Photo Credit: Infinix
30,000 টাকার মধ্যে একটি দারুণ গেমিং ফোন হল Infinix GT 30 Pro 5G
বিগত কয়েক বছরে ভারতে মোবাইল গেমিং বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। একটা সময় গেম খেলা শুধু শখ বা নেশার মধ্যে সীমাবদ্ধ থাকলেও, বর্তমানে সেটা পেশায় পরিণত হয়েছে। ফ্রি ফায়ার, পাবজি, ক্ল্যাশ অফ ক্ল্যানসের মতো অনলাইন গেম লঞ্চে পর থেকেই স্মার্টফোনে গেম খেলার প্রবণতায় যেন জোয়ার এসেছে। গেমিংয়ের জন্য বাজারে একেবারে আলাদা শ্রেণির স্মার্টফোন রয়েছে। শক্তিশালী পারফরম্যান্স, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে, উন্নত কুলিং সিস্টেম-সহ অত্যাধুনিক হার্ডওয়্যারের সৌজন্যে এগুলি সাধারণ স্মার্টফোন থেকে অনেক এগিয়ে। তবে এই গেমিং ফোনগুলি আমজনতার হাতের নাগালের বাইরে। তাহলে উপায় কী?
গেম খেলার জন্য সবসময় যে দামি স্মার্টফোন কেনার প্রয়োজন, তা কিন্তু নয়। গেমিংয়ের প্রকৃত মজা উপভোগ করতে চাইলে প্রিমিয়াম ফোনের বিকল্প নেই ঠিকই, কিন্তু বর্তমানে এমন কিছু নন-ফ্ল্যাগশিপ স্মার্টফোন রয়েছে, যেগুলি হেভি গেম খেলার সময় ল্যাগ ছাড়াই দীর্ঘক্ষণ সাপোর্ট দিতে পারে। তাই বাজেটের মধ্যে মোবাইল গেমারদের জন্য এই বিশেষ ফোনগুলি হয়ে উঠেছে সেরা সঙ্গী। Gadgets 360 বাংলার এই প্রতিবেদনে ভারতে 30,000 টাকার মধ্যে সেরা পাঁচটি গেমিং স্মার্টফোনের তালিকা রইল।
Infinix GT 30 Pro 5G ভারতের গেমিং স্মার্টফোনের জগতে নতুন নাম। জুনের শুরুতেই লঞ্চ হয়েছে। এতে 144Hz রিফ্রেশ রেট ও 4,500 নিট পিক ব্রাইটনেস সহ 6.78 ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে আছে। MediaTek Dimensity 8300 চিপসেট দ্বারা চালিত এই ফোনটি সাথে 12GB পর্যন্ত RAM ও 25GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজ সাপোর্ট করে।
Infinix GT 30 Pro 5G-এর পিছনের প্যানেলে সাইবার মেকা ডিজাইন 2.0 এবং RGB লাইটিং ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে যে এটি ইন-গেম ইভেন্ট, চার্জিং স্ট্যাটাস এবং কলের জন্য উপযুক্ত। এছাড়াও, গেমিং পারফরম্যান্স উন্নত করার জন্য Xboost AI, Esports Mode, ZoneTouch Master-এর মতো বেশ কয়েকটি AI-সমর্থিত ফিচার্স রয়েছে। ফোনটিতে 520Hz রেসপন্স রেট সহ GT শোল্ডার ট্রিগারও মিলবে।
রিয়ার ক্যামেরা সিস্টেমে একটি 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর বর্তমান। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, একটি 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির 5,500mAh ব্যাটারি 45W ওয়্যার্ড এবং 30W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Infinix GT 30 Pro 5G এর 8 জিবি র্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ ভেরিয়েন্টের দাম 24,999 টাকা। অন্যদিকে, 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের জন্য 26,999 টাকা খরচ করতে হবে। ইনফিনিক্স ব্লেড হোয়াইট এবং ডার্ক ফ্লেয়ার নামের দুটি রঙের বিকল্পে বিক্রি করছে। ফ্লিপকার্ট ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন।
iQOO Neo 10R স্মার্টফোনটিও গেমারদের জন্য ভাল বিকল্প। এতে 6.78 ইঞ্চি 1.5K অ্যামোলেড স্ক্রিন রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট, 4,500nits পিক ব্রাইটনেস, 300Hz টাচ স্যাম্পলিং রেট, এবং HDR10+ সাপোর্ট করে। ফোনটি Snapdragon 8s Gen 3 প্রসেসর দ্বারা পরিচালিত যা 12GB RAM ও 256GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত।
এটি পাঁচ ঘন্টা পর্যন্ত স্থিতিশীল 90 ফ্রেম প্রতি সেকেন্ড (fps) সরবরাহ করার দাবি করা হয়েছে। দীর্ঘ গেমিং সেশনের সময় দক্ষতার সাথে তাপ বার করে দেওয়ার জন্য একটি 6,043 বর্গ মিমি ভেপার চেম্বারও রয়েছে। ফোনটিতে আল্ট্রা গেম মোড, বিল্ট-ইন fps মিটার, 4D গেম ভাইব্রেশন এবং AI গেম ভয়েস চেঞ্জারের মতো গেমিং ফিচার্স রয়েছে।
ফোনটির পিছনে 50 মেগাপিক্সেল Sony IMX882 ক্যামেরা ও একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর আছে। সেলফি ক্যামেরাটি 32 মেগাপিক্সেল। এতে বিশাল 6,400mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 45W ফাস্ট চার্জারের মাধ্যমে চার্জ হয়।
ভারতে iQOO Neo 10 এর দাম 26,999 টাকা থেকে শুরু হচ্ছে, যা 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অফার করে। আর 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 28,999 টাকা ও 30,999 টাকা। ফোনটি মুননাইট টাইটানিয়াম এবং রেজিং ব্লু রঙে অ্যামাজন এবং আইকিউও ইন্ডিয়া ই-স্টোরের মাধ্যমে পাওয়া যাচ্ছে।
Poco X7 Pro স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট ও 240Hz টাচ স্যাম্পলিং রেট সহ 6.73 ইঞ্চি 1.5K অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এই ফোনে MediaTek Dimensity 8400 প্রসেসর ব্যবহার করা হয়েছে যা 12GB পর্যন্ত RAM ও 256GB পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত। ডিভাইসটির ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপে একটি 50 মেগাপিক্সেল Sony LYT600 সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা বর্তমান। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনের দিকে 20 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা আছে। ফোনটির 6,550mAh ব্যাটারি 90W HyperCharge সাপোর্ট করে।
ভারতে Poco X7 Pro কিনতে খরচ হবে 27,999 টাকা। এটি 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম। অন্যদিকে, 12GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য 29,999 টাকা। এটি ফ্লিপকার্টে নেবুলা গ্রিন, অবসিডিয়ান ব্ল্যাক এবং পোকো ইয়েলো রঙে এই ফোনটি পাওয়া যাচ্ছে।
তালিকায় OnePlus Nord 4 এর নাম দেখে অনেকেরই ভ্রু কুঁচকাবে। তবে 30,000 টাকার নীচে গেম খেলার জন্য এই ফোন কেনার কথা ভাবতে পারেন। এটি 1.5K অ্যামোলেড স্ক্রিনের সাথে এসেছে, যার দৈর্ঘ্য 6.74 ইঞ্চি, রিফ্রেশ রেট 120Hz, ও পিক্সেল ডেনসিটি 450 পিপিআই। এতে Snapdragon 7+ Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এবং 12GB পর্যন্ত RAM + 256GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত।
ফোনটির পিছনে ডুয়াল ক্যামেরা সিস্টেম আছে, যার মধ্যে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর রয়েছে। সেলফি ক্যামেরাটি 16 মেগাপিক্সেল। ফোনটির 5,500mAh ব্যাটারি 100W ফাস্ট চার্জারের মাধ্যমে শক্তি সংগ্রহ করে।
ভারতে OnePlus Nord 4 এর দাম 29,999 টাকা থেকে শুরু হচ্ছে, যা 8 জিবি RAM + 128 জিবি স্টোরেজ অফার করে। এছাড়া, 8 জিবি 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 32,999 টাকা ও 35,999 টাকা। স্মার্টফোনটি মার্কিউরিয়াল সিলভার, ওসিস গ্রিন এবং অবসিডিয়ান মিডনাইট রঙে পাওয়া যাচ্ছে। ওয়ানপ্লাস অনলাইন স্টোর, অ্যামাজন ইন্ডিয়া এবং অন্যান্য রিটেল স্টোরের মাধ্যমে কেনার জন্য উপলব্ধ।
Nothing Phone 3a Pro-তে 6.7 ইঞ্চি AMOLED স্ক্রিন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট আছে। Snapdragon 7s Gen 3 প্রসেসর দ্বারা চালিত এই হ্যান্ডসেট 12 জিবি পর্যন্ত র্যাম এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ অফার করে। হ্যান্ডসেটটির পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, এবং একটি 8 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সামনের দিকে, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। ফোনটির 5,000mAh ব্যাটারি 50W ফাস্ট চার্জিং অফার করে।
ভারতে Nothing Phone 3a Pro এর 8 জিবি + 128 জিবি বেস মডেলের দাম 27,999 টাকা। অন্যদিকে, 8 জিবি + 256 জিবি এবং 12 জিবি + 256 জিবি ভেরিয়েন্টের দাম 31,999 টাকা। এটি Flipkart, Flipkart Minutes, Vijay Sales, Croma এবং নির্বাচিত রিটেল স্টোরে ব্ল্যাক ও গ্রে কালারে বিক্রি হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন