সম্প্রতি মিডিয়া রিপোর্টে জানানো হয়েছে বিভিন্ন হার্ডওয়্যারে রয়েছে গোপন চিপ। সেই চিপের মাধ্যমে চুরি হচ্ছে গ্রাহক্র ব্যক্তিগর ডাটা। এবার সুপার মাইক্রো কম্পিউটার এই হার্ডওয়্যার প্রস্তুতকারী সংস্থা এই হার্ডওয়্যারগুলিতে গোপন চিপ খোঁজার কাজ শুরু করবে।
“কোন গোপন চিপের প্রমাণ পাওয়া না গেলেও আমরা এক দীর্ঘমেয়াদী পরীক্ষার মাধ্যমে এই চিপ খোঁজার কাজ শুরু করছি।” বলে জানিয়েছে সুপার মাইক্রো কম্পিউটার।
গত 4 অক্টোবর ব্লুমবার্গের এক রিপোর্টে জানানো হয়েছে চিন গোয়েন্দাগিরির জন্য Apple, Amazon সহ 30 টি কোম্পানি ও মার্কিন সরকারের হার্ডওয়্যার প্রোডাক্টে বিশেষ চিপ ব্যবহার করছে। এই চিপ থেকে সরাসরি সব তথ্য পৌঁছে যাচ্ছে বেজিং এ।
যদিও এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করেছে সুপার মাইক্রো কম্পিউটার।
এই রিপোর্টে জানানো হয়েছে 2015 সালে সুপার মাইক্রো মাদারবোর্ডে প্রথম এই ধরনের চিপের সন্ধান পেয়েছিল Apple। পরে Amazon প্রোডাক্টের ভিতরেও এই চিপ পাওয়া গিয়েছিল।
যদিও এই রিপোর্টের সব অভিযোগ অস্বীকার করেছে Apple ও Amazon। গত শুক্রবার Apple সিইও টিম কুক বুলবার্গের এই অভিযোগ অস্বীকার করেছেন।
যদিও ব্লুমবার্গ নিজেদের এই রিপোর্টে থেকে এক চুল সরতে নারাজ। সারা বিশ্বের সুরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন এই বিষয়ে তাঁরা অবগত নন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন