বহুদিন ধরেই ইন্টারনেটে খবর প্রকাশিত হচ্ছিল। অবশেষে লঞ্চ হল Huawei Y9 (2019)। এই ফোনের ভিতরে রয়েছে 6.5 ইঞ্চি ডিসপ্লে, Kirin 710 চিপসেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সার 4.0 ও সামনে ও পিছনে ডুয়াল ক্যামেরা সেট আপ।
তবে শুধুমাত্র এই ফোনের ঘোষণা করেছে Huawei। এখনো Huawei Y9 (2019) এর দাম ঘোষণা করেনি চিনের কোম্পানিটি। অক্টোবরের মাঝামাঝি এই ফোন বাজারে আসবে বলে জানানো হয়েছে। কোম্পানি জানিয়েছে বিশেষ করে তরুন প্রজন্মের কথা মাথায় রেখে Huawei Y9 (2019) ডিজাইন করা হয়েছে।
Huawei Y9 (2019) স্পেসিফিকেশান
Huawei Y9 (2019) তে রয়েছে একটি 6.5 ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Kirin 710 চিপসেট। ছবিব তোলার জন্য Huawei Y9 (2019) তে থাকবে 13MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। ফোনের পিছনের মতোই সামনেও থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। Huawei Y9 (2019) এর সামনে থাকছে 16MP+2MP ডুয়াল ক্যামেরা সেট আপ। কোম্পানি জানিয়েছে দুটি ক্যামেরাতেই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে।
Huawei Y9 (2019) তে ব্যবহার হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার 4.0 টেকনোলজি। এর মাধ্যমে মাত্র 0.3 সেকেন্ডে ফোন আনলক করা সম্ভব। ফোনের ভিতরে থাকবে EMUI 8.2 স্কিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন