Honor কোম্পানী লঞ্চ করবে তাদের নতুন ডিজাইনের Foldable ফোন - Honor Magic V3।

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 21 অগাস্ট 2024 11:21 IST
হাইলাইট
  • চীনে বিগত জুলাই মাসে Honor Magic V3 ফোনটি লঞ্চ করা হয়েছিল।
  • খুব শীঘ্রই বিশ্ব বাজারে ফোনটি লঞ্চ হতে পারে।
  • Honor Magic V3 হ্যান্ডসেটটি 5,150mAh ব্যাটারি দিয়ে চালিত।

খুব শীঘ্রই ভারত তথা বিশ্ব বাজারে Honor কোম্পানী লঞ্চ করবে, তাদের নতুন ডিজাইনের Foldable ফোন Honor Magic V3। বিগত জুলাই মাসে হ্যান্ডসেটটি চীনের মার্কেটে লঞ্চ করা হয়েছিল। ফোনটি বেঞ্চমার্কিং ওয়েবসাইটে প্রকাশিত করার পর, এটি তার ব্যবহৃত পারফরম্যান্স সম্পর্কে একটি সাধারণ ধারণা দিয়েছ। সেটি থেকে অনুমান করা যাচ্ছে যে,Honor Magic V3 এর নিমার্তারা চীনে যে Honor ফোনটি লঞ্চ করেছিল সেটির মত,এটিও একই  বৈশিষ্ট্য সম্পন্ন হতে পারে।   My smart price দ্বারা প্রস্তাবিত একটি তথ্যে জানা গিয়েছে যে, “FCP -N49”এই মডেল নম্বরটি 

গীকবেঞ্চের ডিভাইসের তালিকাতে দেখা গেছে। বর্ণিত ডিভাইসটিতে একটি অক্টাকোর প্রসেসর থাকবে।এটি সিঙ্গেল কোর পরীক্ষায় 1,914 এবং মাল্টিকোর   পরীক্ষায় 5,354 পয়েন্ট পেয়েছে।সেই তালিকা অনুযায়ী এটির সর্বোচ্চ ক্লক স্পিড 3.30GHz। 

হ্যান্ডসেটটিতে কোয়ালকম Adreno 750 GPU অন্তর্ভুক্ত করা থাকবে বলে দেখা গিয়েছে।এটি Snapdragon 8 Gen 3 চিপসেট প্রসেসর দ্বারা সজ্জিত। বর্তমানে এটি একটি উন্নতমানের আধুনিক প্রসেসর। এছাড়াও স্মার্টফোনটির মাধ্যমে 12GB RAM এর সুবিধা পাওয়া যাবে। 

যদিও FCP -N49 মডেল নাম্বারটির সাথে, গীকবেঞ্চ তাদের তালিকায় হ্যান্ডসেটটির কোনো নাম প্রকাশ করেনি, কিন্তু রিপোর্ট বলছে যে,এই একই মডেল নম্বর টেলিকমিউনিকেশন এবং ডিজিটাল গভর্নমেন্ট রেগুলেটরি অথরিটি (TDRA) এর তালিকা তে Honor Magic V3 এর জন্য পাওয়া গেছে। Magic V3 এর, যে ভার্সনটি সদ্য চীনে লঞ্চ করা হয়েছে, সেটির মডেল নম্বর FCP -AN10। 

Honor Magic V3 এর বৈশিষ্ট্য:  

রিপোর্ট অনুযায়ী Honor Magic V3 Foldable ফোনটি Snapdragon 8Gen 3 চিপসেট প্রসেসর দ্বারা চালিত। ফোনটিতে Android 14-ভিত্তিক MagicOS 8.0.1 সফ্টওয়্যারটি বর্তমান।  

ডিসপ্লে:হ্যান্ডসেটটিতে প্রধান একটি 7.92-ইঞ্চি LTPO OLED স্ক্রীনের সমন্বয়ে, অপর একটি 6.43-ইঞ্চি LTPO OLED কভার ডিসপ্লে রয়েছে।ডিসপ্লে দুটোই স্টাইলাস সমৃদ্ধ। 

স্টোরেজ:স্মার্টফোনটিতে 16GB RAM এবং 512GB স্টোরেজ ইন বিল্ড করা হয়েছে। 

ক্যামেরা:স্মার্টফোনটিতে অসাধারন কোয়ালিটি যুক্ত 

Advertisement

ট্রিপল ক্যামেরা ইউনিট আছে।যার মধ্যে একটি 50-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, একটি 50-মেগাপিক্সেল যুক্ত টেলিফোটো ক্যামেরা এবং সর্বশেষ একটি 40-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ইউনিট আছে। এছাড়াও 

সেলফির তোলার জন্য ফোনটির ভিতরে একটি 40 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে।  

ব্যাটারী: সর্বোপরি Honor Magic V3 Foldable ফোনটি ফার্স্ট চার্জিং ব্যাবস্থা সমর্থন করে।এটিতে 66W- এর চার্জিং ব্যাবস্থা আছে। এটি 5,150 mAh এর ব্যাটারী দ্বারা চালিত। 

Advertisement

সূত্র অনুযায়ী ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য Honor Magic V3 ফোনটিতে IPX8 রেটিং অন্তর্ভুক্ত করা থাকবে। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Leica-র দুর্ধর্ষ ক্যামেরায় বাজিমাত করবে Xiaomi 15T, কেমন ফিচার্স থাকবে দেখুন
  2. 6,000mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও 120Hz ডিসপ্লের নতুন 5G স্মার্টফোন আনল Redmi
  3. ChatGPT ব্যবহার করতে লাগবে বয়সের প্রমাণপত্র, কড়া নিয়ম চালু করছে OpenAI
  4. Moto G36 সস্তায় 7,000mAh ব্যাটারি ও 32MP ফ্রন্ট ক্যামেরা সহ বাজারে আসছে
  5. এই প্রথম ট্যাবে 7 বছর Android আপগ্রেড মিলবে, বড় চমক নিয়ে আসছে Samsung Galaxy Tab A11 সিরিজ
  6. সমস্ত সমালোচনা তুড়ি মেরে উড়িয়ে দিল iPhone 17 Pro Max, তিন দিনে স্টক শেষ
  7. Flipkart সেলে 8,799 টাকায় মিলবে দুর্দান্ত Poco 5G স্মার্টফোন, দেখে নিন সব অফার
  8. 6,500mAh ব্যাটারি, IP69 রেটিং সহ দেশে আসছে Vivo V60e 5G, লঞ্চের আগেই দাম ফাঁস হল
  9. iPhone 17 Pro Max-এর মতো ফিচার নিয়ে লঞ্চ হবে iQOO 15, চমক ব্যাটারি, প্রসেসরেও
  10. অ্যাপলকে সরাসরি চ্যালেঞ্জ! iPhone 17 সিরিজকে টেক্কা দিতে আসছে Xiaomi 17, 17 Pro ও 17 Pro Max
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.