খুব শীঘ্রই ভারত তথা বিশ্ব বাজারে Honor কোম্পানী লঞ্চ করবে, তাদের নতুন ডিজাইনের Foldable ফোন Honor Magic V3। বিগত জুলাই মাসে হ্যান্ডসেটটি চীনের মার্কেটে লঞ্চ করা হয়েছিল। ফোনটি বেঞ্চমার্কিং ওয়েবসাইটে প্রকাশিত করার পর, এটি তার ব্যবহৃত পারফরম্যান্স সম্পর্কে একটি সাধারণ ধারণা দিয়েছ। সেটি থেকে অনুমান করা যাচ্ছে যে,Honor Magic V3 এর নিমার্তারা চীনে যে Honor ফোনটি লঞ্চ করেছিল সেটির মত,এটিও একই বৈশিষ্ট্য সম্পন্ন হতে পারে। My smart price দ্বারা প্রস্তাবিত একটি তথ্যে জানা গিয়েছে যে, “FCP -N49”এই মডেল নম্বরটি
গীকবেঞ্চের ডিভাইসের তালিকাতে দেখা গেছে। বর্ণিত ডিভাইসটিতে একটি অক্টাকোর প্রসেসর থাকবে।এটি সিঙ্গেল কোর পরীক্ষায় 1,914 এবং মাল্টিকোর পরীক্ষায় 5,354 পয়েন্ট পেয়েছে।সেই তালিকা অনুযায়ী এটির সর্বোচ্চ ক্লক স্পিড 3.30GHz।
হ্যান্ডসেটটিতে কোয়ালকম Adreno 750 GPU অন্তর্ভুক্ত করা থাকবে বলে দেখা গিয়েছে।এটি Snapdragon 8 Gen 3 চিপসেট প্রসেসর দ্বারা সজ্জিত। বর্তমানে এটি একটি উন্নতমানের আধুনিক প্রসেসর। এছাড়াও স্মার্টফোনটির মাধ্যমে 12GB RAM এর সুবিধা পাওয়া যাবে।
যদিও FCP -N49 মডেল নাম্বারটির সাথে, গীকবেঞ্চ তাদের তালিকায় হ্যান্ডসেটটির কোনো নাম প্রকাশ করেনি, কিন্তু রিপোর্ট বলছে যে,এই একই মডেল নম্বর টেলিকমিউনিকেশন এবং ডিজিটাল গভর্নমেন্ট রেগুলেটরি অথরিটি (TDRA) এর তালিকা তে Honor Magic V3 এর জন্য পাওয়া গেছে। Magic V3 এর, যে ভার্সনটি সদ্য চীনে লঞ্চ করা হয়েছে, সেটির মডেল নম্বর FCP -AN10।
রিপোর্ট অনুযায়ী Honor Magic V3 Foldable ফোনটি Snapdragon 8Gen 3 চিপসেট প্রসেসর দ্বারা চালিত। ফোনটিতে Android 14-ভিত্তিক MagicOS 8.0.1 সফ্টওয়্যারটি বর্তমান।
ডিসপ্লে:হ্যান্ডসেটটিতে প্রধান একটি 7.92-ইঞ্চি LTPO OLED স্ক্রীনের সমন্বয়ে, অপর একটি 6.43-ইঞ্চি LTPO OLED কভার ডিসপ্লে রয়েছে।ডিসপ্লে দুটোই স্টাইলাস সমৃদ্ধ।
স্টোরেজ:স্মার্টফোনটিতে 16GB RAM এবং 512GB স্টোরেজ ইন বিল্ড করা হয়েছে।
ক্যামেরা:স্মার্টফোনটিতে অসাধারন কোয়ালিটি যুক্ত
ট্রিপল ক্যামেরা ইউনিট আছে।যার মধ্যে একটি 50-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, একটি 50-মেগাপিক্সেল যুক্ত টেলিফোটো ক্যামেরা এবং সর্বশেষ একটি 40-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ইউনিট আছে। এছাড়াও
সেলফির তোলার জন্য ফোনটির ভিতরে একটি 40 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে।
ব্যাটারী: সর্বোপরি Honor Magic V3 Foldable ফোনটি ফার্স্ট চার্জিং ব্যাবস্থা সমর্থন করে।এটিতে 66W- এর চার্জিং ব্যাবস্থা আছে। এটি 5,150 mAh এর ব্যাটারী দ্বারা চালিত।
সূত্র অনুযায়ী ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য Honor Magic V3 ফোনটিতে IPX8 রেটিং অন্তর্ভুক্ত করা থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন