শুক্রবার চিনে লঞ্চ হল Huawei Nova 5i Pro। 2 অগাস্ট থেকে প্রতিবেশী দেশে এই ফোন বিক্রি শুরু হবে। 128 GB আর 256 GB স্টোরেজে চিনে Huawei Nova 5i Pro পাওয়া যাবে। থাকছে 8GB RAM। তবে নতুন Huawei ফোনের প্রধান আকর্ষন ফোনের পিছনে চারটি ক্যামেরা। এছাড়াও কোম্পানির Nova সিরিজের লেটেস্ট ফোনে থাকছে পাঞ্চ হোল ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে শক্তিশালী HiSilicon Kirin 810 চিপসেট। এই চিপসেটে রয়েছে আলাদা নিউরাল প্রসেসিং ইউনিট। থাকছে GPU Turbo সাপোর্ট।
চিনে 2,199 ইউয়ান (প্রায় 22,000 টাকা) থেকে Huawei Nova 5i Pro এর দাম শুরু হচ্ছে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 128GB স্টোরেজ। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কেনার খরচ 2,499 ইউয়ান (প্রায় 25,000 টাকা)। টপে ভেরিয়েন্টে থাকছে 8GB RAM + 256GB স্টোরেজ। টপ ভেরিয়েন্টে Huawei Nova 5i Pro এর দাম 2,799 ইউয়ান (প্রায় 28,000 টাকা)। ইতিমধ্যেই চিনে Nova 5i Pro প্রি-অর্ডার শুরু হয়েছে।
ডুয়াল সিম Huawei Nova 5i Pro ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.26 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি HiSilicon Kirin 810 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।
Huawei Nova 5i Pro ফোনের প্রধান আকর্ষন এই ফোনের পিছনের চারটি ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে রয়েছে একটি 8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর, একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত ক্যামেরা। PDAF অটোফোকাসের সাথেই এই ফোনে রয়েছে HDR মোড, নাইট মোড, পোট্রেট মোড আর টাইল ল্যাপস মোড। সেলফি তোলার জন্য পাঞ্চ হোল ডিসপ্লের নীচে থাকছে একটি 32 মেগাপিক্সেল সেন্সর।
কানেক্টিভিটির জন্য Huawei Nova 5i Pro ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন