CamScanner অ্যাপ এর মধ্যে পেড সার্ভিস সাবস্ক্রিপশনের বিজ্ঞাপন দেখা গিয়েছে।
CamScanner অ্যাপ থেকে ডকুমেন্ট স্ক্যান করা যায়
যে সব অ্যাপ এর মধ্যে ম্যালওয়্যার বা অন্যান্য ক্ষতিকর কোডিং থাকে সেই সব অ্যাপ Play Store থেকে সরিয়ে দেয় Google। কিন্তু Google এর তৎপরতা সত্তেও Android ফোনে কিছু অ্যাপ এর মধ্যে ম্যালওয়্যার দেখা যায়। এবার জিনপ্রিয় CamScanner অ্যাপ এর মধ্যে ম্যালওয়্যার ধরা পরেছে। যে কোন ডকুমেন্ট স্মার্টফোনের মাধ্যমে স্ক্যান করতে এই অ্যাপ ব্যবহার হয়। সম্প্রতি CamScanner অ্যাপ এর মধ্যে পেড সার্ভিস সাবস্ক্রিপশনের বিজ্ঞাপন দেখা গিয়েছে।
Kaspersky জানিয়েছে, CamScanner এর লেটেস্ট ভার্সানে ম্যালওয়্যার রয়েছে। "Trojan-Dropper.AndroidOS.Necro.n” নামের একটি ক্ষতিকর ট্রোজান সহ আপডেট পাঠিয়েছে এই স্ক্যানিং অ্যাপ।
নিজের ফোনে CamScanner অ্যাপ থাকলে সুরক্ষা জন্য এখনই এই অ্যাপ আন ইনস্টল করা উচিত। বিশেষ করে ফোন থেকে অনলাইন লেনদেন করলে ক্ষতির এখনই সতর্ক হওয়া উচিত। Google Play Stote থেকে 10 কটী বারের বেশি ডাউনলোড হয়েছে CamScanner। অনেকেই Play Store রিভিউ বিভাগে CamScanner অ্যাপ এর মধ্যে এই ম্যালওয়্যার থাকার ককথা জানিয়েছেন।
তবে স্মার্টফোন ব্যবহার করে নিয়মিত স্ক্যান করতে চাইলে CamScanner ছাড়াও অন্য কয়েকটি অ্যাপ ব্যবহার করে দেখতে পারেন। এই কাজে ব্যবহার করে দেখতে পারেন Adobe Scan। Google Play Store থেকে Adobe Scan অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন। CamScanner এর মতোই এই অ্যাপ ব্যবহার করে স্মার্টফোন ক্যামেরা থেকে বিভিন্ন ডকুমেন্ট স্ক্যান করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
OnePlus Turbo 6, Turbo 6V Launched With 9,000mAh Battery, Snapdragon Chipsets: Price, Specifications
ChatGPT vs Gemini Traffic Trend in 2025 Shows Why OpenAI Raised Code Red