Amazon Great Freedom Festival সেলে 70,000 টাকার মধ্যে বিভিন্ন ল্যাপটপে ক্যাশব্যাক, ক্রেডিট কার্ড ডিসকাউন্ট, এবং এক্সচেঞ্জ বোনাস পাবেন।
Amazon Great Freedom Festival Sale 2025 Lenovo এর ল্যাপটপে ছাড় দিচ্ছে
Amazon Great Freedom Festival Sale 2025 আজ এক সপ্তাহ পূর্ণ করল। গত জুলাই 31 থেকে শুরু হয়েছিল এই মেগা সেল। অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে মোবাইল ফোন, হেডফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ক্যামেরা, স্মার্টওয়াচ, ব্লুটুথ স্পিকার, স্মার্ট টিভি, হোম থিয়েটার সহ শত শত বৈদ্যুতিন পণ্য আসল দামের থেকে অনেক কমে বিক্রি হচ্ছে। আপনি যদি 70,000 টাকার মধ্যে শক্তিশালী প্রসেসর, প্রচুর র্যাম, ফাস্ট স্টোরেজ ও উন্নত হার্ডওয়্যার যুক্ত ল্যাপটপ কেনার কথা ভাবেন, তাহলে Gadges 360 বাংলার এই প্রতিবেদন আপনার জন্য। এই দামের মধ্যে বিভিন্ন ল্যাপটপে ক্যাশব্যাক, ক্রেডিট কার্ড ডিসকাউন্ট, এবং এক্সচেঞ্জ বোনাস অফার করছে মার্কিন ই-কমার্স সংস্থাটি। আসল দামের থেকে প্রায় 42,500 টাকা কমে ল্যাপটপ কেনার সুযোগ।
যদি আপনি উচ্চ-কার্যক্ষমতা সম্পন্ন ল্যাপটপ কিনতে চান, তাহলে Amazon Great Freedom Festival সেলে তুলনামূলকভাবে কম দামে পেয়ে যাবেন। আবার পুরানো ল্যাপটপটি নতুন ল্যাপটপের সাথে এক্সচেঞ্জ করলে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ অফার পেতে পারেন। SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা নন-EMI লেনদেনের ক্ষেত্রে 1,250 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন। অন্যদিকে, EMI লেনদেনের ক্ষেত্রে 1,500 টাকা পর্যন্ত তাৎক্ষণিক ছাড় থাকছে।
এছাড়াও, SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ন্যূনতম 24,990 টাকা এবং 49,990 টাকার ক্রয় মূল্যের উপর যথাক্রমে 500 টাকা থেকে 750 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। নিচে আমরা বেশ কয়েকটি নামী ব্র্যান্ডের পারফরম্যান্স ল্যাপটপের তালিকা বানিয়েছি। এগুলি সেল উপলক্ষ্যে আকর্ষণীয় ছাড়ে বিক্রি হচ্ছে। 87,800 টাকা দামের Lenovo Thinkbook 16 (2025) লিস্টেড আছে 45,240 টাকায়। অর্থাৎ 42,560 টাকা কমে কিনতে পারবেন।
মডেল | আসল দাম | ডিসকাউন্টের পর দাম | কেনার লিংক |
---|---|---|---|
HP Pavilion x360 (2023) | 90,486 টাকা | 60,240 টাকা | এখানে কিনুন |
Dell Inspiron 15-3530 (2025) | 81,595 টাকা | 58,990 টাকা | এখানে কিনুন |
Asus Vivobook 15 (2025) | 85,990 টাকা | 55,740 টাকা | এখানে কিনুন |
Lenovo ThinkBook 16 (2025) | 87,800 টাকা | 45,240 টাকা | এখানে কিনুন |
Acer Aspire Lite (2024) | 70,999 টাকা | 46,990 টাকা | এখানে কিনুন |
Lenovo Yoga Slim 7 (2025) | 1,10,490 টাকা | 69,990 টাকা | এখানে কিনুন |
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন