেয় Google।
এক ঝাঁক বিজ্ঞাপনে রাশিয়ার বিরোধী দলনেতাকে সেই দেশের নাগরিকদের গণতন্ত্রের উৎসবে যোগ দেওয়ার আহ্বান জানাতে দেখা গিয়েছে। তবে ভোটের আগে সমীক্ষায় জানানো হয়েছে সহজেই পুতিনের প্রাক্তন সহযোগী সার্জেই সোবইয়ানিন এক পুর নির্বাচনে জয়লাভ করবেন।
এক ইমেলে রাশিয়ায় Google অফিসের তরফ থেকে জানানো হয়েছে, “সরকারের তরফ থেকে আসা যে কোন অভিযোগ আমরা খুব মনোযোগের সাথে ক্ষতিয়ে দেখি।। বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপন দেওয়ার আগে স্থানীয় আইন মেনে চলা উচিত।”
তবে ভোটের দিন জেলের ভিতরে থাকতে হবে এই বিরোধী নেতাকে। পেনশান আইনের প্রতিবাদ করার সময় সেই দেশের আইন লঙ্ঘন করার জন্য জেলে যেতে হয়েছে নাভালনিকে।
সোবইয়ানিন এই ভোটে সহজেই জিততে চললেও সারা দেশের মানুষ নতুন পেনশান আইনে বেশ বিরক্ত। দেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা সেই কথাই জানিয়েছেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন