1 এপ্রিল থেকে ভারতে স্মার্টফোনে জিএসটি 12 শতাংশ থেকে বেড়ে 18 শতাংশ হয়েছে। প্রায় 50 শতাংশ জিএসটি বাড়ার কারণে স্মার্টফোনের দাম বাড়িয়েছে বিভিন্ন কোম্পানি। একই পথে হেঁটে ভারতে স্মার্টফোনের দাম বাড়াল Apple। এর ফলে 1,17,100 টাকা থেকে iPhone 11 Pro Max-এর দাম শুরু হচ্ছে। iPhone 11 Pro-র দাম শুরু হচ্ছে 1,06,600 টাকা থেকে। এছাড়াও দামী হয়েছে iPhone 11, iPhone XR ও iPhone 7।
Gadgets 360 কে বিভিন্ন iPhone-এর দাম বাড়ানোর খবর নিশ্চিত করেছে Apple। 64GB স্টোরেজে iPhone 11 Pro Max এর দাম 1,11,200 টাকা থেকে বেড়ে হয়েছে 1,17,100 টাকা। অর্থাৎ এই ফোনের দাম 5,900 টাকা বেড়েছে।
মডেল | পুরনো দাম (টাকা) | নতুন দাম (টাকা) |
---|---|---|
iPhone 11 Pro Max 64GB | 1,11,200 | 1,17,100 |
iPhone 11 Pro 64GB | 1,01,200 | 1,06,600 |
iPhone 11 64GB | 64,900 | 68,300 |
iPhone XR 64GB | 49,900 | 52,500 |
iPhone 7 32GB | 29,900 | 31,500 |
Xiaomi, Apple -এর পরে স্মার্টফোনের দাম বাড়াল Realme
অন্যদিকে iPhone 11 Pro-র দাম বেড়েছে 5,400 টাকা। 64GB স্টোরেজে iPhone 11 Pro-র দাম 1,01,200 টাকা থেকে বেড়ে হয়েছে 1,06,600 টাকা।
অন্যদিকে iPhone 11-এর 64GB ভেরিয়েন্টের দাম 64,900 টাকা থেকে বেড়ে হয়েছে 68,300 টাকা। 64GB স্টোরেজে iPhone XR কিনতে 68,300 টাকা খরচ হবে। আগে এই ফোনের দাম ছিল 64,900 টাকা। অন্যদিকে iPhone 7 এর দাম 29,900 টাকা থেকে বেড়ে হয়েছে 31,500 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন