টেকনো কোম্পানি খুব শীঘ্রই লঞ্চ করতে পারে-Tecno Camon 40 সিরিজ

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 28 নভেম্বর 2024 20:49 IST
হাইলাইট
  • Tecno Camon 40 Pro 5g-হ্যান্ডসেটটিতে 8জিবি RAM যুক্ত থাকতে পারে
  • আসন্ন সিরিজটি একটি বেস,প্রো এবং একটি প্রিমিয়ার মডেলের সমন্বয়ে আসতে পা
  • Tecno Camon 40 Pro 5g-হ্যান্ডসেটটির সাথে একটি 4g বিকল্পও লঞ্চ হতে পারে

Tecno Camon 40 Pro 5G ক্যামন 30 প্রো 5G সফল হবে বলে আশা করা হচ্ছে

Photo Credit: Tecno

Tecno Camon 40-সিরিজের স্মার্টফোনগুলি খুব শীঘ্রই লঞ্চ করা হতে পারে।আসন্ন সিরিজটি বিগত ফেব্রুয়ারি মাসে MWC 2024-এর অনুষ্ঠানে উন্মোচিত Camon 30-সিরিজের উত্তরসূরী হয়ে আসতে চলেছে বলে অনুমান করা হচ্ছে।Tecno Camon 30 সিরিজটি-একটি বেস মডেল এবং একটি প্রো মডেলের সমন্বয়ে এসেছে এবং এটি 4g এবং 5g-উভয় বিকল্পেই উপস্থিত হবে বলে মনে করা হচ্ছে।তবে কোম্পানি এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে,আসন্ন সিরিজটি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। অন্যদিকে একটি জনপ্রিয় বেঞ্চমার্কিং ওয়েবসাইটের মাধ্যমে টেকনো কোম্পানির,একটি নতুন হ্যান্ডসেট দেখা গিয়েছে, যেটিকে Camon 40 Pro 5g-বলে অনুমান করা হচ্ছে। তালিকায় হ্যান্ডসেটটির আনুমানিক চিপসেট,অপারেটিং সিস্টেম এবং RAM-এর বিবরণ দেখা গিয়েছে।

Tecno Camon 40 Pro 5g-এর ফাঁস হওয়া স্পেসিফিকেশন:

গিকবেঞ্চে,মডেল নম্বর “Tecno Tecno CM 7”-এর সাথে একটি হ্যান্ডসেট তালিকাভুক্ত করা হয়েছে।সম্ভবত এই হ্যান্ডসেটটিই Camon 40 Pro 5g-রূপে আবির্ভূত হবে।তালিকা অনুযায়ী, ফোনটির 1,034 এবং 3,257,যথাক্রমে সিঙ্গেল-কোর স্কোর এবং মাল্টি-কোর স্কোর আছে।

পূর্বের একটি রিপোর্ট করা EEC-এর তালিকা অনুযায়ী, Tecno Camon 40 Pro 5g এবং Tecno Camon 40 Premier 5g বিকল্পগুলিতে সম্ভবত CM7 এবং CM8-মডেল নম্বর থাকবে।

গিলবেঞ্চের তালিকায় দেখা গিয়েছে,আলোচিত হ্যান্ডসেটটিতে অক্টাকোর চিপসেট যুক্ত থাকবে,যারমধ্যে 2GHz স্পিডযুক্ত চারটি কোর এবং অন্য চারটি কোরের স্পিড 2.50GHz হবে।
অন্যদিকে 91মোবাইল দাবি করেছে যে,আলোচিত হ্যান্ডসেটটি Tecno Camon 30 Pro 5g-এর উত্তরসূরী হয়ে আসতে চলেছে, যা MediaTek Dimensity 7300চিপসেট দ্বারা চালিত হবে।

পুনরায় তালিকায় বলা হয়েছে যে,Tecno Camon 40 Pro 5g হ্যান্ডসেটটিতে 8জিবি RAM-যুক্ত করা থাকবে।গিকবেঞ্চের তালিকা অনুযায়ী,এটি সম্ভবত প্রথম থেকেই Android 15-ভিত্তিক HiOS 15-দ্বারা চালিত হয়ে আসবে।

পূর্বের একটি রিপোর্ট অনুযায়ী,Tecno Camon 40 Pro হ্যান্ডসেটটি IMEI-এর ডেটাবেসে মডেলনম্বর CM8-এর সাথে তালিকাভুক্ত করা ছিল।সম্ভবত এটি আলোচিত হ্যান্ডসেটটির একটি নতুন সংস্করণ।যদি পূর্বের উল্লেখিত ECC-এর তালিকাটি সত্যি হয়,তাহলে এই নতুন সংস্করণটি-Tecno Camon 40 Premier 5g-হতে পারে বলে মনে করা হচ্ছে।

রিপোর্ট অনুযায়ী,অনুমান করা হচ্ছে যে,4জি বিকল্পের,Tecno Camon 40 Pro এবং বেস Tecno Camon 40-হ্যান্ডসেটগুলি মডেল নম্বর CM6 এবং CM5-এর সাথে আসতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 5000mAh ব্যাটারি, 128 জিবি স্টোরেজ, ও জলরোধী রেটিং সহ লঞ্চ হল Honor Play 10
  2. সেপ্টেম্বরেই Samsung-এর বড় আপডেট, একঝাঁক স্মার্টফোনে আসছে Android 16
  3. iPhone 17 Air: বিশ্বের সবচেয়ে পাতলা আইফোন আসছে আগামীকাল, দাম কত হবে
  4. iPhone 17 সিরিজের সঙ্গেই আসতে পারে AirPods Pro 3, ধরবে হার্ট ও কানের রোগ!
  5. Oppo F31 5G সিরিজ 15 সেপ্টেম্বর দেশে আসছে, দাম, ফিচার্স কেমন হবে দেখে নিন
  6. ক্যামেরা এবং AI ফিচার্সে ধামাকা, লঞ্চ হল Motorola Edge 60 Neo, দাম জেনে নিন
  7. Motorola একজোড়া দুর্দান্ত বাজেট ফোন আনল, 7,000mAh ব্যাটারি ও 4K ক্যামেরা রয়েছে
  8. দাম বাড়লেও বিক্রি কমবে না, উন্নত ফিচার্সে বাজিমাত করতে চলেছে iPhone 17 সিরিজ
  9. 6,000mAh ব্যাটারি, চারটি ক্যামেরার সঙ্গে আত্মপ্রকাশ করল Oppo Reno 14 FS 5G
  10. Lava Bold N1 5G: দেশের সবচেয়ে সস্তা 5G ফোন লঞ্চ হল, কম দামে দুর্দান্ত ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.