Infinix Hot 60i সস্তায় সুন্দর ফিচার্সের সাথে হাজির, পাবেন 50MP ক্যামেরা ও 256 জিবি স্টোরেজ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 30 জুন 2025 15:30 IST
হাইলাইট
  • Infinix Hot 60i ফোনটিতে 5,160mAh ব্যাটারি দেওয়া হয়েছে
  • হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক XOS 15.1 সফটওয়্যারে চলে
  • Infinix Hot 60i-তে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে

Infinix Hot 60i স্লিক ব্ল্যাক এবং টাইটানিয়াম গ্রে রঙে পাওয়া যাচ্ছে

Photo Credit: MobileDokan

Infinix Hot 60i ওপার বাংলায় কোম্পানির আপকামিং Hot 60 সিরিজের স্মার্টফোনের প্রথম স্মার্টফোন হিসেবে চুপিচুপি লঞ্চ করা হয়েছে। স্পেসিফিকেশনের নিরিখে, নতুন বাজেট ফোনটি তার পূর্বসূরী Infinix Hot 50i এর সাথে সাদৃশ্য বহন করে। এতে 6.78-ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে যা 120 হার্টজে রিফ্রেশ করে। Infinix Hot 60i হ্যান্ডসেটে 5G সাপোর্ট নেই, কারণ এটি MediaTek Helio G81 Ultimate প্রসেসর দ্বারা পরিচালিত। স্পেস নিয়ে যাতে চিন্তা করতে না হয় তার জন্য 256 জিবি পর্যন্ত বিল্ট-ইন স্টোরেজ অফার করে। হ্যান্ডসেটটিতে একটি 5,160mAh ব্যাটারি রয়েছে যা 45W চার্জারে দ্রুত চার্জ করা যায়। ফটোগ্রাফির জন্য, স্মার্টফোনটির পিছনের প্যানেলে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে।

Infinix Hot 60i স্পেসিফিকেশন ও ফিচার্স

Infinix Hot 60i হ্যান্ডসেটটিতে 6.78-ইঞ্চি ফুল-এইচডি+ (1,080×2,460 পিক্সেল) IPS LCD স্ক্রিন রয়েছে যা  120Hz রিফ্রেশ রেট, 396ppi পিক্সেল ডেনসিটি, এবং 800nits পিক ব্রাইটনেস অফার করে। ডুয়াল-সিম (ন্যানো+ন্যানো) যুক্ত এই স্মার্টফোন অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক XOS 15.1 সফটওয়্যারে রান করে। ফোনটির 12 ন্যানোমিটার অক্টা-কোর MediaTek Helio G81 Ultimate চিপ সর্বাধিক 8 জিবি পর্যন্ত র‍্যাম এবং 128 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য, ইনফিনিক্স হট 60আই এর ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি অনির্দিষ্ট 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিয়ো চ্যাটের জন্য, সামনের দিকে f/2.0 অ্যাপারচার সহ একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সিকিউরিটির জন্য, একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বর্তমান।

Infinix Hot 60i এর 5,160mAh ব্যাটারি 45W ফাস্ট চার্জিং সমর্থন করে। কানেক্টিভিটি অপশনের মধ্যে 4G LTE, Wi-Fi 5, Bluetooth 5, NFC, এবং GPS/ A-GPS মিলবে। ফোনটি একটি USB Type-C পোর্ট দিয়ে সজ্জিত। ডিভাইসটির অনবোর্ড সেন্সরগুলির মধ্যে জাইরোস্কোপ, অ্যাক্সিলোমিটার, ও কম্পাস উল্লেখযোগ্য। রিটেলার ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, Infinix Hot 60i এর পরিমাপ 167.9×75.6×7.7 মিমি।

Infinix Hot 60i দাম

Infinix Hot 60i এর বেস মডেলে 6 জিবি র‍্যাম এবং 128  জিবি স্টোরেজ রয়েছে। এই ভেরিয়েন্টের দাম 13,999 বাংলাদেশী টাকা যা ভারতীয় মুদ্রায় প্রায় 9,800 টাকার সমান। এছাড়াও, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটিও কিনতে পারবেন যার দাম 16,499 বাংলাদেশী টাকা ( ভারতীয় মুদ্রায় প্রায় 11,500 টাকা)।

হ্যান্ডসেটটি স্লিক ব্ল্যাক এবং টাইটানিয়াম গ্রে রঙে পাওয়া যাচ্ছে এবং বর্তমানে এটি বাংলাদেশের মোবাইলদোকান নামে একটি অনলাইন রিটেলার সাইটে লিস্টেড হয়েছে। (GSMArena এর মাধ্যমে জানা গিয়েছে)। ভারত এবং অন্যান্য দেশগুলিতে Infinix Hot 60i কবে লঞ্চ হতে পারে, সেই বিষয়ে কোম্পানির পক্ষ থেকে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Flipkart Festive Dhamaka Sale: ফ্লিপকার্টে শুরু ফেস্টিভ ধামাকা সেল, প্রিমিয়াম ফোনে বাম্পার ছাড়
  2. 6,999 টাকার ফোনে 6 বছর পর্যন্ত Android আপডেট, বড় চমক নিয়ে ভারতে হাজির Samsung Galaxy M07
  3. Upcoming Smartphones in October 2025: অক্টোবরে ধামাকা, বাজার কাঁপাতে আসছে ভিভো, ওয়ানপ্লাসরা
  4. Lava Agni 4: চাইনিজ ব্র্যান্ডদের ঘোল খাইয়ে ছাড়বে স্বদেশি স্মার্টফোন, আসছে লাভা অগ্নি 4
  5. iQOO 15 তুখোড় ফিচার্সের সঙ্গে নভেম্বরে ভারতে লঞ্চ হতে পারে, দাম নিয়ে বড় খবর
  6. 4G চালুর পর ধামাকা অফার আনল BSNL, 225 টাকায় সারা মাস 75 জিবি ডেটা ও যত খুশি কথা
  7. দুর্ধর্ষ 200MP ক্যামেরা এবং 6,500mAh ব্যাটারির Vivo V60e লঞ্চ হবে 7 অক্টোবর
  8. Realme 15x 5G সস্তায় 50MP AI সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল
  9. অফার ছাড়াই Nothing Phone 3-এর দাম সরাসরি 40,000 টাকা কমল, কিনবেন নাকি
  10. শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল Oppo A6 5G স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.