Photo Credit: Samsung
Samsung Galaxy S25 Ultra-তে ৫,০০০mAh ব্যাটারি রয়েছে
Samsung Galaxy S25 Ultra-হ্যান্ডসেটটি ভারতে চলতি বছর জানুয়ারি মাসে কোম্পানির গ্যালাক্সি অ্যানপ্যাকড অনুষ্ঠানে 1,29,999 টাকায় লঞ্চ হয়েছিল। কোম্পানির এই নতুন ফ্লাগশিপ মডেলটি বর্তমানে ভারতে বিশেষ ছাড়ে, কম দামে কেনা যাবে। এই দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ডটি ফোনটির উপর 12,000 টাকার তাৎক্ষণিক ক্যাশব্যাক প্রদান করছে। এছাড়াও অতিরিক্ত পরিবর্তন অফার এবং নো-কস্ট-ইএমআইয়ের সুবিধা উপলব্ধ আছে। Galaxy S25 Ultra হ্যান্ডসেটটি গ্যালাক্সী চিপের জন্য একটি কাস্টম Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চালিত এবং এটির সাথে 12জিবি RAM ও 1টিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত করা আছে।বর্তমানে স্যামসাং তাদের অনলাইন স্টোরের মাধ্যমে Galaxy S25 Ultra হ্যান্ডসেটটির উপর সীমিত সময়ের জন্য ছাড় অফার করছে। গ্রাহকরা টাইটেনিয়াম সিলভার ব্লু রঙের বিকল্পটি কেনার সময় 11,000 টাকা পর্যন্ত তাৎক্ষণিক ব্যাংকের ছাড় এবং 12,000টাকার পরিবর্তনের অফার পাবেন। এটি লঞ্চের সময় ফোনটির আসল দাম 1,29,999 টাকা থেকে 1,17,999 টাকার কার্যকরী দামে নিয়ে আসবে। এই অফারটি এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত চলবে।
এছাড়াও গ্রাহকরা শপ অ্যাপ থেকে কেনাকাটা করলে 4000 টাকার অতিরিক্ত ওয়েলকাম সুবিধা পাবে। ফোনটির উপর মাত্র 3,278 টাকার বিনিময়ে No-Cost-EMI-এর বিকল্পটি শুরু হচ্ছে। গ্রাহকরা তাদের পুরানো ফোনের বিনিময়ে 75,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।
Galaxy S25 Ultra-ফোনটি Android 15-ভিত্তিক স্যামসাংয়ের One UI 7 দ্বারা চালিত। এটিতে 120Hz রিফ্রেশ-রেট সহ একটি 6.9-ইঞ্চির (1,400×3,120 পিক্সেল) ডায়নামিক AMOLED 2x স্ক্রীন এবং কর্নিং গরিলা গ্লাস Armor 2-এর সুরক্ষা আছে। এটি গ্যালাক্সী চিপের জন্য একটি কাস্টম Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চালিত। ফোনটির সাথে 12জিবি RAM এবং 1টিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত করা হয়েছে। এর পাশাপাশি হ্যান্ডসেটটি বেশকিছু গ্যালাক্সী-AI ফিচারগুলো দ্বারা সজ্জিত হয়ে এসেছে।
ক্যামেরার ক্ষেত্রে হ্যান্ডসেটটিতে একটি কোয়াড রিয়ার ক্যামেরা ইউনিট আছে, যার মধ্যে প্রধান ক্যামেরাটি 200-মেগাপিক্সেলের, একটি 50-মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, একটি 50-মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং একটি 10-মেগাপিক্সেলের টেলি ফটো ক্যামেরা আছে। ফোনটির সেলফি ক্যামেরাটি 12-মেগাপিক্সেলের।
Galaxy S25 Ultra-ফোনটি 45W তারযুক্ত চার্জিং এবং 15W বিপরীত চার্জিং সমর্থিত একটি 5000mAh-ব্যাটারী দ্বারা চালিত।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন