Honor কোম্পানী লঞ্চ করবে তাদের নতুন ডিজাইনের Foldable ফোন - Honor Magic V3।

বিশেষ উদ্যোগ নিয়ে প্রস্তুত করা হচ্ছে আরও একটি উন্নতমানের আধুনিক প্রযুক্তিযুক্ত নতুন স্মার্টফোন।

Honor কোম্পানী লঞ্চ করবে তাদের নতুন ডিজাইনের Foldable ফোন - Honor Magic V3।
হাইলাইট
  • চীনে বিগত জুলাই মাসে Honor Magic V3 ফোনটি লঞ্চ করা হয়েছিল।
  • খুব শীঘ্রই বিশ্ব বাজারে ফোনটি লঞ্চ হতে পারে।
  • Honor Magic V3 হ্যান্ডসেটটি 5,150mAh ব্যাটারি দিয়ে চালিত।
বিজ্ঞাপন

খুব শীঘ্রই ভারত তথা বিশ্ব বাজারে Honor কোম্পানী লঞ্চ করবে, তাদের নতুন ডিজাইনের Foldable ফোন Honor Magic V3। বিগত জুলাই মাসে হ্যান্ডসেটটি চীনের মার্কেটে লঞ্চ করা হয়েছিল। ফোনটি বেঞ্চমার্কিং ওয়েবসাইটে প্রকাশিত করার পর, এটি তার ব্যবহৃত পারফরম্যান্স সম্পর্কে একটি সাধারণ ধারণা দিয়েছ। সেটি থেকে অনুমান করা যাচ্ছে যে,Honor Magic V3 এর নিমার্তারা চীনে যে Honor ফোনটি লঞ্চ করেছিল সেটির মত,এটিও একই  বৈশিষ্ট্য সম্পন্ন হতে পারে।   My smart price দ্বারা প্রস্তাবিত একটি তথ্যে জানা গিয়েছে যে, “FCP -N49”এই মডেল নম্বরটি 

গীকবেঞ্চের ডিভাইসের তালিকাতে দেখা গেছে। বর্ণিত ডিভাইসটিতে একটি অক্টাকোর প্রসেসর থাকবে।এটি সিঙ্গেল কোর পরীক্ষায় 1,914 এবং মাল্টিকোর   পরীক্ষায় 5,354 পয়েন্ট পেয়েছে।সেই তালিকা অনুযায়ী এটির সর্বোচ্চ ক্লক স্পিড 3.30GHz। 

হ্যান্ডসেটটিতে কোয়ালকম Adreno 750 GPU অন্তর্ভুক্ত করা থাকবে বলে দেখা গিয়েছে।এটি Snapdragon 8 Gen 3 চিপসেট প্রসেসর দ্বারা সজ্জিত। বর্তমানে এটি একটি উন্নতমানের আধুনিক প্রসেসর। এছাড়াও স্মার্টফোনটির মাধ্যমে 12GB RAM এর সুবিধা পাওয়া যাবে। 

যদিও FCP -N49 মডেল নাম্বারটির সাথে, গীকবেঞ্চ তাদের তালিকায় হ্যান্ডসেটটির কোনো নাম প্রকাশ করেনি, কিন্তু রিপোর্ট বলছে যে,এই একই মডেল নম্বর টেলিকমিউনিকেশন এবং ডিজিটাল গভর্নমেন্ট রেগুলেটরি অথরিটি (TDRA) এর তালিকা তে Honor Magic V3 এর জন্য পাওয়া গেছে। Magic V3 এর, যে ভার্সনটি সদ্য চীনে লঞ্চ করা হয়েছে, সেটির মডেল নম্বর FCP -AN10। 

Honor Magic V3 এর বৈশিষ্ট্য:  

রিপোর্ট অনুযায়ী Honor Magic V3 Foldable ফোনটি Snapdragon 8Gen 3 চিপসেট প্রসেসর দ্বারা চালিত। ফোনটিতে Android 14-ভিত্তিক MagicOS 8.0.1 সফ্টওয়্যারটি বর্তমান।  

ডিসপ্লে:হ্যান্ডসেটটিতে প্রধান একটি 7.92-ইঞ্চি LTPO OLED স্ক্রীনের সমন্বয়ে, অপর একটি 6.43-ইঞ্চি LTPO OLED কভার ডিসপ্লে রয়েছে।ডিসপ্লে দুটোই স্টাইলাস সমৃদ্ধ। 

স্টোরেজ:স্মার্টফোনটিতে 16GB RAM এবং 512GB স্টোরেজ ইন বিল্ড করা হয়েছে। 

ক্যামেরা:স্মার্টফোনটিতে অসাধারন কোয়ালিটি যুক্ত 

ট্রিপল ক্যামেরা ইউনিট আছে।যার মধ্যে একটি 50-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, একটি 50-মেগাপিক্সেল যুক্ত টেলিফোটো ক্যামেরা এবং সর্বশেষ একটি 40-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ইউনিট আছে। এছাড়াও 

সেলফির তোলার জন্য ফোনটির ভিতরে একটি 40 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে।  

ব্যাটারী: সর্বোপরি Honor Magic V3 Foldable ফোনটি ফার্স্ট চার্জিং ব্যাবস্থা সমর্থন করে।এটিতে 66W- এর চার্জিং ব্যাবস্থা আছে। এটি 5,150 mAh এর ব্যাটারী দ্বারা চালিত। 

সূত্র অনুযায়ী ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য Honor Magic V3 ফোনটিতে IPX8 রেটিং অন্তর্ভুক্ত করা থাকবে। 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ces_story_below_text

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vivo X200T অসাধারণ ফিচার্সের সাথে আসছে, লঞ্চের আগেই দাম এবং সমস্ত স্পেসিফিকেশন ফাঁস
  2. Tecno Spark Go 3 ভারতে মাত্র 8,999 টাকায় হাজির, সিম ছাড়াই কথা বলা যাবে ফোনে!
  3. 369 টাকায় 84 দিনের ভ্যালিডিটি, 42GB ডেটা ও আনলিমিটেড কলিং, সস্তার প্ল্যানে Jio এর বাজিমাত
  4. 16GB র‍্যাম ও 50MP কোয়াড ক্যামেরার সাথে Motorola Signature এর ভারতীয় লঞ্চ তারিখ ঘোষণা হল
  5. iQOO Z11 Turbo: কম দামে 200MP ক্যামেরা ও 7600mAh ব্যাটারির দুর্দান্ত ফোন লঞ্চ করল iQOO
  6. Oppo A6c খুব সস্তায় বাহুবলী ব্যাটারির সাথে লঞ্চ হল, ফোন থেকে চার্জ হবে অন্য ফোনও
  7. YouTube Shorts: বাচ্চাদের ইউটিউব আসক্তি কমাতে পদক্ষেপ, ভিডিও দেখার সময় বেঁধে দিতে পারবে বাবা-মা
  8. দাঁত বলে দেবে আপনি কতদিন বাঁচবেন! জাপানের গবেষণায় চমকে দেওয়ার মতো দাবি
  9. iPhone 15: একলাফে 14,500 টাকা দাম কমল iPhone 15-এর, এমন বিপুল ছাড় কোথায়
  10. এক বছর রিচার্জ ভুলে যান, Airtel এর এই প্ল্যানে 365 দিন যত খুশি কলিং, দিনে 2GB ডেটা, ও ফ্রি OTT
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »