অনলাইনের মাধ্যমে ফাঁস হয়ে গেলো HMD Orka হ্যান্ডসেটটির রঙের বিকল্প সহ মূল বৈশিষ্ট্য

তিনটি অসাধারণ রঙের বিকল্পের সাথে আসতে পারে একদম নতুন-HMD Orka

অনলাইনের মাধ্যমে ফাঁস হয়ে গেলো HMD Orka হ্যান্ডসেটটির রঙের বিকল্প সহ মূল বৈশিষ্ট্য

Photo Credit: HMD

ফাঁস হয়ে গিয়েছে HMD Orka হ্যান্ডসেটটির বিভিন্ন রেন্ডার, জানা গেলো ফোনটির আনুমানিক ডিজাইন

হাইলাইট
  • HMD Orka-হ্যান্ডসেটটি একটি আয়তকার রিয়ার ক্যামেরা মডিউলের সাথে আসতে পা
  • হ্যান্ডসেটটি সম্ভবত কোয়ালকমের একটি Snapdragon 5G চিপসেট নিয়ে আসবে
  • আলোচিত হ্যান্ডসেটটি সম্ভবত একটি 6.78ইঞ্চির 120Hz full-HD+ IPS LCD স্ক্র
বিজ্ঞাপন

ফিনল্যান্ড OEM দ্বারা নির্মিত HMD Orka পরবর্তী স্মার্টফোন হিসেবে লঞ্চ করা হতে পারে। যদিও এখনই হ্যাণ্ডসেটটির কোনো নাম নিশ্চিত করা হয়নি, তবুও এটির ডিজাইনগুলি অনলাইনের মধ্যে ফাঁস হয়ে গিয়েছে, যেখানে এটির আনুমানিক রঙের বিকল্পগুলি দেখা যাচ্ছে।
এর পাশাপাশি হ্যান্ডসেটটির কিছু মূল বৈশিষ্ট্যও বলা হয়েছে। সম্প্রতি একটি ফাঁস হওয়া তথ্যে আলোচিত HMD Sage স্মার্টফোনটির ডিজাইন, রঙের বিকল্প এবং আনুমানিক স্পেসিফিকেশনগুলিও দেখা গিয়েছে। উল্লেখযোগ্যভাবে ভারতে কোম্পানির নতুন হ্যান্ডসেট হিসেবে HMD Fusion লঞ্চ হয়েছে, যেটির মধ্যে ‘Smart Outfits' নামক পরিবর্তনশীল কভার আছে।

HMD Orka-র আনুমানিক ডিজাইন এবং রঙের বিকল্প:

HMD_MEME's (@smashx_60) ব্যবহারকারী একটি X পোস্টের মাধ্যমে আলোচিত HMD Orka-র ডিজাইন রেন্ডারগুলি শেয়ার করেছে। তবে এটির নাম সম্পর্কে এখনো কিছু পরিষ্কার নয়, যে এটি আদেও ‘Orka' হবে, নাকি অন্য কোনো অভ্যন্তরীণ কোড নাম দেওয়া হবে।
পোস্ট থেকে অনুমান করা যাচ্ছে, সম্ভবত ফোনটি নীল, সবুজ এবং বেগুনি রঙের বিকল্পের সাথে উপস্থিত হবে।

হ্যান্ডসেটটির পিছনের প্যানেলের উপরের বাম দিকের কোণে একটি আয়তকার ক্যামেরা মডিউল আছে। মডিউলটিতে একটি ক্যামেরা সেন্সর, একটি LED ফ্ল্যাশ ইউনিট আছে এবং ‘108MP AI Camera'-লেখা আছে।

HMD Orka ফোনটিতে সরু কাঠামো এবং সামান্য মোটা নিম্নাংশ যুক্ত ফ্ল্যাট স্ক্রিন দেখা যাচ্ছে। ডিসপ্লের উপরের মধ্যের অংশে পাঞ্চ হোল গর্তের মধ্যে ফ্রন্ট ক্যামেরাটি দেওয়া হয়েছে। ফোনটির পাওয়ার বোতাম এবং ভলিউম নিয়ন্ত্রণকারী বোতামগুলি ডান পাশের অংশে দেওয়া আছে।

HMD Orka-এর আনুমানিক স্পেসিফিকেশন:

HMD Orka-হ্যান্ডসেটটি 120Hz রিফ্রেশ রেটের সাথে একটি 6.78 ইঞ্চির Full-HD+ IPS LCD স্ক্রিন দ্বারা সজ্জিত হয়ে আছে। এই ফাঁস হওয়া তথ্যে আরো বলা হয়েছে যে, হ্যান্ডসেটটি কোয়ালকমের একটি Snapdragon 5g চিপসেট দ্বারা চালিত হবে কিন্তু সঠিক কোনো SoC ব্যবহার হতে চলেছে তা এখনো প্রকাশ করা হয়নি। ফোনটিতে 8জিবি RAM থাকতে পারে।

ক্যামেরার ক্ষেত্রে ফোনটি AI সমৃদ্ধ একটি 108 মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা পেতে পারে। বলা হচ্ছে যে, সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটির সামনের অংশে একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। সম্ভবত এটি 33W-এর তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থন করবে। আশা করা যাচ্ছে আগামী কিছু সপ্তাহের মধ্যে ফোনটির আরো বিশদ বিবরণ সম্পর্কে আমরা জানতে পারবো।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. রিয়েলমির সর্বশ্রেষ্ঠ স্মার্টফোন Realme GT 8 সিরিজ এন্ট্রি নিচ্ছে, তাক লাগাবে 200 মেগাপিক্সেল ক্যামেরা
  2. নতুন Android ভার্সন ও 16 জিবি র‍্যাম সহ আসছে OnePlus 15, লঞ্চ কবে জেনে নিন
  3. Realme 15T ব্যাটারি ও ক্যামেরায় চমক নিয়ে ভারতে লঞ্চ হচ্ছে, দেখলে মনে হবে আইফোন!
  4. Tecno বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন ভারতে আনছে, বাংলা ভাষায় AI থাকবে
  5. Vivo আনছে 200 মেগাপিক্সেল ক্যামেরার অনবদ্য ফোন, লঞ্চ হতে পারে অক্টোবরে
  6. Oppo Find X9 স্মার্টফোনের সংজ্ঞা পাল্টে দেবে, ক্যামেরা, ব্যাটারি, প্রসেসরে বড় চমক
  7. জিও-এয়ারেটেলের ঘুম কেড়ে প্ল্যানের দাম কমাল BSNL, নতুন গ্রাহকদের এক মাস ফ্রি
  8. 3,000 টাকা ছাড়ে দুর্দান্ত Vivo ফোনের সেল শুরু, রয়েছে 6,500mAh ব্যাটারি ও অনবদ্য ক্যামেরা
  9. Jio Frames: চশমাতেই ক্যামেরা, ফোন ও স্পিকার, জিওর জাদুতে স্মার্টফোন অতীত!
  10. Samsung বড় চমক নিয়ে হাজির, 12,000 টাকা ছাড় 200 মেগাপিক্সেল ক্যামেরার এই স্মার্টফোনে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »