সম্প্রতি ভারতে Huawei Nova 3 আর Nova 3i ফোনদুটি লঞ্চ করেছে Huawei। এই বছর এপ্রিল মাসেই Huawei P20 Pro আর Huawei P20 Lite ফোন দুটি বাজারে এনেছিল চিনের কোম্পানিটি। এই দুটি ফোনের সাথে Huawei Nova 3 আর Nova 3i ফোন দুটির একাধিক সামঞ্জস্ব রয়েছে। Huawei Nova 3 আর Nova 3i তে রয়েছে ডুয়াল ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা, এই ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সুবিধা থাকবে। এর সাথেই এই দুটি ফোনের ডিসপ্লের উপরে কালো নচ রয়েছে আর রয়েছে 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ।
ভারতে শুধুমাত্র 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে Huawei Nova 3 লঞ্চ হয়েছে। ভারতে Huawei Nova 3 এর দাম 34,999 টাকা। 4GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Huawei Nova 3i। ভারতে Huawei Nova 3i এর দাম 20,990 টাকা। আইরিস পার্পেল ও ব্যাল্ক কালার ভেরিয়েন্টে এই দুটি ফোন পাওয়া যাবে।
শুধুমাত্র Amazon.in থেকে এই ফোন প্রি-বুক করা যাবে। 23 আগস্ট থেকে Huawei Nova 3 এর বিক্রি শুরু হবে। এর অনেক আগে 7 আগস্ট থেকে Huawei Nova 3i কেনা যাবে।
OnePlus 6, Asus ZenFone 5Z এবং Honor 10 এর মতো ফোনগুলির সাথে Huawei Nova 3 বাজারে প্রতিযোগিতার সম্মুখিন হবে। অন্যদিকে Huawei Nova 3i এর সামনে বাজারে থাকবে Huawei P20 Lite, Nokia 6 (2018) আর Moto X4 এর মতো ফোনগুলি।
ডুয়াল সিম Huawei Nova 3 তে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এর উপরেই কোম্পানির নিজস্ব EMUI 8.2 স্কিন চলবে। Huawei Nova 3 তে রয়েছে একটি 6.3 ইঞ্চি Full HD+ LTPS প্যানেল। ফোনের ভিতরে থাকবে HiSilicon Kirin 970 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।
অন্যদিকে ডুয়াল সিম Huawei Nova 3i তেও চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই কোম্পানির নিজস্ব EMUI 8.2 স্কিন চলবে। Huawei Nova 3i তে রয়েছে একটি 6.3 ইঞ্চি Full HD+ LTPS প্যানেল। অন্য একটি চিপসেট ব্যবহার হয়েছে এই ফোনে। Nova 3i ফোনের ভিতরে থাকবে HiSilicon Kirin 710 চিপসেট, 4GB/ 6GB RAM আর 64GB/ 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Huawei Nova 3 আর Nova 3i দুটি ফোনেই একই ক্যামেরা ব্যবহার হয়েছে। এই দুটি ফোনেই ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 16MP প্রাইমারি সেন্সার ও একটি 2MP সেকেন্ডারী সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য থাকতে একটি 24MP ও একটি 2MP ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে।
কানেক্টিভিটির জন্য Huawei Nova 3 আর Nova 3i তে 4G LTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi 802.11ac, Bluetooth v4.2 LE, USB 2.0, GLONASS, and GPS/ A-GPS থাকবে। এর সাথেই Huawei Nova 3 তে একটি 3750mAh ব্যাটারি থাকলেও Huawei Nova 3i তে একটি 3340mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
Can Huawei Nova 3 beat OnePlus 6 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন