Samsung Galaxy S25 Ultra 12,000 টাকা পর্যন্ত ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 16 এপ্রিল 2025 19:45 IST
হাইলাইট
  • Samsung Galaxy S25 Ultra-হ্যান্ডসেটটিতে একটি কোয়াড রিয়ার ক্যামেরা ইউন
  • হ্যান্ডসেটটি Android 15-ভিত্তিক One UI 7 দ্বারা চালিত
  • ফোনটির No-Cost-EMI শুরু

Samsung Galaxy S25 Ultra-তে ৫,০০০mAh ব্যাটারি রয়েছে

Photo Credit: Samsung

Samsung Galaxy S25 Ultra-হ্যান্ডসেটটি ভারতে চলতি বছর জানুয়ারি মাসে কোম্পানির গ্যালাক্সি অ্যানপ্যাকড অনুষ্ঠানে 1,29,999 টাকায় লঞ্চ হয়েছিল। কোম্পানির এই নতুন ফ্লাগশিপ মডেলটি বর্তমানে ভারতে বিশেষ ছাড়ে, কম দামে কেনা যাবে। এই দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ডটি ফোনটির উপর 12,000 টাকার তাৎক্ষণিক ক্যাশব্যাক প্রদান করছে। এছাড়াও অতিরিক্ত পরিবর্তন অফার এবং নো-কস্ট-ইএমআইয়ের সুবিধা উপলব্ধ আছে। Galaxy S25 Ultra হ্যান্ডসেটটি গ্যালাক্সী চিপের জন্য একটি কাস্টম Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চালিত এবং এটির সাথে 12জিবি RAM ও 1টিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত করা আছে।বর্তমানে স্যামসাং তাদের অনলাইন স্টোরের মাধ্যমে Galaxy S25 Ultra হ্যান্ডসেটটির উপর সীমিত সময়ের জন্য ছাড় অফার করছে। গ্রাহকরা টাইটেনিয়াম সিলভার ব্লু রঙের বিকল্পটি কেনার সময় 11,000 টাকা পর্যন্ত তাৎক্ষণিক ব্যাংকের ছাড় এবং 12,000টাকার পরিবর্তনের অফার পাবেন। এটি লঞ্চের সময় ফোনটির আসল দাম 1,29,999 টাকা থেকে 1,17,999 টাকার কার্যকরী দামে নিয়ে আসবে। এই অফারটি এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত চলবে।

এছাড়াও গ্রাহকরা শপ অ্যাপ থেকে কেনাকাটা করলে 4000 টাকার অতিরিক্ত ওয়েলকাম সুবিধা পাবে। ফোনটির উপর মাত্র 3,278 টাকার বিনিময়ে No-Cost-EMI-এর বিকল্পটি শুরু হচ্ছে। গ্রাহকরা তাদের পুরানো ফোনের বিনিময়ে 75,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

Samsung Galaxy S25 Ultra-হ্যান্ডসেটটির স্পেসিফিকেশন:

Galaxy S25 Ultra-ফোনটি Android 15-ভিত্তিক স্যামসাংয়ের One UI 7 দ্বারা চালিত। এটিতে 120Hz রিফ্রেশ-রেট সহ একটি 6.9-ইঞ্চির (1,400×3,120 পিক্সেল) ডায়নামিক AMOLED 2x স্ক্রীন এবং কর্নিং গরিলা গ্লাস Armor 2-এর সুরক্ষা আছে। এটি গ্যালাক্সী চিপের জন্য একটি কাস্টম Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চালিত। ফোনটির সাথে 12জিবি RAM এবং 1টিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত করা হয়েছে। এর পাশাপাশি হ্যান্ডসেটটি বেশকিছু গ্যালাক্সী-AI ফিচারগুলো দ্বারা সজ্জিত হয়ে এসেছে।

ক্যামেরার ক্ষেত্রে হ্যান্ডসেটটিতে একটি কোয়াড রিয়ার ক্যামেরা ইউনিট আছে, যার মধ্যে প্রধান ক্যামেরাটি 200-মেগাপিক্সেলের, একটি 50-মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, একটি 50-মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং একটি 10-মেগাপিক্সেলের টেলি ফটো ক্যামেরা আছে। ফোনটির সেলফি ক্যামেরাটি 12-মেগাপিক্সেলের।

Galaxy S25 Ultra-ফোনটি 45W তারযুক্ত চার্জিং এবং 15W বিপরীত চার্জিং সমর্থিত একটি 5000mAh-ব্যাটারী দ্বারা চালিত।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে।
...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y500 Pro সস্তায় 200MP ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, ও 90W ফাস্ট চার্জ ফিচারের সঙ্গে লঞ্চ হল
  2. Airtel গ্রাহকদের ধাক্কা দিয়ে সবচেয়ে সস্তা আনলিমিটেড রিচার্জ প্ল্যান বন্ধ করল
  3. 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Realme GT 8 Pro Aston Martin F1 এডিশন
  4. New Aadhaar App: অবশেষে চালু নতুন আধার অ্যাপ, কার্ড জেরক্স করার দিন শেষ!
  5. OnePlus Ace 6T হবে দুনিয়ার সর্বপ্রথম Snapdragon 8 Gen 5 প্রসেসরযুক্ত ফোন, থাকবে 8,000mAh ব্যাটারি
  6. Oppo Reno 15 সিরিজের লঞ্চ ডেট ঘোষণা হল, 16GB র‍্যাম ও 200MP ক্যামেরার সাথে আসছে
  7. iPhone 18 সিরিজ নিয়ে বিশাল আপডেট, অবশেষে যুক্ত হতে পারে 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  8. ভারতে লঞ্চের আগেই Oppo এর প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোনের দাম ফাঁস হল
  9. iPhone 18 Pro: Apple এর বিরাট চমক, আইফোনে আসছে ট্রান্সপারেন্ট ডিজাইন!
  10. Oppo Find X9 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, উত্তেজনায় ফুটছে ক্রেতারা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.