Microsoft study identifies 40 jobs where AI can handle core tasks
Photo Credit: Unsplash/Alex Knight
2025 ইতিমধ্যেই বাক্স প্যাটরা গুটিয়ে বিদায় নিয়েছে। তার পরিবর্তে সময়ের চক্র সম্পূর্ণ করতে 2026 সালের আগমন ঘটেছে। নতুন বছরে যখন আমরা পিকনিক বা পার্টি করতে ব্যস্ত এবং সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস আপডেট করছি, ঠিক তখনই ব্যাকগ্রাউন্ডে নিঃশব্দে বড়সড় বিপ্লব আনার প্রস্তুতি নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা সংস্থাগুলি। প্রযুক্তি দুনিয়াকে চিরতরে পাল্টে দেওয়া তো বটেই, পাশাপাশি মানুষের প্রথাগত কাজ করার পদ্ধতি সম্পূর্ণ বদলে দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বিভিন্ন কর্মক্ষেত্রে কৃত্রিম মেধার ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে বহু চাকরি একেবারে উধাও হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ভয় আরও বাড়িয়েছে Microsoft-এর একটি রিপোর্ট। সেখানে 2026 সালে AI-এর জন্য জন্য কাজ হারানোর আশঙ্কা রয়েছে এমন 40টি পেশা প্রকাশ করা হয়েছে। আপনার কাজ কি সেই তালিকায় আছে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
মাইক্রোসফ্টের একটি গবেষণায় Copilot চ্যাটবটের সঙ্গে হওয়া 2 লক্ষের বেশি মানুষের ইন্টার্যাকশন বিশ্লেষণ করা হয়েছে। গবেষণার মূল উদ্দেশ্য ছিল, কোন কোন কাজে জেনারেটিভ AI বেশি ব্যবহার হচ্ছে ও কোন চাকরি AI খেয়ে নিতে পারে। কোন পেশায় কৃত্রিম মেধা দক্ষভাবে কাজ করতে পারছে, তা পরিমাপ করতে স্কোর দেওয়া হয়েছে। এই স্কোরের ভিত্তিতে 40টি চাকরির তালিকা প্রকাশ করেছে টেক জায়ান্টটি, যেগুলোতে এই বছর থেকেই মানুষের জায়গা নিতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
1. দোভাষী এবং অনুবাদক
2. ইতিহাসবিদ
3. প্যাসেঞ্জার অ্যাটেন্ডেন্ট
4. সেলস রিপ্রেজেন্টেটিভ
5. লেখক
6. গ্রাহক সেবা প্রতিনিধি
7. সিএনসি টুল প্রোগ্রামার
8. টেলিফোন অপারেটর
9 টিকিট এজেন্ট এবং ট্রাভেল ক্লার্ক
10. সম্প্রচারক এবং রেডিও ডিজে
11. ব্রোকারেজ ক্লার্ক
12. এগ্রিকালচার ও হোম ম্যানেজমেন্ট শিক্ষক
13. টেলিমার্কেটর
14. কনসিয়ারেজ
15. রাষ্ট্রবিজ্ঞানী
16. সংবাদ বিশ্লেষক, প্রতিবেদক এবং সাংবাদিক
17. গণিতবিদ
18. কারিগরি লেখক
19. প্রুফরিডার এবং কপি মার্কার
20. উপস্থাপক
21. সম্পাদক (এডিটর)
22. বিজনেস টিচার (হায়ার এডুকেশন)
23. জনসংযোগ বিশেষজ্ঞ
24. পণ্য প্রচারক
25. বিজ্ঞাপন বিক্রয় এজেন্ট
26. নিউ অ্যাকাউন্টস ক্লার্ক
27. পরিসংখ্যান সহকারী
28. কাউন্টার এবং রেন্টাল ক্লার্ক
29. তথ্য বিজ্ঞানী
30. ব্যক্তিগত আর্থিক উপদেষ্টা
31. আর্কাইভিস্ট
32. অর্থনীতি শিক্ষক (হায়ার এডুকেশন)
33. ওয়েব ডেভেলপার
34. ব্যবস্থাপনা বিশ্লেষক
35. ভূগোলবিদ
36. মডেল
37. বাজার গবেষণা বিশ্লেষক
38. জননিরাপত্তা টেলিযোগাযোগকারীরা
39. সুইচবোর্ড অপারেটর
40. গ্রন্থাগার বিজ্ঞান শিক্ষক (পোস্টসেকেন্ডারি)
উক্ত পেশাগুলির অনেক কাজ এখন AI দ্রুত করতে সক্ষম। তবে মাইক্রোসফ্ট স্পষ্ট জানিয়েছে, তার মানে এই নয় যে রাতারাতি এসব চাকরি হারিয়ে যাবে। গবেষণা বলছে, AI এখনও কোনও পেশায় পুরোপুরি মানুষের জায়গা নিতে পারেনি। কিন্তু অস্বীকার করার উপায় নেই যে AI কাজ করার ধরন বদলে দিচ্ছে। ফলে ভবিষ্যতে কাজ থাকলেও, সেখানে মানুষের ভূমিকা কমতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.