বুধবার Amazon Prime গ্রাহকদের জন্য Huawei Nova 3 বিক্রি শুরু হয়েছিল।। বৃহষ্পতিবার থেকে ওপেন সেলে Amazon-এ পাওয়া যাবে এই ফোন। আজ দুপুর 1টায় Amazon-এ Huawei Nova 3 ওপেন সেল শুরু হবে। যদিও এখনো ফ্ল্যাশসেলেই পাওয়া যাচ্ছে Huawei Nova 3 এর ছোটভাই Huawei Nova 3i। কালো ও আইরিস পার্পল রঙে Huawei Nova 3 এর দাম 34,990 টাকা।
বৃহষ্পতিবার দুপুর 1টায় ওয়েন সেলে Amazon থেকে Huawei Nova 3 বিক্রি শুরু হবে। গ্রাহকদের অতিরিক্ত 2000 টাকা ছাড় দিচ্ছে কোম্পানি। যদিও Amazon Prime গ্রাহকরা এই ফোন কিনলে 3000 টাকা ছাড় পেয়ে যাবেন। নো কস্ট EMI এর সাথেই Huawei Nova 3 কিনলে 12 মাসের স্ক্রিন প্রোটেকশান বিমা বিনামূল্যে পেয়ে যাবেন। এর সাথেই American Express কার্ড হোল্ডাররা অতিরিক্ত 3000 টাকা ছাড় পাবেন।
ডুয়াল সিম Huawei Nova 3 তে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এর উপরেই কোম্পানির নিজস্ব EMUI 8.2 স্কিন চলবে। Huawei Nova 3 তে রয়েছে একটি 6.3 ইঞ্চি Full HD+ LTPS প্যানেল। ফোনের ভিতরে থাকবে HiSilicon Kirin 970 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Huawei Nova 3 তে একটি ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 16MP প্রাইমারি সেন্সার ও একটি 2MP সেকেন্ডারী সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য Huawei Nova 3i তে একটি 24MP ও একটি 2MP ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে।
কানেক্টিভিটির জন্য Huawei Nova 3 তে 4G LTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi 802.11ac, Bluetooth v4.2 LE, USB 2.0, GLONASS, and GPS/ A-GPS থাকবে। এর সাথেই Huawei Nova 3 তে একটি 3750mAh ব্যাটারি থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন