Honor Play 10 মিডনাইট ব্ল্যাক, স্টারি পার্পল এবং ওশান সায়ান রঙের বিকল্পে উপলব্ধ
Photo Credit: Honor
Honor Play 10 স্মার্টফোন লঞ্চ হয়ে গেল। কোম্পানির Play সিরিজের এই নতুন মডেলে IP52 জলরোধী রেটিং রয়েছে। এই রেটিং থাকার অর্থ হল, ফোনটি সীমিত পরিমাণে ধুলো আটকাতে পারবে এবং হালকা জলের ছিটে পড়লেও সুরক্ষিত থাকবে। ডিভাইসটি 5,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে। অনারের নতুন মডেল MediaTek Helio G81 চিপসেটে চলে যা 4 জিবি পর্যন্ত র্যাম এবং সর্বাধিক 128 জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বিল্ট-ইন স্টোরেজ 1 টিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। Honor Play 10 তিনটি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে।
Honor Play 10 একটি বাজেট স্মার্টফোন। এর সামনে 6.7 ইঞ্চি টিএফটি এলসিডি ডিসপ্লে দেওয়া আছে, যা HD+ রেজোলিউশন (720x1,6000 পিক্সেল) এবং 260 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। হ্যান্ডসেটটি অক্টা-কোর MediaTek Helio G81 চিপসেট দ্বারা চালিত। এটি 3 জিবি / 4 জিবি র্যাম এবং 4 জিবি + 128 জিবি ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত। ব্যবহারকারী চাইলে মেমরি কার্ডের মাধ্যমে 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি করতে পারবেন।
Honor Play 10-এর ক্যামেরা খুব সাধারণ। ফোনটির পিছনে f/2.2 অ্যাপারচার এবং অটোফোকাস সহ 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা (ওয়াইড) রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনের দিকে f/2.2 অ্যাপারচার সহ 5 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ব্যাক এবং ফ্রন্ট উভয় ক্যামেরা ফুল এইচডি ভিডিয়ো রেকর্ড করতে সক্ষম।
অনারের নতুন ফোনে একটি 3.5 মিমি হেডফোন জ্যাক এবং FM রেডিও রিসিভারও রয়েছে। এটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ব্লুটুথ 5.1, ও Wi-Fi 5 কানেক্টিভিটি সাপোর্ট করে। কোম্পানি Honor Play 10 ফোনটিতে 5,000 এমএএইচ ব্যাটারি দিয়েছে বলে জানা গিয়েছে, যা USB Type-C 2.0 পোর্টের মাধ্যমে 10W চার্জিংয়ে চার্জ করা যাবে। ধুলো ও জল প্রতিরোধের জন্য এতে IP52 রেটিংও আছে।
Honor Play 10 অ্যান্ড্রয়েড গো এডিশনে চলে যা কম মেমরি এবং বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোনের জন্য তৈরি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একটি হালকা সংস্করণ। এটি মূলত কম স্পেসিফিকেশনযুক্ত ডিভাইসগুলির জন্য ডিজাইন করা হয়েছে, যাতে ভাল পারফরম্যান্স পাওয়া যায়। ফোনটির পরিমাপ 167.7×77.7×8.55 মিমি এবং ওজন 189 গ্রাম।
GSMArena জানিয়েছে যে, Honor Play 10 মিডনাইট ব্ল্যাক, স্টারি পার্পল এবং ওশান সায়ান রঙের বিকল্পে উপলব্ধ। এটি 3 জিবি + 64 জিবি এবং 4 জিবি + 128 জিবি স্টোরেজ কনফিগারেশনে বিক্রি হবে। তবে Honor Play 10 এর দাম সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। প্রতিবেদন লেখার সময় ডিভাইসটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট তালিকাভুক্ত ছিল না। Honor-এর Xঅ্যাকাউন্ট থেকে কোনও ঘোষণা করা হয়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.