ভারতে লঞ্চ হল Acer Swift 3। ভারতে এই প্রথম কোন Acer ল্যাপটপে AMD Ryzen 4000 প্রসেসর দেখা গেল। এই ল্যাপটপে থাকছে 14 ইঞ্চি ডিসপ্লে। কোম্পানির দাবি এক চার্জে 11 ঘণ্টা চলবে এই ল্যাপটপ। সিলিভার কালারে ভারতে এই ল্যাপটপ লঞ্চ করেছে তাইওয়ানের কোম্পানিটি। ভারতে Acer Swift 3'র দা, 59,999 টাকা। 8GB RAM + 512GB স্টোরেজে এই ল্যাপটপ পাওয়া যাবে।
Acer Swift 3-তে 14 ইঞ্চি ডিসপ্লে থাকছে। এই ল্যাপটপে রয়েছে AMD Ryzen 4000U প্রসেসর, 16GB RAM ও 512GB NVMe SSD। এই ল্যাপটপে রয়েছে ইন্টিগ্রেটেড রেডিয়ন জিপিইউ। থাকছে স্টেরিও স্পিকার ও 48Wh ব্যাটারি। তাইওয়ানের কোম্পানিটি জানিয়েছে 30 মিনিট চার্জ করে 4 ঘণ্টা ব্যাবহার করা যাবে এই ল্যাপটপ।
Acer Swift 3-তে রয়েছে Wi-Fi 6, Bluetooth v5.0 ও USB Type-C পোর্ট। থাকছে একটি USB 3.2 পোর্ট। Windows 10 প্রি-ইন্সটলড থাকছে। ব্যাকলিট কি-বোর্ডের সঙ্গেই এই ল্যাপটপের টাচপ্যাডে থাকছে মাল্টি টাচ জেসচার সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন