তিনটি অসাধারণ রঙের বিকল্পের সাথে আসতে পারে একদম নতুন-HMD Orka
Photo Credit: HMD
ফাঁস হয়ে গিয়েছে HMD Orka হ্যান্ডসেটটির বিভিন্ন রেন্ডার, জানা গেলো ফোনটির আনুমানিক ডিজাইন
ফিনল্যান্ড OEM দ্বারা নির্মিত HMD Orka পরবর্তী স্মার্টফোন হিসেবে লঞ্চ করা হতে পারে। যদিও এখনই হ্যাণ্ডসেটটির কোনো নাম নিশ্চিত করা হয়নি, তবুও এটির ডিজাইনগুলি অনলাইনের মধ্যে ফাঁস হয়ে গিয়েছে, যেখানে এটির আনুমানিক রঙের বিকল্পগুলি দেখা যাচ্ছে।
এর পাশাপাশি হ্যান্ডসেটটির কিছু মূল বৈশিষ্ট্যও বলা হয়েছে। সম্প্রতি একটি ফাঁস হওয়া তথ্যে আলোচিত HMD Sage স্মার্টফোনটির ডিজাইন, রঙের বিকল্প এবং আনুমানিক স্পেসিফিকেশনগুলিও দেখা গিয়েছে। উল্লেখযোগ্যভাবে ভারতে কোম্পানির নতুন হ্যান্ডসেট হিসেবে HMD Fusion লঞ্চ হয়েছে, যেটির মধ্যে ‘Smart Outfits' নামক পরিবর্তনশীল কভার আছে।
HMD_MEME's (@smashx_60) ব্যবহারকারী একটি X পোস্টের মাধ্যমে আলোচিত HMD Orka-র ডিজাইন রেন্ডারগুলি শেয়ার করেছে। তবে এটির নাম সম্পর্কে এখনো কিছু পরিষ্কার নয়, যে এটি আদেও ‘Orka' হবে, নাকি অন্য কোনো অভ্যন্তরীণ কোড নাম দেওয়া হবে।
পোস্ট থেকে অনুমান করা যাচ্ছে, সম্ভবত ফোনটি নীল, সবুজ এবং বেগুনি রঙের বিকল্পের সাথে উপস্থিত হবে।
হ্যান্ডসেটটির পিছনের প্যানেলের উপরের বাম দিকের কোণে একটি আয়তকার ক্যামেরা মডিউল আছে। মডিউলটিতে একটি ক্যামেরা সেন্সর, একটি LED ফ্ল্যাশ ইউনিট আছে এবং ‘108MP AI Camera'-লেখা আছে।
HMD Orka ফোনটিতে সরু কাঠামো এবং সামান্য মোটা নিম্নাংশ যুক্ত ফ্ল্যাট স্ক্রিন দেখা যাচ্ছে। ডিসপ্লের উপরের মধ্যের অংশে পাঞ্চ হোল গর্তের মধ্যে ফ্রন্ট ক্যামেরাটি দেওয়া হয়েছে। ফোনটির পাওয়ার বোতাম এবং ভলিউম নিয়ন্ত্রণকারী বোতামগুলি ডান পাশের অংশে দেওয়া আছে।
HMD Orka-হ্যান্ডসেটটি 120Hz রিফ্রেশ রেটের সাথে একটি 6.78 ইঞ্চির Full-HD+ IPS LCD স্ক্রিন দ্বারা সজ্জিত হয়ে আছে। এই ফাঁস হওয়া তথ্যে আরো বলা হয়েছে যে, হ্যান্ডসেটটি কোয়ালকমের একটি Snapdragon 5g চিপসেট দ্বারা চালিত হবে কিন্তু সঠিক কোনো SoC ব্যবহার হতে চলেছে তা এখনো প্রকাশ করা হয়নি। ফোনটিতে 8জিবি RAM থাকতে পারে।
ক্যামেরার ক্ষেত্রে ফোনটি AI সমৃদ্ধ একটি 108 মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা পেতে পারে। বলা হচ্ছে যে, সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটির সামনের অংশে একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। সম্ভবত এটি 33W-এর তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থন করবে। আশা করা যাচ্ছে আগামী কিছু সপ্তাহের মধ্যে ফোনটির আরো বিশদ বিবরণ সম্পর্কে আমরা জানতে পারবো।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Infinix Teases New Smartphone Co-Designed With Pininfarina, Launch Set for Next Month
Cyberpunk 2077 Sells 35 Million Copies, CD Project Red Shares Update on Cyberpunk 2 Development