Photo Credit: CMF By Nothing
CMF Phone 2 Pro তে ২৫৬GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে।
ভারতে বিগত সোমবার CMF Phone 2 Pro-ফোনটি লঞ্চ হয়েছে। Nothing-কোম্পানির অধিনস্ত CMF এই সাব-ব্র্যান্ডটি তাদের নতুন হ্যান্ডসেটটি চারটি রঙের বিকল্পে এবং MediaTek Dimensity 7300 Pro-চিপসেট সহ নিয়ে এসেছে।হ্যান্ডসেটটি 120Hz রিফ্রেশ-রেটের সাথে একটি 6.77-ইঞ্চির AMOLED ডিসপ্লে এবং 50-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা দ্বারা সজ্জিত।এটিতে IP54-রেটিং এবং তারযুক্ত ও বিপরীত চার্জিং সমর্থিত একটি 5,000mAh-ব্যাটারী আছে।ভারতে CMF Phone 2 Pro-এর দাম এবং উপলব্ধতা,ভারতে CMF Phone 2 Pro-ফোনটির বেস 8জিবি+128জিবি RAM ও স্টোরেজ মডেলটির দাম 18,999টাকা এবং 8জিবি+256জিবি বিকল্পের দাম 20,999টাকা।হ্যান্ডসেটটি ব্ল্যাক, লাইট-গ্রিন, অরেঞ্জ এবং সাদা রঙের বিকল্পে ফ্লিপকার্ট, CMF ভারতীয় ওয়েবসাইট এবং খুচরো দোকানদারের কাছ থেকে 5-ই মে থেকে কেনা যাবে।
Axis, HDFC, ICICI এবং SBI-কার্ডের ব্যবহারকারীরা এই ফোনটি কেনার ক্ষেত্রে 1000টাকা ছাড় পাবে। এছাড়াও গ্রাহকরা পরিবর্তনের অফারের ক্ষেত্রে 1000টাকার অতিরিক্ত ছাড় পাবে যার ফলে ফোনটির দাম কমে 16,999টাকা হবে।
CMF Phone 1-ফোনটির মতো CMF Phone 2 Pro-হ্যান্ডসেটটিও বিভিন্ন অনুষাঙ্গিক সরঞ্জামের সাথে সামঞ্জ্যপূর্ণ যেমন- ইউনিভার্সাল কভার, অভ্যন্তরীণভাবে পরিবর্তনশীল লেন্স, ওয়ালেট, স্ট্যান্ড, ল্যানিয়ার্ড এবং কার্ড-হোল্ডার (আলাদাভাবে বিক্রিত)-এর সাথে আসবে।
ডুয়াল ন্যানো-সিম যুক্ত CMF Phone 2 Pro-হ্যান্ডসেটটি Android 15-ভিত্তিক NothingOS 3.2-দ্বারা চালিত। ফোনটি তিন বছরের জন্য অ্যানড্রয়েড আপডেট এবং ছয় বছরের সিকিউরিটি আপডেট পাবে। ফোনটিতে 120Hz অ্যাডাপটিভ রিফ্রেশ-রেটের সাথে একটি 6.77-ইঞ্চির full-HD+ (1080×2392-পিক্সেল) AMOLED-ডিসপ্লে আছে।এটির PWM ফ্রিকোয়েন্সি 2160Hz, পিক্সেল-ডেন্সিটি 387ppi, টাচ্-স্যাম্পলিং রেট 480Hz এবং সর্বোচ্চ-উজ্জ্বলতা লেভেল 3000নিট।ডিসপ্লেটিতে HDR10+সমর্থন এবং পান্ডা-গ্লাসের সুরক্ষা আছে।
হ্যান্ডসেটটি 8জিবি RAM সহ MediaTek Dimensity 7300 Pro-চিপসেট দ্বারা চালিত।নতুন চিপসেটটি বিগত বছরের MediaTek Dimensity 7300 SoC-দ্বারা চালিত CMF Phone 1-ফোনটির তুলনায় 10% দ্রুত CPU, 5% উন্নতমানের গ্রাফিক্স প্রদানের দাবি করেছে। ফোনটির অনবোর্ড RAM-টি RAM বুস্টার ফিচারের মাধ্যমে 16জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে, যার মধ্যে EIS, f/1.88 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেলের 1/1.57-ইঞ্চির সেন্সর, f/1.88-অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং f/2.2 অ্যাপারচার ও 119.5 ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ একটি 8-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা আছে। টেলিফোটো ক্যামেরাটি 2x-অপটিক্যাল জুম এবং 20x-ডিজিট্যাল জুম সমৃদ্ধ।ফোনটির সামনে f/2.45 অ্যাপারচার সহ একটি 16-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।এই নতুন ফোনটি উন্নত ক্যামেরা আউটপুটের জন্য Nothing-এর TrueLens Engine 3.0 প্রযুক্তি ব্যবহার করবে।
হ্যান্ডসেটটিতে 256-জিবি পর্যন্ত স্টোরেজ আছে যা 2টিবি পর্যন্ত বাড়ানো যাবে। সংযোগের ক্ষেত্রে এটিতে 5G,WiFi 6,ব্লুটুথ 5.3 এবং একটি USB Type-C-পোর্ট দেওয়া হয়েছে। ফোনটির ডিসপ্লেতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
ধূলো এবং জল প্রতিরোধের জন্য এটি IP54-রেটিং পেয়েছে। এটিতে দুটি মাইক্রোফোন আছে।এই নতুন ফোনটিতে একটি “Essential Key” ফিচার আছে, যেটি ব্যবহারকারীদের নতুন Essential Space-টির ডেটাতে তাড়াতাড়ি প্রবেশাধিকার দেয়, যেমন- স্ক্রীনশর্ট, ফোটো এবং ভয়েস নোট।
ফোনটি 33W-দ্রুত চার্জিং এবং 5W-বিপরীত তারযুক্ত চার্জিং সমর্থিত একটি 5000mAh-ব্যাটারী দ্বারা চালিত। ব্যাটারিটি একবার চার্জের বিনিময়ে 47-ঘণ্টা পর্যন্ত কলিং-টাইম এবং 22 ঘণ্টা পর্যন্ত YouTube ভিডিও চালানোর দাবি করে। ফোনটির বাক্সে একটি চার্জার অ্যাডাপ্টার দেওয়া হয়েছে। ফোনটির পরিমাপ 164×7.8×7.8মিমি এবং ওজন 185গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন