4g এবং 5g-উভয় বিকল্পের সাথে টেকনো আনতে চলেছে এক নতুন হ্যান্ডসেট
Photo Credit: Tecno
Tecno Camon 40 Pro 5G ক্যামন 30 প্রো 5G সফল হবে বলে আশা করা হচ্ছে
Tecno Camon 40-সিরিজের স্মার্টফোনগুলি খুব শীঘ্রই লঞ্চ করা হতে পারে।আসন্ন সিরিজটি বিগত ফেব্রুয়ারি মাসে MWC 2024-এর অনুষ্ঠানে উন্মোচিত Camon 30-সিরিজের উত্তরসূরী হয়ে আসতে চলেছে বলে অনুমান করা হচ্ছে।Tecno Camon 30 সিরিজটি-একটি বেস মডেল এবং একটি প্রো মডেলের সমন্বয়ে এসেছে এবং এটি 4g এবং 5g-উভয় বিকল্পেই উপস্থিত হবে বলে মনে করা হচ্ছে।তবে কোম্পানি এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে,আসন্ন সিরিজটি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। অন্যদিকে একটি জনপ্রিয় বেঞ্চমার্কিং ওয়েবসাইটের মাধ্যমে টেকনো কোম্পানির,একটি নতুন হ্যান্ডসেট দেখা গিয়েছে, যেটিকে Camon 40 Pro 5g-বলে অনুমান করা হচ্ছে। তালিকায় হ্যান্ডসেটটির আনুমানিক চিপসেট,অপারেটিং সিস্টেম এবং RAM-এর বিবরণ দেখা গিয়েছে।
গিকবেঞ্চে,মডেল নম্বর “Tecno Tecno CM 7”-এর সাথে একটি হ্যান্ডসেট তালিকাভুক্ত করা হয়েছে।সম্ভবত এই হ্যান্ডসেটটিই Camon 40 Pro 5g-রূপে আবির্ভূত হবে।তালিকা অনুযায়ী, ফোনটির 1,034 এবং 3,257,যথাক্রমে সিঙ্গেল-কোর স্কোর এবং মাল্টি-কোর স্কোর আছে।
পূর্বের একটি রিপোর্ট করা EEC-এর তালিকা অনুযায়ী, Tecno Camon 40 Pro 5g এবং Tecno Camon 40 Premier 5g বিকল্পগুলিতে সম্ভবত CM7 এবং CM8-মডেল নম্বর থাকবে।
গিলবেঞ্চের তালিকায় দেখা গিয়েছে,আলোচিত হ্যান্ডসেটটিতে অক্টাকোর চিপসেট যুক্ত থাকবে,যারমধ্যে 2GHz স্পিডযুক্ত চারটি কোর এবং অন্য চারটি কোরের স্পিড 2.50GHz হবে।
অন্যদিকে 91মোবাইল দাবি করেছে যে,আলোচিত হ্যান্ডসেটটি Tecno Camon 30 Pro 5g-এর উত্তরসূরী হয়ে আসতে চলেছে, যা MediaTek Dimensity 7300চিপসেট দ্বারা চালিত হবে।
পুনরায় তালিকায় বলা হয়েছে যে,Tecno Camon 40 Pro 5g হ্যান্ডসেটটিতে 8জিবি RAM-যুক্ত করা থাকবে।গিকবেঞ্চের তালিকা অনুযায়ী,এটি সম্ভবত প্রথম থেকেই Android 15-ভিত্তিক HiOS 15-দ্বারা চালিত হয়ে আসবে।
পূর্বের একটি রিপোর্ট অনুযায়ী,Tecno Camon 40 Pro হ্যান্ডসেটটি IMEI-এর ডেটাবেসে মডেলনম্বর CM8-এর সাথে তালিকাভুক্ত করা ছিল।সম্ভবত এটি আলোচিত হ্যান্ডসেটটির একটি নতুন সংস্করণ।যদি পূর্বের উল্লেখিত ECC-এর তালিকাটি সত্যি হয়,তাহলে এই নতুন সংস্করণটি-Tecno Camon 40 Premier 5g-হতে পারে বলে মনে করা হচ্ছে।
রিপোর্ট অনুযায়ী,অনুমান করা হচ্ছে যে,4জি বিকল্পের,Tecno Camon 40 Pro এবং বেস Tecno Camon 40-হ্যান্ডসেটগুলি মডেল নম্বর CM6 এবং CM5-এর সাথে আসতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S26, Galaxy S26 Ultra to Be Slimmer and Lighter Than Their Predecessors, Tipster Claims
Apple's iOS 26.2 Beta 3 Rolled Out With AirDrop Upgrades, Liquid Glass Tweaks and More