Play Store থেকে 13 টি জনপ্রিয় অ্যাপ নিষিদ্ধ করল Google
সুরক্ষা বিশেষজ্ঞ লুকাস স্টেফাঙ্কো টুইটারে এই 13 টি অ্যাপের তালিকা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন মোট 5,60,000 বার ডাউনলোড হয়েছে এই অ্যাপগুলি। এই সবকটি অ্যাপ লুইজ পিন্টো নামে এক ডেভেলপার পোস্ট করেছেন। এগুলি প্রধানত গেম।