Samsung Galaxy S25-সিরিজের হ্যান্ডসেটগুলো Snapdragon 8 Elite চিপসেট পাবে
Photo Credit: Samsung
Samsung Galaxy S24 Ultra এর প্রারম্ভিক মূল্য Rs. 1,29,999
Samsung Galaxy Unpacked অনুষ্ঠানটি আগামী 22সে জানুয়ারি হতে চলেছে, এবং মনে করা হচ্ছে বহু আলোচিত স্যামসাং গ্যালাক্সি S25-সিরিজটি এই লঞ্চ অনুষ্ঠানে উন্মোচিত হবে। অনুষ্ঠানের তারিখটি যতই কাছে আসছে, Samsung Galaxy S25 Galaxy S25+ এবং Galaxy S25 Ultra-র বিষয়ে বিবরণগুলি অনলাইনের প্রকাশ করা হচ্ছে। নতুন একটি ফাঁস হওয়া তথ্যে কোম্পানির পরবর্তী Galaxy S-সিরিজের স্মার্টফোনগুলির দামের বিষয়ে বলা হয়েছে। মনে করা হচ্ছে, সমস্ত কনফিগারেশনের সাথে ভারতে নতুন সিরিজটি Galaxy S24-সিরিজের থেকেও বেশি দামের হবে।
X(আগের টুইটার) ব্যবহারকারী Tarun Vats(@tarunvats33) আলোচিত Samsung Galaxy S25-সিরিজের ভারতের দাম সম্পর্কে কিছু তথ্য ফাঁস করেছে। টিপ করা হয়েছে যে, আসন্ন Galaxy S25 মডেলটি 12জিবি RAM এবং 256জিবি স্টোরেজের সাথে বেস-মডেলটির দাম 84,999-টাকা হতে পারে। অন্যদিকে 12জিবি+512জিবি বিকল্পটির দাম 94,999টাকা হবে। বিগত বছরে 8জিবি+128জিবি মডেলের Galaxy S24 এর দাম ছিল 74,999 টাকা।
অন্যদিকে 12জিবি+ 256জিবি মডেলের Galaxy S25+এর দাম শুরু হতে পারে 1,04,999 টাকা থেকে। Vat-এর মতে এটি Galaxy S24+থেকে বেশি হবে, যার শুরুর মূল্য ছিল 99,999 টাকা। এছাড়াও তিনি বলেছেন 12জিবি +512জিবি বিকল্পটির দাম 1,14,999টাকা হতে পারে।
লাইনআপের টপ মডেল স্যামসাং Galaxy S25 Ultra-র 12 জিবি+256জিবি মডেলটির দাম 1,34,999টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। যেখানে 16জিবি +512জিবি বিকল্পটি 1,44,999 টাকায় পাওয়া যেতে পারে এবং টপ-অফ-দ্য-লাইন 16জিবি+1টিবি মডেলটির দাম 1,64,999 টাকা নির্ধারণ করা হতে পারে। তুলনার জন্য বলা ভালো যে, Galaxy S24 Ultra-র
এই সমস্ত ফাঁস হওয়া তথ্যগুলি ইঙ্গিত দেয় যে, কোম্পানি নতুন লাইনআপটির সমস্ত সংস্করণগুলি সামান্য বর্ধিত দামের সাথে নিয়ে আসতে চলেছে। মনে করা হচ্ছে, নতুন Snapdragon 8 Elite চিপসেটের সংযুক্তকরণ মূল কারণ যার ফলে বিগত বছরের মডেলের তুলনায় এই বছরের মডেলগুলিতে কোম্পানি দাম বাড়িয়েছে।
স্যামসাং আগামী 22সে জানুয়ারি তাদের গ্যালাক্সী আনপ্যাকড ইভেন্টটি নিশ্চিতভাবে উপস্থাপন করতে চলেছে। কোম্পানি বর্তমানে ভারতে কোম্পানির ভারতীয় ওয়েবসাইট, স্যামসাং এক্সক্লুসিভ স্টোর এবং অনলাইন ও অফলাইন খুচরো দোকানের মাধ্যমে নতুন Galaxy S-সিরিজের স্মার্টফোনগুলির রিজার্ভেশন নিতে শুরু করেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Operation Undead Is Now Streaming: Where to Watch the Thai Horror Zombie Drama
Aaromaley OTT Release: When, Where to Watch the Tamil Romantic Comedy Online
Mamta Child Factory Now Streaming on Ultra Play: Know Everything About Plot, Cast, and More