Xiaomi জানিয়েছে নতুন এই 20,000 mAh পাওয়ারব্যাঙ্ক Redmi K20 Pro ও Redmi Note 7 Pro ফোন তিন বার সম্পূর্ণ চার্জ করা যাবে। iPhone 8 ফোন 7.2 বার চার্জ করবে এই পাওয়ারব্যাঙ্ক।
সব থেকে কম দামে পাওয়া যাবে iPhone 6s সিরিজের ফোন দুটি। iPhone 6s এর 32GB ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হয়েছে 29,900 টাকা আর 39,900 টাকা। যা আগে ছিল 42,900 টাকা আর 52,100 টাকা।