ভারত সহ বিশ্বের বাজারে লঞ্চ হতে চলেছে Nothing সাবসিডিয়ারির ফোন CMF Phone 2 Pro। আসন্ন CMF Phone 2 Pro-ফোনটি বিভিন্ন AI ভিত্তিক ফিচার নিয়ে এসেছে। ফোনটি একটি বিশেষ Essential Space নামক ফিচার নিয়ে এসেছে।
আগামী 28 এপ্রিল MediaTek চিপসেটের সাথেই CMF Phone 2 Pro লঞ্চ হতে চলেছে। সাথেই নতুন অডিও পণ্য লঞ্চ করা হবে। এটি Flipkart-এ বিক্রি করা হবে। বিগত বছরের জুলাইয়ে CMF Phone 1 লঞ্চ করা হয়েছিল