জেনে নিন কোন কোন ডিভাইসে এখন এনড্রয়েড পি বেটা পাওয়া যাবে

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 15 মে 2018 07:57 IST
হাইলাইট
  • গুগল মঙ্গলবার জানালো কোন কোন ডিভাইসে এখন এনড্রয়েড পি পাওয়া যাবে
  • ডেভেলপার প্রিভিউ 1 এর পর আর কী কী ফিচার পাওয়া যাবে তা জানানো হল
  • এনড্রয়েড পি এর নাম এখনও অজানা

বাজারে এসে গেলো গুগলের এট I/O 2018 এনড্রয়েড পি বেটা (বা এনড্রয়েড ডেভেলপার প্রিভিউ 2)। গুগল পিক্সেল ডিভাইসের পাশাপাশি এটি এইমুহূর্তে পাওয়া যাবে অন্যান্য প্রস্তুতকারকদের প্রজেক্ট ট্রেবল যুক্ত যেকোন ডিভাইসে যেমন এসেনশিয়াল পিএইচ-1, নোকিয়া 7 প্লাস, ওয়ান প্লাস 6, অপো আর15 প্রো, সোনি এক্সপিরিয়া এক্সজেড2, ভিভো এক্স21, ভিভো এক্স21 ইউডি এবং সিয়াওমী এমআই মিক্স 2এস ইত্যাদি। এর জন্য এই ডিভাইস ব্যবহারকারীদের এনড্রয়েড বেটা প্রোগ্রামে এনরোল করতে হবে এবং তারপরেই ওটিএ এর মাধ্যমে প্রায় 24 ঘন্টার মধ্যেই এই বিল্ড পেয়ে যাবে। নতুন ডেভেলপার প্রিভিউ 2 লঞ্চের পাশাপাশি, গুগল এট I/O 2018, এনড্রয়েড পি এর অন্যান্য ফিচার সম্পর্কেও বিভিন্ন তথ্য জানায়, যা মার্চে ডেভেলপার প্রিভিউ 1 লঞ্চের সময় জানানো হয়নি।

এনড্রয়েড পি বেটার একটা অন্যতম প্রধান ফিচার হল, ব্যবহারকারীদের আরও ভাল ব্যাটারি পরিষেবা দেওয়ার জন্য এতে এডাপ্টিভ ব্যাটারি পরিষেবা দেওয়া হয়েছে। ডিপমাইন্ড থেকে AI এবং অন-ডিভাইস মেশিন লার্নিং টেক ব্যবহার করে 'এক্টিভ, ফ্রিকুয়েন্ট, রেয়ার এবং ওয়ার্কিং সেট'- এই চারভাগে ব্যাটারি ইউসেজকে ভাগ করাh হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তাদের অগ্রাধিকারের ব্যবস্থা করা হয়েছে। একটা স্টেটিস্টিকসে বলা হয়েছে, এটা সিপিইউ ব্যবহারের সময় 30% ব্যাটারি ইউসেজ কমাবে।

এনড্রয়েড পি বেটা এডাপ্টিভ ব্যাটারি পরিষেবা

এনড্রয়েড পি তে এডাপ্টিভ ব্রাইটনেস অন্যতম একটা নতুন ফিচার। ব্যবহারকারীর পছন্দ, পরিস্থিতি, পরিবেশের অবস্থা ইত্যাদি অনুসারে ব্রাইটনেস লেভেল অটোমেটিকালি পরিবর্তিত হবে। আপনাকে নিজে থেকে কিছুই করতে হবে না।

এনড্রয়েড পি বেটা অ্যাপ অ্যাকশন পরিষেবা 

 

পাশাপাশি গুগল এনড্রয়েড পি বেটা ব্যবহারকারীর পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করে এপ একশন প্রেডিকশন করবে। লঞ্চার, স্মার্ট টেক্সট সিলেকশন, প্লে স্টোর, গুগল সার্চ এপ, এসিস্টেন্ট- ইত্যাদি ক্ষেত্রে এই অপশন পাওয়া যাবে।

Advertisement

গুগলের নতুন এমএল কিট

কোম্পানী এমএল কিট ও রিলিজ করেছে। ইন্টিগ্রেট স্লাইস ছাড়াও এই কিট ডেভেলপারদের ফেস ডিটেকশন, ইমেজ লেবেলিং এবং অন্যান্য সুবিধা অন ডিভাইস এপিআই ব্যবহারকারীদের দেবে। এনড্রয়েড এবং আইওএস উভয় প্লাটফর্মেই এপিআই কাজ করবে।

এন্ড্রোইড পি বিটা তে নেভিগেশন সহ অপারেটিং সিস্টেমটি আরও সরল করা হয়েছে। নেভিগেশনে একটি কুইক সেটিং ফিচার এসেছে যার দ্বারা সহজে স্ক্রিনশট নেওয়া, ভলিউম কন্ট্রোল এবং নোটিফিকেশন ম্যানেজ করা যায়।

এন্ড্রোইড পি বিটা মানুষকে ডিজিটাল ওয়েলবিং বজায় রাখতে সাহায্য করবে। এর জন্য ড্যাশবোর্ড নামে নতুন ফিচার এনেছে যেখানে কত সময় মানুষ ডিভাইস ব্যবহার করছে, কত বার ব্যবহারকারী তাদের ফোন আনলক করছে, কোন এপ কত সময় ব্যবহার করছে, কতগুলো নোটিফিকেশন আসছে ইত্যাদি সব তথ্য দেখাবে।
 

Advertisement

Android P Beta's Dashboard feature এন্ড্রোইড পি বেটা ড্যাশবোর্ড পরিষেবা

গুগলের মতে এন্ড্রোইড পি একশটি এডিশনাল ফিচার এনেছে যার দ্বারা সিকিউরিটি ও প্রাইভেসি ইমপ্রুভ হয়, সঙ্গে ডিএনএস টিএলএস, এনক্রিপ্টেড ব্যাকআপ ও আরও অনেক কিছুই সম্ভব।

Advertisement

We discussed the most important things that Google did not mention during its I/O 2018 keynote, on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Android আপডেট মিলবে 6 বছর , দুর্দান্ত ক্যামেরা ও AMOLED ডিসপ্লে সহ হাজির Samsung Galaxy A17 4G
  2. iPhone 17-কেও টেক্কা? 200 মেগাপিক্সেল ক্যামেরার Vivo X300 সিরিজের ডিজাইন প্রকাশ হল
  3. ভোররাত থেকে ক্রেতাদের ভিড়, বিক্রির প্রথম দিনেই iPhone 17 সিরিজ ঘিরে তুঙ্গে উচ্ছ্বাস
  4. 6,000mAh ব্যাটারি ও 50 মেগাপিক্সেল AI ক্যামেরা সহ Redmi 15C 5G গ্লোবালি লঞ্চ হল
  5. 200 টাকার কমে BSNL-এর নতুন প্ল্যানে 56 জিবি ডেটা ও আনলিমিটেড কথা বলার সুবিধা
  6. পোস্ট অফিসেই মিলবে সিম কার্ড ও মোবাইল রিচার্জের সুবিধা, ঘোষণা করল BSNL
  7. 5G-র যুগেও দুর্দান্ত 4G ফোন আনছে Vivo, থাকছে 6,500mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরা
  8. Redmi K90 সিরিজ বাজার কাঁপাতে আসছে, থাকবে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট, লঞ্চ কবে দেখুন
  9. Samsung-এর এই তিন ফোনে Android 16 আপডেট চলে এল, আপনি পেয়েছেন
  10. গিরগিটির স্টাইলে বদলে যাবে রং, নতুন স্মার্টফোনের নকশায় চমক আনছে iQOO
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.