‘Huawei Holiday Sale’ এ Huawei P20 Lite, Huawei Nova 3i, Huawei Nova 3 আর Huawei P20 Pro ফোনে ডিস্কাউন্ট পাওয়া যাবে।
‘Huawei Holiday Sale’ এ Huawei P20 Lite, Huawei Nova 3i, Huawei Nova 3 আর Huawei P20 Pro ফোনে ডিস্কাউন্ট পাওয়া যাবে।
Amazon সাথে হাত মিলিয়ে স্মার্টফোনে বিশাল ডিসকাউন্ট দিতে শুরু করল Huawei। একাধিক স্মার্টফোন বিশাল ছাড় নিয়ে এসেছে চিনের কোম্পানিটি। সাথে থাকছে নো কস্ট ইএমআই আর এক্সচেঞ্জ অফার। ‘Huawei Holiday Sale' এ Huawei P20 Lite, Huawei Nova 3i, Huawei Nova 3 আর Huawei P20 Pro ফোনে ডিস্কাউন্ট পাওয়া যাবে।
এই সেলে 19,999 টাকার Huawei P20 Lite পাওয়া যাবে মাত্র 14,999 টাকায়। সাথে থাকছে এক্সচেঞ্জ অফার। এই ফোনে রয়েছে 5.84 ইঞ্চি FHD+ ডিসপ্লে আর ডিউয়াল ক্যামেরা।
আরও পড়ুন: অবিশ্বাস্য লঞ্চ অফারে বিক্রি শুরু হল Oppo R17
20,990 টাকার Huawei Nova 3i পাওয়া যাবে মাত্র 16,990 টাকায়। এই ফোনে থাকছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে আর ডুয়াল ক্যামেরা।
34,999 টাকার Huawei Nova 3 কিনতে খরচ হবে 16,990 টাকা। 6GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। Huawei Nova 3 তে রয়েছে Kirin 970 চিপসেট।
আরও পড়ুন: বাজেট সেগমেন্টে ঝড় তুলতে ভারতে এল Vivo Y93
69,999 টাকার Huawei P20 Pro মাত্র 54,999 টাকায় কেনা যাবে। 6GB RAM আর 128GB স্টোরেজে পাওয়া যাবে এই ফোন। এই ফোনে রয়েছে Kirin 970 চিপসেট আর ট্রিপল রিয়ার ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Reno 15 Series 5G Launching Today: Know Price in India, Features, Specifications and More