Photo Credit: Cisco Talos
অ্যানড্রয়েড হ্যাক করতে নতুন ফন্দি এঁটেছেন হ্যাকাররা। হ্যাকাররা Android ডিভাইসে 'Google Play Marketplace' মানে একটি ম্যালওয়্যার নিয়ে এসেছে। যা দেখতে হুবহু Google Play storeএর মত। এমনকি Google Play store এর আইকন নকল করে তৈরী হয়েছে 'Google Play Marketplace' এর আইকন। নতুন এই ম্যালওয়্যার ব্যবহার করে আপনাক Android ডিভাইস হ্যাক করার পরিকল্পনা করেছেন হ্যাকাররা।
খুব বিপদজক এই ম্যালওয়্যারের থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এর ফলে আপনার ফোন থেক্লে হওয়া যে কোন ব্যাঙ্কিং ট্রানজাকশানের সব বিবরন সহজের হ্যাকারের হাতে পৌঁছে যাবে। ভবিষ্যতে এই ট্রোজান ডিভাইসে আরও ক্ষতি ডেকে আনতে পারে।
এক ব্লগ পোস্টে জানানো হয়েছে এই ট্রোজান ক্রমশ ক্ষতিকারক হয়ে ওঠার ক্ষমতা রাখে । ভবিষ্যতে নতুন .NET কোডের মাধ্যমে এই ট্রোজান আরও বিশাল আকার ধারন করতে পারে। অর্থাৎ এই ট্রোজান কোন ভাবে আপডেট না করেই নিজে থেকে এই ট্রোজানের ভিতরে নতুন কোড ঢুকিয়ে একে আরও শক্তিশালী করে তুলতে পারেন হ্যাকাররা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন