Photo Credit: Twitter/ Evan Blass
ওয়ান প্লাস 6, 16ই মে তার গ্লোবাল লঞ্চের জন্য প্রস্তুত এবং 17ই মে ভারতের বাজারে আসছে। ডেব্যু এর মাত্র কয়েকদিন আগে কোম্পানি জানিয়েছে এনড্রয়েড পি বেটা এই স্মার্টফোনে ব্যবহার করা যাবে। মঙ্গলবার গুগল I/O 2018 এনড্রয়েড পি বেটা (ডেভেলপার প্রিভিউ 2) লঞ্চ করে। কোম্পানি জানিয়েছে, 16ই মে থেকেই এনড্রয়েড পি বেটা ডাউনলোড করা যাবে।
ওয়ান প্লাসের দাবী, ওয়ানপ্লাস 5 ও ওয়ানপ্লাস 5টি হল পূর্বের কিছু স্মার্টফোন যা এন্ড্রোইড ওরিও আপডেট পেয়েছে। ওয়ানপ্লাস 6 অবশ্য প্রেলোডেড এন্ড্রোইড পি বিটা সহ আসবে না, বদলে এটা প্রি-ইন্সটলড এন্ড্রোইড ওরিও সহ আসবে এবং ব্যবহারকারী এন্ড্রোইড পি বিটা ফ্লাশ করতেও পারবে।
ওয়ানপ্লাসের দাবী অনুযায়ী 135000 সদস্য দ্য ল্যাব প্রোগ্রামের মাধ্যমে ওয়ানপ্লাস 6 রিভিউ দেওয়ার জন্য সাইন আপ করেছে। ওয়ানপ্লাস 6 ক্রেতাগণ কোম্পানির নিজস্ব ওয়েবপেজও দেখতে পারে।
এন্ড্রোইড পি তে আছে মাল্টি ক্যামেরা সাপোর্ট, ইমপ্রুভড নোটিফিকেশন প্যানেল, ডিজাইন চেঞ্জস, নতুন সিকিউরিটি ফিচার্স ও আরও অনেক কিছু। ফাইনাল এপিআই সহ এর পরের ডেভেলপার প্রিভিউ 3 আশা করা যায় জুন মাসে ঘোষণা করা হবে এবং ফাইনাল রিলিজ হতে পারে এই বছরের তৃতীয়ার্ধে।
কোম্পানির থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওয়ানপ্লাস 6 নিয়ে আসবে 19:9 ডিসপ্লে। এছাড়া থাকছে কোয়ালকম স্নাপড্রাগণ 845 এসওসি, 8 জিবি র্যাম, 256 জিবি ইনবিল্ট স্টোরেজ ইত্যাদি। শোনা যাচ্ছে এই স্মার্টফোনে ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা, রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ওয়ারলেস চারজিং সাপোর্টও থাকবে।
ওয়ানপ্লাস 6 নিয়ে আসতে পারে লেটেস্ট এন্ড্রোইড ভার্শনের অক্সিজেন ওএস। ব্যাটারি ক্যাপাসিটি এখনো ঘোষণা করা হয়নি তবুও আশা করা যায় এতে নিজস্ব দ্যাশ চার্জ ফিচার থাকবে এবং গ্লাস ব্যাক থাকবে মানে এটি অবশ্যই ওয়ারলেস চারজিং সাপোর্ট করবে।
We discussed Android P, Google Assistant, Google Photos, and also the most important things that Google did not mention during its I/O 2018 keynote, on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন