Infinix GT 30 Pro 5G স্মার্টফোনের সেল শুরু হল, শুধু আজকের জন্য 2,000 টাকা ছাড়

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 13 জুন 2025 12:40 IST
হাইলাইট
  • Infinix GT 30 Pro 5G কোম্পানির ওয়েবসাইট ও Flipkart সাইটে বিক্রি হচ্ছে
  • ফ্লিপকার্ট ক্রেতাদের জন্য 2,000 টাকার ডিসকাউন্ট দিচ্ছে।
  • Infinix GT 30 Pro 5G গেমিং ফোনে Dimensity 8350 Ultimate প্রসেসর আছে

Infinix GT 30 Pro 5G এর আকর্ষণ Cyber Mecha ডিজাইন

Photo Credit: Infinix

Infinix GT 30 Pro 5G গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে। এটি একটি গেমিং স্মার্টফোন যা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে উপলব্ধ। আজ থেকে ফোনটির বিক্রি শুরু হয়েছে। আপনি যদি গেমিংয়ের পোকা হন তাহলে আজ বিশেষ অফারে Infinix GT 30 Pro 5G কিনতে পারবেন। এতে শোল্ডার গেমিং ট্রিগার রয়েছে এবং 120FPS-এ BGMI খেলা সাপোর্ট করে। এছাড়া, ডিভাইসটি 144Hz AMOLED ডিসপ্লে, 5,500mAh ব্যাটারি, MediaTek Dimensity 8350 Ultimate প্রসেসর, ভেপার চেপার কুলিং সিস্টেম, 108 মেগাপিক্সেল ক্যামেরা, XBoost গেমিং ইঞ্জিন সহ নানা আকর্ষণীয় ফিচার্সের সাথে এসেছে। Cyber Mecha ডিজাইন একে বাজারের অন্যান্য স্মার্টফোন থেকে আলাদা করে তুলেছে।

Infinix GT 30 Pro 5G এর ভারতে দাম, সেল অফার

নতুন Infinix GT 30 Pro 5G বর্তমানে ইনফিনিক্সের অনলাইন স্টোর এবং ফ্লিপকার্ট থেকে কেনা যাচ্ছে। ফোনটির 8 জিবি র‍্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ ভেরিয়েন্টের দাম 24,999 টাকা। অন্যদিকে, 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের জন্য 26,999 টাকা খরচ করতে হবে। তবে লঞ্চ অফারের অংশ হিসাবে, 2,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। ICICI ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনে এই ছাড় পাওয়া যাবে। অর্থাৎ স্টোরেজ অপশন দুটি যথাক্রমে 22,999 টাকা এবং 24,999 টাকায় পকেটস্থ করা যাবে।

শুধু মনে রাখবেন, এই অফার কেবল আজকের জন্য। তাছাড়া, Flipkart Axis Bank এর কার্ডে 5 শতাংশ ক্যাশব্যাক থাকছে। ক্রেতারা GT 30 Pro 5G এর সাথে GT গেমিং কিট নিতে পারেন, যার মধ্যে একটি ম্যাগনেটিক কেস ও ম্যাগনেটিক কুলিং ফ্যান রয়েছে। এই কিটের সাধারণভাবে মূল্য 1,999 টাকা, তবে অফারে 1,199 টাকায় পাওয়া যাবে।

Infinix GT 30 Pro 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

Infinix GT 30 Pro 5G এর সামনে 6.78-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 1.5K (1224x2720 পিক্সেল), সর্বোচ্চ রিফ্রেশ রেট 144Hz, ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট 2,160Hz, এবং পিক ব্রাইটনেস 4,500 nits। এটি অলওয়েজ-অন ডিসপ্লে ও কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন অফার করে। ফোনে MediaTek Dimensity 8350 Ultimate চিপ ব্যবহার করা হয়েছে যা LPDDR5X র‍্যাম এবং UFS 4.0 স্টোরেজের সাথে যুক্ত।

ফটোগ্রাফির জন্য, Infinix GT 30 Pro 5G এর ব্যাক প্যানেলে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য 13 মেগাপিক্সেলের একটাই ক্যামেরা পাওয়া যাবে। 5,500mAh ব্যাটারি 45W ওয়্যার্ড ও 30W ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। আবার 10W ওয়্যার্ড ও 5W ওয়্যারলেস রিভার্স চার্জিং ফেসিলিটি উপলব্ধ।

ইনফিনিক্স জিটি 30 প্রো 5G এর অন্যতম আকর্ষণ সাইবার মেকা ডিজাইন 2.0, যার পিছনের প্যানেলে RGB লাইটিং রয়েছে। এতে Xboost AI, Esports Mode, ZoneTouch Master এবং AI ইমেজ স্ট্যাবিলাইজেশনের মতো বেশ কয়েকটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ফিচার্স রয়েছে। নিরাপত্তার জন্য, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। হাই-রেস অডিও সাপোর্ট সহ ডুয়াল স্পিকার সেটআপও আছে। এছাড়া, জল থেকে রক্ষার জন্য IP64 রেটেড ফ্রেম রয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ 200MP ক্যামেরা এবং 6,500mAh ব্যাটারির Vivo V60e লঞ্চ হবে 7 অক্টোবর
  2. Realme 15x 5G সস্তায় 50MP AI সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল
  3. অফার ছাড়াই Nothing Phone 3-এর দাম সরাসরি 40,000 টাকা কমল, কিনবেন নাকি
  4. শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল Oppo A6 5G স্মার্টফোন
  5. 6,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরার বাজেট স্মার্টফোন আনছে Realme, র‍্যাম 16 জিবি বাড়ানো যাবে!
  6. 7,000 টাকারও কমে লঞ্চ হচ্ছে Samsung Galaxy M07, লো বাজেটেও দুর্দান্ত ফিচার
  7. Moto X70 Air: আইফোন এয়ারকে টেক্কা! এবার সুপার-স্লিম ফোন আনছে মটোরোলা
  8. সেরা ক্যামেরার Samsung Galaxy S25 FE ফোনের সেল শুরু, পাবেন 5,000 টাকা ছাড়
  9. দুর্ধর্ষ ব্যাটারি ব্যাকআপ নিয়ে লঞ্চ হল CMF Headphone Pro, স্টাইল-ফিচার্সে বাজিমাত
  10. 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং 60W ফাস্ট চার্জিং সহ আসছে Samsung Galaxy S26 Ultra
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.