অনলাইনের মাধ্যমে ফাঁস হয়ে গেলো HMD Orka হ্যান্ডসেটটির রঙের বিকল্প সহ মূল বৈশিষ্ট্য

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 23 ডিসেম্বর 2024 12:58 IST
হাইলাইট
  • HMD Orka-হ্যান্ডসেটটি একটি আয়তকার রিয়ার ক্যামেরা মডিউলের সাথে আসতে পা
  • হ্যান্ডসেটটি সম্ভবত কোয়ালকমের একটি Snapdragon 5G চিপসেট নিয়ে আসবে
  • আলোচিত হ্যান্ডসেটটি সম্ভবত একটি 6.78ইঞ্চির 120Hz full-HD+ IPS LCD স্ক্র

ফাঁস হয়ে গিয়েছে HMD Orka হ্যান্ডসেটটির বিভিন্ন রেন্ডার, জানা গেলো ফোনটির আনুমানিক ডিজাইন

Photo Credit: HMD

ফিনল্যান্ড OEM দ্বারা নির্মিত HMD Orka পরবর্তী স্মার্টফোন হিসেবে লঞ্চ করা হতে পারে। যদিও এখনই হ্যাণ্ডসেটটির কোনো নাম নিশ্চিত করা হয়নি, তবুও এটির ডিজাইনগুলি অনলাইনের মধ্যে ফাঁস হয়ে গিয়েছে, যেখানে এটির আনুমানিক রঙের বিকল্পগুলি দেখা যাচ্ছে।
এর পাশাপাশি হ্যান্ডসেটটির কিছু মূল বৈশিষ্ট্যও বলা হয়েছে। সম্প্রতি একটি ফাঁস হওয়া তথ্যে আলোচিত HMD Sage স্মার্টফোনটির ডিজাইন, রঙের বিকল্প এবং আনুমানিক স্পেসিফিকেশনগুলিও দেখা গিয়েছে। উল্লেখযোগ্যভাবে ভারতে কোম্পানির নতুন হ্যান্ডসেট হিসেবে HMD Fusion লঞ্চ হয়েছে, যেটির মধ্যে ‘Smart Outfits' নামক পরিবর্তনশীল কভার আছে।

HMD Orka-র আনুমানিক ডিজাইন এবং রঙের বিকল্প:

HMD_MEME's (@smashx_60) ব্যবহারকারী একটি X পোস্টের মাধ্যমে আলোচিত HMD Orka-র ডিজাইন রেন্ডারগুলি শেয়ার করেছে। তবে এটির নাম সম্পর্কে এখনো কিছু পরিষ্কার নয়, যে এটি আদেও ‘Orka' হবে, নাকি অন্য কোনো অভ্যন্তরীণ কোড নাম দেওয়া হবে।
পোস্ট থেকে অনুমান করা যাচ্ছে, সম্ভবত ফোনটি নীল, সবুজ এবং বেগুনি রঙের বিকল্পের সাথে উপস্থিত হবে।

হ্যান্ডসেটটির পিছনের প্যানেলের উপরের বাম দিকের কোণে একটি আয়তকার ক্যামেরা মডিউল আছে। মডিউলটিতে একটি ক্যামেরা সেন্সর, একটি LED ফ্ল্যাশ ইউনিট আছে এবং ‘108MP AI Camera'-লেখা আছে।

HMD Orka ফোনটিতে সরু কাঠামো এবং সামান্য মোটা নিম্নাংশ যুক্ত ফ্ল্যাট স্ক্রিন দেখা যাচ্ছে। ডিসপ্লের উপরের মধ্যের অংশে পাঞ্চ হোল গর্তের মধ্যে ফ্রন্ট ক্যামেরাটি দেওয়া হয়েছে। ফোনটির পাওয়ার বোতাম এবং ভলিউম নিয়ন্ত্রণকারী বোতামগুলি ডান পাশের অংশে দেওয়া আছে।

HMD Orka-এর আনুমানিক স্পেসিফিকেশন:

HMD Orka-হ্যান্ডসেটটি 120Hz রিফ্রেশ রেটের সাথে একটি 6.78 ইঞ্চির Full-HD+ IPS LCD স্ক্রিন দ্বারা সজ্জিত হয়ে আছে। এই ফাঁস হওয়া তথ্যে আরো বলা হয়েছে যে, হ্যান্ডসেটটি কোয়ালকমের একটি Snapdragon 5g চিপসেট দ্বারা চালিত হবে কিন্তু সঠিক কোনো SoC ব্যবহার হতে চলেছে তা এখনো প্রকাশ করা হয়নি। ফোনটিতে 8জিবি RAM থাকতে পারে।

ক্যামেরার ক্ষেত্রে ফোনটি AI সমৃদ্ধ একটি 108 মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা পেতে পারে। বলা হচ্ছে যে, সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটির সামনের অংশে একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। সম্ভবত এটি 33W-এর তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থন করবে। আশা করা যাচ্ছে আগামী কিছু সপ্তাহের মধ্যে ফোনটির আরো বিশদ বিবরণ সম্পর্কে আমরা জানতে পারবো।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে।
...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ChatGPT Go এখন 1 বছরের জন্য ফ্রি! OpenAI-এর ঘোষণায় ইন্টারনেট তোলপাড়
  2. iQOO 15 নতুন অপারেটিং সিস্টেম সহ ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে 7,000mAh ব্যাটারি ও 100x জুম ক্যামেরা
  3. 200MP পেরিস্কোপ এবং 50MP প্রাইমারি ক্যামেরার সঙ্গে Xiaomi 17 Ultra আসছে বাজার তোলপাড় করতে
  4. OnePlus Ace 6: কম দামে 7,800mAh ব্যাটারি ও 165Hz স্ক্রিনের দুর্ধর্ষ গেমিং ফোন আনল ওয়ানপ্লাস
  5. OnePlus 15 বাজার কাঁপিয়ে লঞ্চ হল, নতুন ক্যামেরা, 120W ফাস্ট চার্জিং, 7,300mAh ব্যাটারি রয়েছে
  6. iQOO ভারতে লঞ্চ হবে এই তারিখে, 100x ক্যামেরা জুম সহ থাকবে গেমিং প্রসেসর
  7. Nothing Phone 3a Lite অক্টোবর 29 লঞ্চ হচ্ছে, নজর কাড়বে LED আলোর ডিজাইন!
  8. Lava Shark 2 4G বাজারে এল মাত্র 6,999 টাকায়, রয়েছে 50 মেগাপিক্সেল AI ক্যামেরা
  9. Instagram আনল নতুন ফিচার, আপনার দেখা সমস্ত রিলস খুঁজে পাবেন এক ক্লিকে
  10. HMD Fusion 2 ফিরিয়ে আনছে মডিউলার ফোনের যুগ, 108MP ক্যামেরায় তুলবে সেরা ছবি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.