Photo Credit: Facebook/ Huawei LK
শ্রীলঙ্কায় লঞ্চ হল Huawei Y6 Pro (2019)। একই সাথে লঞ্চ হয়েছে Y7 Pro (2019) আর Y9 (2019)। সবকটি ফোন এর পেছনেই রয়েছে লেদার ফিনিশ। ফোনের সামনে রয়েছে ছোট ডিসপ্লে নচ। কোম্পানি নতুন ডিসপ্লের নাম রেখেছে ফুল ভিউ ‘ডিউ ড্রপ ডিসপ্লে'। শ্রীলঙ্কায় তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে Y6 Pro (2019) লঞ্চ করেছে Huawei। কম আলোতে এই ফোনের ফেস আনলক দারুন কাজ করবে। Y6 Pro (2019) ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব EMUI 9.0 স্কিন।
শ্রীলঙ্কায় Huawei Y6 Pro (2019) লঞ্চ হলেও এই ফোনের দাম জানায়নি চীনের কোম্পানিটি। জানা যায়নি কবে ভারতে আসছে এই স্মার্টফোন।
আরও পড়ুন: 48 মেগাপিক্সেল ক্যামেরা সহ বিক্রি শুরু হল Honor View 20
Huawei Y9 Pro (2019) এর প্রধান আকর্ষণ ফোনের পিছনে টেক্সচার লেদার ফিনিশ ডিজাইন। বাদামি ও কালো রঙে পাওয়া যাবে এই স্মার্ট ফোন।
ডুয়াল সিম Huawei Y6 Pro (2019) ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব EMUI 9.0 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.09 ইঞ্চি HD+ (720x1520 পিক্সেল) ফুল ভিউ ডিউ ড্রপ ডিসপ্লে প্যানেল। ফোনের ভেতরে থাকছে 3GB RAM আর 32GB স্টোরেজ। তবে এই ফোনে কি প্রসেসর ব্যবহার হয়েছে তা জানা যায়নি।
আরও পড়ুন: ভারতে নতুন স্মার্টওয়াচ ও ফিটনেস ট্র্যাকার নিয়ে এলো Honor
ছবি তোলার জন্য Y6 Pro (2019) ফোনে থাকছে একটি 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। এই ক্যামেরা ব্যবহার করেই ফোনের ফেস আনলক ফিচার কাজ করবে। সেলফি ক্যামেরা সাথেই থাকবে একটি ফ্ল্যাশ।
আরও পড়ুন: ট্রিপল রিয়ার ক্যামেরা সহ কবে ভারতে আসছে Vivo V15 Pro?
Y6 Pro (2019) ফোন এর ভিতরে একটি 3,000mAh ব্যাটারি ব্যবহার করেছে Huawei। এই ফোনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট পাওয়ার ম্যানেজমেন্ট টেকনোলজি ভালো ব্যাটারি ব্যাকআপ দেবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন