আগামী 22সে জানুয়ারি স্যামসাং অনুষ্ঠিত করতে চলেছে গ্যালাক্সি অ্যানপ্যাকড ইভেন্ট

Samsung Galaxy S25-সিরিজের হ্যান্ডসেটগুলো Snapdragon 8 Elite চিপসেট পাবে

আগামী 22সে জানুয়ারি স্যামসাং অনুষ্ঠিত করতে চলেছে গ্যালাক্সি অ্যানপ্যাকড ইভেন্ট

Photo Credit: Samsung

Samsung Galaxy S24 Ultra এর প্রারম্ভিক মূল্য Rs. 1,29,999

হাইলাইট
  • নতুন একটি ফাঁস হওয়া তথ্যে আলোচিত Galaxy S25 সিরিজের দাম প্রকাশ করা হয়
  • Samsung Galaxy S25-সিরিজের দাম বাড়াতে পারে
  • নতুন সিরিজটি আগামী 22 সে জানুয়ারি লঞ্চ হতে পারে
বিজ্ঞাপন

Samsung Galaxy Unpacked অনুষ্ঠানটি আগামী 22সে জানুয়ারি হতে চলেছে, এবং মনে করা হচ্ছে বহু আলোচিত স্যামসাং গ্যালাক্সি S25-সিরিজটি এই লঞ্চ অনুষ্ঠানে উন্মোচিত হবে। অনুষ্ঠানের তারিখটি যতই কাছে আসছে, Samsung Galaxy S25 Galaxy S25+ এবং Galaxy S25 Ultra-র বিষয়ে বিবরণগুলি অনলাইনের প্রকাশ করা হচ্ছে। নতুন একটি ফাঁস হওয়া তথ্যে কোম্পানির পরবর্তী Galaxy S-সিরিজের স্মার্টফোনগুলির দামের বিষয়ে বলা হয়েছে। মনে করা হচ্ছে, সমস্ত কনফিগারেশনের সাথে ভারতে নতুন সিরিজটি Galaxy S24-সিরিজের থেকেও বেশি দামের হবে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ভারতে Samsung Galaxy S25 সিরিজের দাম:

X(আগের টুইটার) ব্যবহারকারী Tarun Vats(@tarunvats33) আলোচিত Samsung Galaxy S25-সিরিজের ভারতের দাম সম্পর্কে কিছু তথ্য ফাঁস করেছে। টিপ করা হয়েছে যে, আসন্ন Galaxy S25 মডেলটি 12জিবি RAM এবং 256জিবি স্টোরেজের সাথে বেস-মডেলটির দাম 84,999-টাকা হতে পারে। অন্যদিকে 12জিবি+512জিবি বিকল্পটির দাম 94,999টাকা হবে। বিগত বছরে 8জিবি+128জিবি মডেলের Galaxy S24 এর দাম ছিল 74,999 টাকা।

অন্যদিকে 12জিবি+ 256জিবি মডেলের Galaxy S25+এর দাম শুরু হতে পারে 1,04,999 টাকা থেকে। Vat-এর মতে এটি Galaxy S24+থেকে বেশি হবে, যার শুরুর মূল্য ছিল 99,999 টাকা। এছাড়াও তিনি বলেছেন 12জিবি +512জিবি বিকল্পটির দাম 1,14,999টাকা হতে পারে।

লাইনআপের টপ মডেল স্যামসাং Galaxy S25 Ultra-র 12 জিবি+256জিবি মডেলটির দাম 1,34,999টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। যেখানে 16জিবি +512জিবি বিকল্পটি 1,44,999 টাকায় পাওয়া যেতে পারে এবং টপ-অফ-দ্য-লাইন 16জিবি+1টিবি মডেলটির দাম 1,64,999 টাকা নির্ধারণ করা হতে পারে। তুলনার জন্য বলা ভালো যে, Galaxy S24 Ultra-র

256 জিবি স্টোরেজ বিকল্পের সাথে বেস-মডেলটির দাম ছিল 1,29,999 টাকা।

এই সমস্ত ফাঁস হওয়া তথ্যগুলি ইঙ্গিত দেয় যে, কোম্পানি নতুন লাইনআপটির সমস্ত সংস্করণগুলি সামান্য বর্ধিত দামের সাথে নিয়ে আসতে চলেছে। মনে করা হচ্ছে, নতুন Snapdragon 8 Elite চিপসেটের সংযুক্তকরণ মূল কারণ যার ফলে বিগত বছরের মডেলের তুলনায় এই বছরের মডেলগুলিতে কোম্পানি দাম বাড়িয়েছে।

স্যামসাং আগামী 22সে জানুয়ারি তাদের গ্যালাক্সী আনপ্যাকড ইভেন্টটি নিশ্চিতভাবে উপস্থাপন করতে চলেছে। কোম্পানি বর্তমানে ভারতে কোম্পানির ভারতীয় ওয়েবসাইট, স্যামসাং এক্সক্লুসিভ স্টোর এবং অনলাইন ও অফলাইন খুচরো দোকানের মাধ্যমে নতুন Galaxy S-সিরিজের স্মার্টফোনগুলির রিজার্ভেশন নিতে শুরু করেছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ces_story_below_text

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Itel Zeno 20 Max মাত্র 5,799 টাকায় আইফোনের মতো ফিচার নিয়ে লঞ্চ হল
  2. Oppo Pad 5: খাতায় পেন দিয়ে লেখার মতো অভিজ্ঞতা দেবে ওপ্পোর নতুন ট্যাব, স্টুডেন্টদের জন্য গেমচেঞ্জার
  3. OnePlus Turbo 6 সিরিজ বাজার কাঁপিয়ে বিশাল 9000mAh ব্যাটারি ও 16GB র‍্যামের সাথে লঞ্চ হল
  4. 6,500mAh ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরার সঙ্গে Poco M8 Pro 5G হাজির, নেটওয়ার্ক ছাড়াই করবে কল!
  5. Oppo Reno 15 সিরিজ ভারতে 200MP ও 50MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  6. Poco M8 5G ভারতে 3D কার্ভড ডিসপ্লে ও 4K ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, প্রথম সেলে 3,000 টাকা ছাড়
  7. Oppo ও Realme বছরের শুরুতেই এক হওয়ার সিদ্ধান্ত নিল, ফোন বা সার্ভিস কি বন্ধ হয়ে যাবে?
  8. OnePlus 15T: ফের চমক ওয়ানপ্লাসের, আসছে 7,500mAh ব্যাটারি ও 165Hz ডিসপ্লের দুর্দান্ত ফোন
  9. Dubstep জলের দরে TWS ইয়ারবাডস ও ব্লুটুথ স্পিকার বাজারে আনল, দাম 500 টাকারও কম
  10. Motorola Signature স্মার্টফোন অনবদ্য ফিচার্সের সঙ্গে লঞ্চ হল, 2033 সাল পর্যন্ত Android আপডেট পাবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »